বদলে যাচ্ছে ঢাবির বঙ্গবন্ধু-বঙ্গমাতা হলসহ ৫ স্থাপনার নাম

ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনের নাম পরিবর্তনের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। এর বাইরে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিবারের আরও তিন সদস্যের নামে থাকা তিন স্থাপনার নামও পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে সিন্ডিকেটে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেট সভাপতি ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শরিফ ওসমান হাদি ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সিতারা পারভীন বীরপ্রতীকের নাম নামকরণের সুপারিশ করা হয়েছে।

নাম পরিবর্তনের জন্য নির্ধারণ করা বাকি তিন স্থাপনা হলো— ‘শহিদ অ্যাথলেট সুলতানা কামাল হোস্টেল’, ‘রাসেল টাওয়ার’ ও ‘বঙ্গবন্ধু টাওয়ার’। এর মধ্যে সুলতানা কামাল হোস্টেলের নাম বীরপ্রতীক তারামন বিবির নামে করার সুপারিশ করা হয়েছে সিন্ডিকেটে। বাকি দুটি টাওয়ারের নাম বদলানোর সিদ্ধান্ত হলেও কার নামে নতুন নামকরণ হবে, তা নির্ধারণ করা হয়নি।

নিয়ম অনুযায়ী, সিন্ডিকেট থেকে এই পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য সিনেটের কাছে পাঠানো হবে। সিনেটের সভায় আলোচনার পর অনুমোদন পেলে নাম পরিবর্তনগুলো চূড়ান্ত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ের সিনেট। সিন্ডিকেটের প্রস্তাব সেখানে পাঠানোর সুপারিশ আজকের (বৃহস্পতিবার) বৈঠকে এসেছে।

বৈঠকে ‘আওয়ামী লীগপন্থি’ হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার অধ্যাপককে স্থায়ী বহিষ্কার কেন করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর সিদ্ধান্তও হয়েছে। চার শিক্ষক হলেন— ড. সাদেকা হালিম, অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন ও অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গুজব ও অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অপরিহার্য : তথ্য সচিব

সচিব জানান, প্রান্তিক মানুষকে গণভোট সম্পর্কে অবহিত করতে মাল্টিমিডিয়া ব্যবহার করে ৬৪ জেলায় ৪৯৫ উপজেলায় ভোটালাপ উঠান বৈঠক ও টেনমিনিট ব্রিফ করছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। মোবাইলফোন ব্যবহার করে গণভোটের নিয়ম শেখাচ্ছেন তথ্যআপা।

৫ ঘণ্টা আগে

পাবনা-১ ও ২ আসনের ভোট স্থগিতের খবর সঠিক নয় : ইসি

গত ৫ জানুয়ারি পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে আগের সীমানা পুনর্বহাল সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গত ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট অংশ স্থগিত করেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসি ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভ

৫ ঘণ্টা আগে

পাঁচ জেলায় সড়কে ঝরল ১৪ প্রাণ

এদিকে চট্টগ্রামের কর্ণফুলীতে গাড়ির ধাক্কায় মো. আলী আব্বাস (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে পিএবি সড়কের কর্ণফুলী উপজেলার দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

৬ ঘণ্টা আগে

খালেদা জিয়া সাংবাদিক হিসেবে আমাকে পছন্দ করতেন: আইন উপদেষ্টা

আমি অনেক আগে থেকে বেগম খালেদা জিয়ার ভক্ত ছিলাম। তিনি সাংবাদিক হিসেবে আমাকে পছন্দ করতেন বলে জানিয়েছেন আইন, ক্রীড়া ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।

৮ ঘণ্টা আগে