প্রতিবেদক, রাজনীতি ডটকম
সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বক্তব্যসহ নানা তথ্যপ্রমাণে নিশ্চিত হওয়া গেছে যে, ছাগল-কাণ্ডে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া মুশফিকুর রহমান (ইফাত) নামের সেই তরুণ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মতিউর রহমানেরই ছেলে।
বৃহস্পতিবার ঢাকার বেশ কয়েকটি গণমাধ্যমকে নিজাম উদ্দিন হাজারী বলেন, “আমি যা বলছিতা-ই সত্য। ইফাত আমার মামাতো বোন শাম্মী আক্তার শিবুর সন্তান। আর মতিউর রহমানই ইফাতের বাবা।”
তবে গতকাল সংসদ সদস্য ছাড়াও মতিউরের গাড়িচালক সাংবাদিকদের নিশ্চিত করেন যে, রিফাত তার (রাজস্ব কর্মকর্তা) ছেলে।
ফেসবুক তো বটেই, মূলধারার কয়েকটি সংবাদমাধ্যমে কোরবানি উপলক্ষে রাজস্ব কর্মকর্তা মতিউরের ছেলের ১৫ লাখ টাকায় (বিক্রেতা বলছেন ১২ লাখ টাকা) একটি বিটল ছাগল কেনা নিয়ে বিতর্ক চলছে।
এই প্রেক্ষাপটে বুধবার মুখ খুলে ওই কর্মকর্তা বলেন, “আমি এ বিষয়ে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহায়তা চেয়ে আইনি পদক্ষেপে যাচ্ছি।”
মতিউর রহমানের দাবি, ইফাত তাঁর ছেলে নয়। এই নামে কাউকে তিনি চেনেন না।
বুধবার তার এই চ্যালেঞ্জের পর ঢাকার সাংবাদিকরা বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে যার মাধ্যমে একাধিক নিকটাত্মীয় ও জনপ্রতিনিধি বৃহস্পতিবার নিশ্চিত করেছেন, ইফাত মতিউর রহমানের দ্বিতীয় সংসারের প্রথম সন্তান।
ছাগলকে কেন্দ্র করে ভাইরাল হওয়ার পর ইফাতের দামি ব্র্যান্ডের ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপনের নানা বিবরণ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাচ্ছে। সরকারি চাকরজীবী বাবার বেতনের টাকা দিয়ে ছেলে কীভাবে এমন ব্যয়বহুল জীবনযাপন করতে পারে, তা নিয়েও নানা প্রশ্ন উঠতে থাকে।
এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে তিনি তাৎক্ষণিকভাবে ছেলের পরিচয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বলে ধারণা করা হচ্ছে।
ছেলের ছাগল–কাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া আলোচনা এখন মতিউর রহমানের সম্পদের দিকে গড়িয়েছে। তাঁর কত সম্পদ রয়েছে, সেটি নিয়েও আলোচনা শুরু হয়েছে। চট্টগ্রাম, গাজীপুর ও নরসিংদীতে তাঁর ও পরিবারের সদস্যদের নামে অনেক সম্পত্তি রয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে লিখছেন। এর মধ্যে শেয়ারবাজারে তাঁর বিপুল বিনিয়োগের খবরও বের হয়েছে। তিনি সরকারি কর্মকর্তা হলেও শেয়ারবাজারে বড় ব্যবসায়ী হলেন কীভাবে-সেই প্রশ্ন উঠছে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বক্তব্য জানতে বৃহস্পতিবার এনবিআর সদস্য মতিউর রহমান ও তার ছেলে রিফাতের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তাঁরা কেউই সাড়া দেননি।
এনবিআর সদস্য মতিউর রহমান কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট। তিনি সোনালী ব্যাংকেরও পরিচালক।
ইফাতের মা শাম্মী আখতার শিভলী ওরফে শিবু মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী। শাম্মী আখতারের বাবার বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে। শাম্মী ফেনী সংসদ সদস্য (ফেনী-২) নিজাম উদ্দিন হাজারীর আত্মীয়।
এ সংসারে তিন ছেলে মেয়ে। এক মেয়ে কানাডায় থাকে। ইফাত মাকে নিয়ে ধানমন্ডির ৮ নম্বর সড়কের একটি বাসায় থাকেন।
