সাগরে লঘুচাপে বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, রূপ নেবে ঘূর্ণিঝড়ে?

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বঙ্গোপসাগরের উত্তরপশ্চিম ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে বলে তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কা থেকে দেশের চার সমুদ্রবন্দরকেই তিন নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

তবে এই লঘুচাপের গতিপ্রকৃতি বিশ্লেষণ করে আবহাওয়াবিদরা বলছেন, লঘুচাপটি হয়তো নিম্নচাপে রূপ নিতে পারে। এরপর সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা কম। তবে এর প্রভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে সারা দেশেই।

মঙ্গলবার (২৭ মে) দুপুর ২টায় আবহাওয়া অধিদপ্তর সামুদ্রিক সতর্কবার্তা জারি করেছে। তাতে বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরির তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সতর্কসংকেতের তথ্য জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে মে মাসের শুরুতেই আবহাওয়া অধিদপ্তর এক মাস মেয়াদি জলবায়ু অবস্থার পূর্বাভাস দিয়েছিল। সেখানে এ মাসের শেষভাগে একটি ঘূর্ণিঝড়ের শঙ্কার কথা জানানো হয়েছিল। ফলে উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না— এমন আশঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক রাজনীতি ডটকমকে বলেন, ‘লঘুচাপটি একই এলাকায় অবস্থান করে আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। সেটি হয়তো দুয়েক দিনের মধ্যেই ঘটবে। এখন পর্যন্ত এর যে গতিপ্রকৃতি, তাতে এরপর আর এই সিস্টেমটির ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা একটু কম।’

ঘূর্ণিঝড় না হলেও সমুদ্রবন্দরগুলো ও আশপাশের এলাকায় দমকা ও ঝোড়ো হাওয়া থাকবে। পাশাপাশি থাকবে বৃষ্টিপাতও। এর আগে সোমবারও সঞ্চালনশীল মেঘমালার কারণে মঙ্গলবার থেকে তিন দিন দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ঘন মেঘের কারণে চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস ছিল। এর সঙ্গে লঘুচাপের প্রভাবে সারা দেশেই ভারী বৃষ্টিপাত হবে। লঘুচাপের প্রভাব কেটে গেলে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শহিদুল আলমের প্রত্যাবর্তনে সরকারের হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুল

গাজা অভিমুখী কনশানস নৌযান থেকে ইসরাইলি বাহিনীর হাতে আটক হয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম। তার আটকের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৩ ঘণ্টা আগে

ইসরায়েলি বাহিনী আমাকে অপহরণ করেছে: ভিডিও বার্তায় শহীদুল আলম

৫ ঘণ্টা আগে

গণভোট কী, এতে জনমতের প্রতিফলন ঘটে কি?

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য জনগণের সম্মতি নিতে গণভোট করার বিষয়ে ঐকমত্য হয়েছে রাজনৈতিক দলগুলো। গত রোববার জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক দলগুলো এ বিষয়ে নিজেদের মতামত স্পষ্ট করেছে।

১৮ ঘণ্টা আগে

ইউনেসকোর ৪৩তম সম্মেলনের সভাপতি বাংলাদেশ

সংস্কৃতি উপদেষ্টা তার পোস্টে জানান, জাপানের বিপক্ষে ৩০-২৭ ব্যবধানে বাংলাদেশ ইউনেসকোর ৪৩তম সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে। বাংলাদেশ ও জাপান ছাড়াও সভাপতি পদে আরো প্রতিদ্বন্দ্বিতা করেছিল কোরিয়া ও ভারত। কিন্তু শেষ পর্যায়ে এসে কোরিয়া ও ভারত তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে।

১৯ ঘণ্টা আগে