অপরিবর্তিত খালেদা জিয়ার শারীরিক অবস্থা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
হাসপাতালে নিবিড় তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

সোমবার (৮ ডিসেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে মেডিকেল বোর্ডের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের সময় তার পুত্রবধূ ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান হাসপাতালে উপস্থিত ছিলেন। দলীয় সূত্র জানিয়েছে, চিকিৎসকদের পর্যবেক্ষণ ও বর্তমান শারীরিক পরিস্থিতি বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনাও রাখা হয়েছে।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বেগম খালেদা জিয়া। তার স্বাস্থ্য পরিস্থিতি গত কয়েকদিন ধরে স্থিতিশীল থাকলেও উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় পরিবার ও চিকিৎসকরা বিদেশে নেওয়ার প্রস্তুতি বজায় রেখেছেন। এর আগে মঙ্গলবার ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স অবতরণের সময়সূচি নির্ধারিত থাকলেও, জার্মানির এফএআই অ্যাভিয়েশন গ্রুপ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্লট নেওয়ার আবেদন পরবর্তীতে বাতিল করে। ফলে বুধবার লন্ডনে নেওয়ার পরিকল্পনাও আপাতত স্থগিত রয়েছে।

বিএনপি সূত্র বলছে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করেই বিদেশে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মেডিকেল টিম।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হাতকড়া-শিকল পরিয়ে ৩১ বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত

ফেরত আসা বাংলাদেশিরা জানিয়েছেন, তাদের বেশির ভাগই নোয়াখালীর বাসিন্দা। সিলেট, ফেনী, শরিয়তপুর ও কুমিল্লারও কয়েকজন রয়েছেন। সবাইকে প্রায় ৬০ ঘণ্টা হাতে হাতকড়া ও শিকল পরিয়ে রাখা হয়েছিল। ঢাকায় বিমানবন্দরে অবতরণ করার পর তাদের শিকলমুক্ত করা হয়।

১৩ ঘণ্টা আগে

বিশ্বরেকর্ড গড়তে বিজয় দিবসে পতাকাসহ ঝাঁপ দেবেন ৫৪ প্যারাট্রুপার

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয় দিবসের দিন সকাল ১১টা থেকে ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাই পাস্ট মহড়া পরিচালনা করবে। চলবে বিজয় দিবসের বিশেষ ব্যান্ড-শো। সকাল ১১টা ৪০ মিনিট থেকে ‘টিম বাংলাদেশ’ এর ৫৪ জন প্যারাট্রুপার স্বাধীনতার ৫৪ বছর উদ্‌যাপনে পতাক

১৬ ঘণ্টা আগে

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি : ‘চূড়ান্ত হচ্ছে’ অধ্যাদেশ, ক্লাস শুরু ১ জানুয়ারি

সুধীজনসহ বিভিন্ন মহল থেকে পাঁচ হাজারের বেশি মতামত পাওয়া গেছে। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে তিনটি মতবিনিময় সভা হয়েছে। একই সঙ্গে নির্ধারিত প্রক্রিয়া অনুসারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মতামত সংগ্রহের কাজও সম্পন্ন করা

১৭ ঘণ্টা আগে

আমরা ঋণের ফাঁদে পড়ে গেছি: এনবিআর চেয়ারম্যান

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার অর্থবিষয়ক বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি–বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, অর্থ বিভাগে

১৮ ঘণ্টা আগে