কিন্তু বুধবার ঢাকায় সংবাদমাধ্যমকে মতিউর বলেন, কোরবানির পশুর হাটে ছাগল কেনা ওই যুবকের সঙ্গে তার কোনোরকম আত্মীয় সম্পর্ক নেই।
তিনি এই বক্তব্য দেওয়ার পর ওই তরুণের বাবার পরিচয় ঘিরে সৃষ্টি হয় ধূম্রজাল।
বিবিসি বাংলা বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, ওই ক্রেতা আসলেই তার ছেলে কিনা, সে বিষয়ে বিবিসি কোনও সুনির্দিষ্ট প্রমাণ বা বক্তব্য পায়নি।
ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত ‘সাদিক এগ্রো’ ফার্ম থেকে বলা হচ্ছে, আলোচিত তরুণ শুধুমাত্রএক লাখ টাকা দিয়ে ছাগলটি বুক করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি পুরো টাকা পরিশোধ করেছাগলটিকে খামার থেকে নিয়ে যাননি।
সাদিক এগ্রো বিটল প্রজাতির ওই ছাগলটির দাম ১৫ লাখ টাকা চাইলেও তা ১২ লাখ টাকায়বিক্রির চুক্তি করেছিলো। কিন্তু শেষ পর্যন্ত সেটি অবিক্রিতই রয়ে গেছে বলে দাবি করেছেন সাদিকএগ্রো’র ইমরান হোসেন।
তিনি বলেন, “এ মাসের ১২ তারিখে বাকি টাকা পরিশোধ করে ছাগল নিয়েযাওয়ার কথা ছিল, কিন্তু এরপর আমরা ওকে আর খুঁজে পাইনি।”
ঘটনার শুরু গত সপ্তাহে, ওই তরুণ ক্রেতাকে অন ক্যামেরায় বলতে শোনা যায়, “১১ জুন এটি ধানমন্ডি আট-এ ডেলিভারি দেওয়া হবে।”
ভাইরাল হওয়া সেই ভিডিওতে ওই তরুণকে বলতে দেখা যায়, “এরকম একটি খাসি কেনা আমার স্বপ্ন ছিল।"
ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর নেটিজেনদের বক্তব্যে জানা যায়, ১৫ লাখ টাকা দামের সেই ছাগলটির ক্রেতা একজন রাজস্ব কর্মকর্তার পুত্র। এরপর বিষয়টি ফেসবুকে ভাইরাল হয়।
এদিকে বুধবার দুপুরে মতিউর রহমান একাধিক গণমাধ্যমকে বলেন, “ইফাত নামের আমার কোনো ছেলে নেই। এমনকি আত্মীয় বা পরিচিতও নন। আমার একমাত্র ছেলের নাম তৌফিকুর রহমান। একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। আমি এ বিষয়ে পুলিশের সাইবারক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহায়তা চেয়ে আইনি পদক্ষেপে যাচ্ছি।
তিনি বলেন, সামাজিক মাধ্যমে আমার ছবি ও নাম ব্যবহার করায় আমি বিব্রত।”
উল্লেখ্য, মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজ লাকী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান।
বিটল ছাগল সম্পর্কে
বিটল ছাগল ভারতের একটি জাত। ভারত ও পাকিস্তানসহ এশিয়ার কিছু দেশে
দুধ এবং মাংসের জন্য এই ছাগলের চাহিদা প্রচুর।
বাংলাদেশের আবহাওয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগল (Black Bengal) পালন করা হলেও এখন বিটল ছাগলের (Beetal Goat) চাহিদাও বাড়ছে একটু একটু করে।
এদের শারীরিক গঠনের জন্য সহজেই এদের আলাদা করে চিনতে পারা যায়। এদের পা লম্বা, কান ঝোলানো প্রকৃতির। লেজও তুলনামূলকভাবে ছোট এবং এদের সিং মোড়ানো অবস্থায় থাকে। দৈর্ঘ্যে প্রায় ৮৬ সেন্টিমিটার পর্যন্ত হয় এই জাতের ছাগল। দুগ্ধ প্রদানের ক্ষমতা দৈনিক গড়ে প্রায় ২.৫ থেকে ৪ লিটার।
ছেলে বিটল ছাগলের ওজন প্রায় ৫০-৬০ কেজি হয় এবং মেয়ে বিটল ছাগলের ওজন প্রায় ৩৫-৪০ কেজি পর্যন্ত হয়।
সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বক্তব্যসহ নানা তথ্যপ্রমাণে নিশ্চিত হওয়া গেছে যে, ছাগল-কাণ্ডে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া মুশফিকুর রহমান (ইফাত) নামের সেই তরুণ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মতিউর রহমানেরই ছেলে।
