চলে গেলেন লালন গানের রানি ফরিদা পারভীন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ৫৩
ফরিদা পারভিন। ছবি: সংগৃহীত

লালনগীতির বরেণ্য শিল্পী ফরিদা পারভীন মারা গেছেন। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৭১ বছর। স্বামী ও চার সন্তান রেখে ন ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার।

দীর্ঘদিন ধরেই নিয়মিত হাসপাতালে নিতে হচ্ছে ফরিদা পারভীনকে। সপ্তাহে দুদিন তার কিডনি ডায়ালাইসিস করাতে হয়। গত ২ সেপ্টেম্বর ডায়ালাইসিসের পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। এরপর আর বাসায় ফিরতে পারেননি তিনি।

ভর্তির পর ফরিদা পারভীনকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে বুধবার ভেন্টিলেশনে নিতে হয় তাকে। শেষ পর্যন্ত পৃথিবীর মায়া কাটিয়ে ফেললেন তিনি।

ফরিদা পারভীনের জন্ম ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায়। ১৯৬৮ সালে মাত্র ১৪ বছর বয়সে পেশাদার সংগীতজীবন শুরু করেন তিনি। নানা বাধাবিপত্তি সামনে এলেও সব ডিঙিয়ে নিজেকে দেশের লোকসংগীত ঘরানার এক অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছেন।

বাবার চাকরির সুবাদে দেশের নানা জেলায় ঘুরতে হয়েছে ফরিদাকে। শৈশবে মাগুরায় থাকাকালে ওস্তাদ কমল চক্রবর্তীর কাছে সংগীতে হাতেখড়ি হয় তার। শুরুতে শিখেছেন নজরুল সংগীত শিখেছেন। ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত নজরুল সংগীতশিল্পীও নির্বাচিত হন।

১৯৭৩ সালে পরিবারের ঘনিষ্ঠ মোকছেদ আলী সাঁইয়ের কাছে প্রথম লালনগীতি শেখেন ফরিদা পারভীন। মোকছেদ আলী সাঁইয়ের মৃত্যুর পর খোদা বক্স সাঁই, ব্রজেন দাস, বেহাল সাঁই, ইয়াছিন সাঁই ও করিম সাঁইয়ের কাছে তালিম নেন। দীর্ঘদিন অবস্থান করেন কুষ্টিয়ায়। তখন থেকে মূলত লালনগীতিই করেছেন তিনি।

ফরিদা পারভীনের প্রথম স্বামী প্রখ্যাত গীতিকার ও কণ্ঠশিল্পী প্রয়াত আবু জাফর। তার সেই সংসারে রয়েছে তিন ছেলে ও এক মেয়ে— জিহান ফারিয়া, ইমাম নিমেরি উপল, ইমাম নাহিল সুমন ও ইমাম নোমানি রাব্বি।

আবু জাফরের কথা ও সুরে বেশকিছু আধুনিক গান ও দেশের গান গেয়েছে ফরিদা। সেসব গানও পেয়েছে অসামান্য জনপ্রিয়তা। এর মধ্যে রয়েছে ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে’, ‘তোমরা ভুলে গেছ মল্লিকাদির নাম’, ‘এই পদ্মা এই মেঘনা’ ইত্যাদি। এর মধ্যে ‘এই পদ্মা এই মেঘনা’ বিবিসির জরিপে সর্বকালের সেরা বাংলা গানের তালিকায় প্রথম ২০টির মধ্যে স্থান করে নেয়।

দেশ-বিদেশে লালনসংগীতকে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮৭ সালে বাংলাদেশ সরকার একুশে পদকে ভূষিত করে ফরিদা পারভীনকে। ১৯৯৩ সালে ‘অন্ধ প্রেম’ চলচ্চিত্রে ব্যবহৃত ‘নিন্দার কাঁটা’ গানটির জন্য শ্রেষ্ঠ নারী সংগীতশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ২০০৮ সালে জাপানের ফুকুওয়াকা পুরস্কারও লাভ করেন তিনি। এ ছাড়া আরও নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন কিংবদন্তি এই শিল্পী।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাকসু নির্বাচনে শিবির প্যানেলের বাইরে বিজয়ী হলেন যারা

আর ভিপিসহ মোট চারটি পদে বিজয়ী হয়েছে স্বতন্ত্র ও অন্য প্যানেলের প্রার্থীরা। তাদের মধ্যে ভিপি পদে আব্দুর রশিদ জিতু (স্বতন্ত্র), সাংস্কৃতিক সম্পাদক পদে মহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র), সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে আহসাব লাবিব (গণতান্ত্রিক ছাত্র সংসদ-বাগছাস) এবং ক্রীড়া সম্পাদক পদে মাহম

৫ ঘণ্টা আগে

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ২৭৯

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন করে বরিশাল বিভাগে ৪৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪২ জন, ঢাকা উত্তর সিটিতে ৩৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৪ জন, খুলনা বিভাগে ২ জন এবং ময়মনসিংহে ৯ জন ভর্তি হয়েছেন।

৬ ঘণ্টা আগে

জাকসুতেও শিবির প্যানেলের ভূমিধস জয়

নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে দেখা যায়, জাকসুর কেন্দ্রীয় সংসদে শীর্ষ ৪টি পদের মধ্যে ৩টিসহ মোট ২৫টি মধ্যে ২১ টি পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা।

৬ ঘণ্টা আগে

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০

গ্রেপ্তাররা হলেন- মো. দুলাল মিয়া (২৭), গোলাম রাব্বি ওরফে বাপ্পি (১৯), মো. শাকিল হাওলাদার (২৫), মো. বাপ্পি (৩০), মো. হৃদয় হোসেন (৩০), মো. বিজয় (১৮), মো. ইজাজুল হোসেন (১৮), মো. কামাল হোসেন (৩২), মো. বাবু ওরফে ছোট বাবু (৩০) ও মো. সুমন (৩২)।

৬ ঘণ্টা আগে