খাদ্য সহায়তা কমে যাওয়ায় ঝুঁকিতে রোহিঙ্গারা: গুতেরেস

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নাগরিকদের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউইএফপি) খাদ্য সহায়তা কমে অর্ধেক যাওয়ায় রোহিঙ্গা জনগোষ্ঠী ঝুঁকির মধ্যে রয়েছেন বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই জনগোষ্ঠীর জন্য সহায়তা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারের উখিয়ায় ১৮ নম্বর রোহিঙ্গা ক‍্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

গুতেরেস বলেন, খাদ্য সহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গারা ঝুঁকির মধ্যে রয়েছে। তাদের একটি মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতা আরও বাড়াতে হবে।

জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গারা দেশে ফিরে যেতে চায়। এটি তাদের অধিকার, তারা বঞ্চনার শিকার। কিন্তু মিয়ানমারের পরিস্থিতি এখনো শান্ত নয়। তাদের এ বিষয়ে আরও কাজ করতে হবে।

রোহিঙ্গাদের ফুড রেশন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কথা বলবেন বলেও জানান জাতিসংঘ মহাসচিব।

এর আগে দুপুরে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক‍্যাম্পের একটি লার্নিং সেন্টার পরিদর্শন করেন অ্যান্তোনিও গুতেরেস। সেখানে তিনি রোহিঙ্গা শিক্ষার্থীদের কথা শোনেন ও তাদের সঙ্গে কথা বলেন। ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

এরপর উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পের কালচারাল সেন্টার পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব। সেখানে রোহিঙ্গাদের তৈরি বিভিন্ন ধরনের বস্ত্র ও কারুপণ্য দেখেন তিনি। রোহিঙ্গা নারী-পুরুষদের সঙ্গেও কথা বলেন।

শুক্রবার দুপুর ১টার দিকে কক্সবাজার পৌঁঝান গুতেরেস। ঢাকা থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে একই বিমানে করে তিনি কক্সবাজার যানর কক্সবাজার বিমানবন্দরে তাদের স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাছাইয়ে উত্তীর্ণ ১০ দলের কার্যক্রম আরও তদন্ত করবে ইসি

রাজনৈতিক দল হিসেবে আবেদনকারীদের মধ্যে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ নতুন ১০টি দলের কার্যক্রম মাঠ পর্যায়ে পুনঃতদন্তের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য অঞ্চলভিত্তিক গঠন করা হয়েছে ১০টি কমিটি।

৭ ঘণ্টা আগে

কাল থেকেই সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি

জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ও বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা কর্মসূচি একদিন এগিয়ে এনেছেন। আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) থেকে সারা দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হবে।

৭ ঘণ্টা আগে

তিন মন্ত্রণালয়ে সচিব বদলি

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক, সংযুক্ত) সিদ্দিক জোবায়েরকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে (এনএপিডি) সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) পদে পদায়ন করা হয়েছে।

৮ ঘণ্টা আগে

'সেফ এক্সিট আমার জন্য নয়, আমি এ দেশেই থাকব'

উপদেষ্টা বলেন, ‘রোগ হওয়ার পর চিকিৎসা নয়, আগে থেকেই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। দেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার নিরলসভাবে কাজ করছে। টাইফয়েডের মতো প্রাণঘাতী রোগ প্রতিরোধে সরকারের এ উদ্যোগ ঐতিহাসিক।’

৮ ঘণ্টা আগে