মুন্সীগঞ্জে হবে সরকারি মেডিকেল কলেজ, মন্ত্রণালয়ের অনুমোদন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

নতুন আরেকটি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন এই মেডিকেল কলেজটি স্থাপন করা হবে মুন্সীগঞ্জে। এটি হবে দেশের ৩৯তম সরকারি মেডিকেল কলেজ।

অবকাঠামো উন্নয়নের কাজ শেষ হলে সেখানে একাডেমিক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নতুন বছরের প্রথম দিন বৃহস্পতিবার (১ জানুয়ারি) মন্ত্রণালয়টি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে সই করেছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইদুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুন্সীগঞ্জ জেলায় একটি নতুন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের নীতিগত অনুমোদন দেওয়া হলো। এই মেডিকেল কলেজ ও হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হওয়াসাপেক্ষে পরবর্তী সময়ে একাডেমিক কার্যক্রম শুরুর অনুমোদন দেওয়া হবে।

বর্তমানে দেশে ৩৮টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, যার মধ্যে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। এ ছাড়া বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে ৭২টি। এর মধ্যে সবশেষ ঢাকার জুরাইনের ব্যারিস্টার রফিকুল হক মেডিকেল কলেজ পাঠদানের অনুমোদন পেয়েছে গত ১১ নভেম্বর।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাজনীতিতে নারী নেতৃত্ব কি পর্দার আড়ালে চলে গেল?

শেখ হাসিনার পলায়ন ও রওশন এরশাদের অনুপস্থিতির পর খালেদা জিয়ার প্রয়াণে দেশের রাজনীতিতে নারী নেতৃত্বই পর্দার আড়ালে চলে গেল কি না, সে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে— রাজনীতির মাঠে এখন যেসব নারীরা রয়েছেন, তাদের মাধ্যমে কি রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নারী নেতৃত্বের শূন্যতা আদৌ পূরণ হবে? নাকি রাজনীতি পরিপ

১৪ ঘণ্টা আগে

সার্ক পুনরুজ্জীবিত করতে জোরালো আহ্বান প্রধান উপদেষ্টার

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, ভূটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা, শ্রীলঙ্কার পররাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটনমন্ত্রী বিজিতা

১৫ ঘণ্টা আগে

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় আটক ২৬

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, মোবাইল ব্যবসায়ীরা হঠাৎ হামলা চালান। বিটিআরসি ভবনের দিকে ইটপাটকেল ছুড়ে মারেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

১৫ ঘণ্টা আগে

হাদি হত্যা : সিভিয়ন, সঞ্জয় ও ফয়সাল কারাগারে

তিন দিনের রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম তাদে

১৫ ঘণ্টা আগে