বৃহস্পতিবার ঢাকার বেশ কয়েকটি গণমাধ্যমকে নিজাম উদ্দিন হাজারী বলেন, “আমি যা বলছিতা-ই সত্য। ইফাত আমার মামাতো বোন শাম্মী আক্তার শিবুর সন্তান। আর মতিউর রহমানই ইফাতের বাবা।”
তবে গতকাল সংসদ সদস্য ছাড়াও মতিউরের গাড়িচালক সাংবাদিকদের নিশ্চিত করেন যে, রিফাত তার (রাজস্ব কর্মকর্তা) ছেলে।
ফেসবুক তো বটেই, মূলধারার কয়েকটি সংবাদমাধ্যমে কোরবানি উপলক্ষে রাজস্ব কর্মকর্তা মতিউরের ছেলের ১৫ লাখ টাকায় (বিক্রেতা বলছেন ১২ লাখ টাকা) একটি বিটল ছাগল কেনা নিয়ে বিতর্ক চলছে।
এই প্রেক্ষাপটে বুধবার মুখ খুলে ওই কর্মকর্তা বলেন, “আমি এ বিষয়ে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহায়তা চেয়ে আইনি পদক্ষেপে যাচ্ছি।”
মতিউর রহমানের দাবি, ইফাত তাঁর ছেলে নয়। এই নামে কাউকে তিনি চেনেন না।
বুধবার তার এই চ্যালেঞ্জের পর ঢাকার সাংবাদিকরা বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে যার মাধ্যমে একাধিক নিকটাত্মীয় ও জনপ্রতিনিধি বৃহস্পতিবার নিশ্চিত করেছেন, ইফাত মতিউর রহমানের দ্বিতীয় সংসারের প্রথম সন্তান।
ছাগলকে কেন্দ্র করে ভাইরাল হওয়ার পর ইফাতের দামি ব্র্যান্ডের ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপনের নানা বিবরণ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাচ্ছে। সরকারি চাকরজীবী বাবার বেতনের টাকা দিয়ে ছেলে কীভাবে এমন ব্যয়বহুল জীবনযাপন করতে পারে, তা নিয়েও নানা প্রশ্ন উঠতে থাকে।
এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে তিনি তাৎক্ষণিকভাবে ছেলের পরিচয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বলে ধারণা করা হচ্ছে।
ছেলের ছাগল–কাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া আলোচনা এখন মতিউর রহমানের সম্পদের দিকে গড়িয়েছে। তাঁর কত সম্পদ রয়েছে, সেটি নিয়েও আলোচনা শুরু হয়েছে। চট্টগ্রাম, গাজীপুর ও নরসিংদীতে তাঁর ও পরিবারের সদস্যদের নামে অনেক সম্পত্তি রয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে লিখছেন। এর মধ্যে শেয়ারবাজারে তাঁর বিপুল বিনিয়োগের খবরও বের হয়েছে। তিনি সরকারি কর্মকর্তা হলেও শেয়ারবাজারে বড় ব্যবসায়ী হলেন কীভাবে-সেই প্রশ্ন উঠছে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বক্তব্য জানতে বৃহস্পতিবার এনবিআর সদস্য মতিউর রহমান ও তার ছেলে রিফাতের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তাঁরা কেউই সাড়া দেননি।
এনবিআর সদস্য মতিউর রহমান কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট। তিনি সোনালী ব্যাংকেরও পরিচালক।
ইফাতের মা শাম্মী আখতার শিভলী ওরফে শিবু মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী। শাম্মী আখতারের বাবার বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে। শাম্মী ফেনী সংসদ সদস্য (ফেনী-২) নিজাম উদ্দিন হাজারীর আত্মীয়।
এ সংসারে তিন ছেলে মেয়ে। এক মেয়ে কানাডায় থাকে। ইফাত মাকে নিয়ে ধানমন্ডির ৮ নম্বর সড়কের একটি বাসায় থাকেন।
কিন্তু বুধবার ঢাকায় সংবাদমাধ্যমকে মতিউর বলেন, কোরবানির পশুর হাটে ছাগল কেনা ওই যুবকের সঙ্গে তার কোনোরকম আত্মীয় সম্পর্ক নেই।
তিনি এই বক্তব্য দেওয়ার পর ওই তরুণের বাবার পরিচয় ঘিরে সৃষ্টি হয় ধূম্রজাল।
বিবিসি বাংলা বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, ওই ক্রেতা আসলেই তার ছেলে কিনা, সে বিষয়ে বিবিসি কোনও সুনির্দিষ্ট প্রমাণ বা বক্তব্য পায়নি।
ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত ‘সাদিক এগ্রো’ ফার্ম থেকে বলা হচ্ছে, আলোচিত তরুণ শুধুমাত্রএক লাখ টাকা দিয়ে ছাগলটি বুক করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি পুরো টাকা পরিশোধ করেছাগলটিকে খামার থেকে নিয়ে যাননি।
সাদিক এগ্রো বিটল প্রজাতির ওই ছাগলটির দাম ১৫ লাখ টাকা চাইলেও তা ১২ লাখ টাকায়বিক্রির চুক্তি করেছিলো। কিন্তু শেষ পর্যন্ত সেটি অবিক্রিতই রয়ে গেছে বলে দাবি করেছেন সাদিকএগ্রো’র ইমরান হোসেন।
তিনি বলেন, “এ মাসের ১২ তারিখে বাকি টাকা পরিশোধ করে ছাগল নিয়েযাওয়ার কথা ছিল, কিন্তু এরপর আমরা ওকে আর খুঁজে পাইনি।”
ঘটনার শুরু গত সপ্তাহে, ওই তরুণ ক্রেতাকে অন ক্যামেরায় বলতে শোনা যায়, “১১ জুন এটি ধানমন্ডি আট-এ ডেলিভারি দেওয়া হবে।”
ভাইরাল হওয়া সেই ভিডিওতে ওই তরুণকে বলতে দেখা যায়, “এরকম একটি খাসি কেনা আমার স্বপ্ন ছিল।"
ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর নেটিজেনদের বক্তব্যে জানা যায়, ১৫ লাখ টাকা দামের সেই ছাগলটির ক্রেতা একজন রাজস্ব কর্মকর্তার পুত্র। এরপর বিষয়টি ফেসবুকে ভাইরাল হয়।
এদিকে বুধবার দুপুরে মতিউর রহমান একাধিক গণমাধ্যমকে বলেন, “ইফাত নামের আমার কোনো ছেলে নেই। এমনকি আত্মীয় বা পরিচিতও নন। আমার একমাত্র ছেলের নাম তৌফিকুর রহমান। একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। আমি এ বিষয়ে পুলিশের সাইবারক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহায়তা চেয়ে আইনি পদক্ষেপে যাচ্ছি।
তিনি বলেন, সামাজিক মাধ্যমে আমার ছবি ও নাম ব্যবহার করায় আমি বিব্রত।”
উল্লেখ্য, মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজ লাকী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান।
বিটল ছাগল সম্পর্কে
বিটল ছাগল ভারতের একটি জাত। ভারত ও পাকিস্তানসহ এশিয়ার কিছু দেশে
দুধ এবং মাংসের জন্য এই ছাগলের চাহিদা প্রচুর।
বাংলাদেশের আবহাওয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগল (Black Bengal) পালন করা হলেও এখন বিটল ছাগলের (Beetal Goat) চাহিদাও বাড়ছে একটু একটু করে।
এদের শারীরিক গঠনের জন্য সহজেই এদের আলাদা করে চিনতে পারা যায়। এদের পা লম্বা, কান ঝোলানো প্রকৃতির। লেজও তুলনামূলকভাবে ছোট এবং এদের সিং মোড়ানো অবস্থায় থাকে। দৈর্ঘ্যে প্রায় ৮৬ সেন্টিমিটার পর্যন্ত হয় এই জাতের ছাগল। দুগ্ধ প্রদানের ক্ষমতা দৈনিক গড়ে প্রায় ২.৫ থেকে ৪ লিটার।
ছেলে বিটল ছাগলের ওজন প্রায় ৫০-৬০ কেজি হয় এবং মেয়ে বিটল ছাগলের ওজন প্রায় ৩৫-৪০ কেজি পর্যন্ত হয়।
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শারদীয় দুর্গাপূজা একটি ধর্মীয় অনুষ্ঠান। এটার পবিত্রতা রক্ষা করতে হবে। সব ধর্ম মিলে যেন একসঙ্গে কাজ করতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। এখানে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। প্রত্যেক জায়গায় সিসিটিভি ব্যবস্থা করা হয়েছে।
২ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার সঙ্গে সরকারি প্রতিনিধি দলের অংশ সফরসঙ্গী হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র
১৩ ঘণ্টা আগে