বিটল ছাগল ক্রেতার বাবার পরিচয় নিয়ে ধূম্রজাল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ জুন ২০২৪, ২১: ০৯
বিটল প্রজাতির ছাগলের যুবক মুশফিকুর রহমান ইফাত

ফেসবুক তো বটেই, মূলধারার কয়েকটি সংবাদমাধ্যমে কোরবানি উপলক্ষে একজন রাজস্ব কর্মকর্তার ছেলের ১৫ লাখ টাকায় (বিক্রেতা বলছেন ১২ লাখ টাকা) একটি বিটল ছাগল কেনা নিয়ে বিতর্ক চলছে। এই প্রেক্ষাপটে বুধবার মুখ খুলেছেন সেই কর্মকর্তা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য এবং কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমান বুধবার ঢাকায় সংবাদমাধ্যমকে বলেছেন, কোরবানির পশুর হাটে একটি খাসির ছবিসহ ভাইরাল হওয়া যুবক মুশফিকুর রহমান ইফাত তাঁর ছেলে নন। এমনকি ওই যুবকের সঙ্গে তার কোনোরকম আত্মীয় সম্পর্ক নেই।

তিনি এই বক্তব্য দেওয়ার পর ওই তরুণের বাবার পরিচয় ঘিরে সৃষ্টি হয়েছে ধূম্রজাল।

বিবিসি বাংলা বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, ওই ক্রেতা আসলেই তার ছেলে কিনা, সে বিষয়ে বিবিসি কোনও সুনির্দিষ্ট প্রমাণ বা বক্তব্য পায়নি।

ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত ‘সাদিক এগ্রো’ ফার্ম থেকে বলা হচ্ছে, আলোচিত তরুণ এক লাখ টাকা দিয়ে ছাগলটি বুক করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি পুরো টাকা পরিশোধ করে ছাগলটি খামার থেকে নিয়ে যাননি।

সাদিক এগ্রো বিটল প্রজাতির ওই ছাগলটির দাম ১৫ লাখ টাকা চাইলেও তা ১২ লাখ টাকায় বিক্রির চুক্তি করেছিলো। কিন্তু শেষ পর্যন্ত সেটি অবিক্রিতই রয়ে গেছে বলে দাবি করেছেন সাদিক এগ্রো’র ইমরান হোসেন।

বিবিসি বাংলাকে তিনি বলেন, “এ মাসের ১২ তারিখে বাকি টাকা পরিশোধ করে ছাগল নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এরপর আমরা ওকে আর খুঁজে পাইনি।”

“এই ছাগলটা তো আমাদের কাছ থেকে অনেকেই কিনতে চেয়েছিলো। কিন্তু ও আমাদের থেকে বুক করছিলো বলেই আমরা সেটা বিক্রি করতে পারিনি,” জানান ইমরান।

ঘটনার শুরু গত সপ্তাহে, ওই তরুণ ক্রেতাকে অন ক্যামেরায় বলতে শোনা যায়, “১১ জুন এটিধানমন্ডি আট-এ ডেলিভারি দেওয়া হবে।”

ভাইরাল হওয়া সেই ভিডিওতে ওই তরুণকে বলতে দেখা যায়, “এরকম একটি খাসি কেনা আমার স্বপ্ন ছিল।"

ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর নেটিজেনদের বক্তব্যে জানা যায়, ১৫ লাখ টাকা দামের সেই ছাগলটির ক্রেতা একজন রাজস্ব কর্মকর্তার পুত্র। এরপর বিষয়টি ফেসবুকে ভাইরাল হয়।

এদিকে বুধবার দুপুরে ঢাকা পোস্টকে মতিউর রহমান বলেন, “ইফাত নামের আমার কোনো ছেলে নেই। এমনকি আত্মীয় বা পরিচিতও নন। আমার একমাত্র ছেলের নাম তৌফিকুর রহমান। একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। আমি এ বিষয়ে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহায়তা চেয়ে আইনি পদক্ষেপে যাচ্ছি।

তিনি বলেন, সামাজিক মাধ্যমে আমার ছবি ও নাম ব্যবহার করায় আমি বিব্রত।”

মতিউর রহমান কর্মজীবনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, বৃহৎ করদাতা ইউনিট, ঢাকা বন্ডকমিশনারেট রাজধানীর বিভিন্ন কাস্টম হাউস, চট্টগ্রাম কাস্টমস, বেনাপোল কাস্টমস, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তাঁর স্ত্রী লায়লা কানিজ লাকী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সাইয়েদ আবদুল্লাহ বুধবার ফেসবুকে লিখেছেন, “একটা কথা ছড়িয়ে পড়েছে যে ১৫ লাখ টাকার খাসি কেনা মুশফিকুর রহমান ইফাতের বাবা হলো এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। এই ব্যাপারটা নিয়ে ঘাটাঘাটি করতেগিয়ে এখন পর্যন্ত আমি যেই আপডেট পেয়েছি সেটা হল— ইফাত নাকি মতিউর রহমানের ছেলে-ই না, এই তথ্যটা আমাকে জানিয়েছে মতিউর রহমানের মেয়ে ফারজানা রহমান ঈপ্সিতা।”

তিনি লিখেছেন, “ইফাত মতিউর রহমানের ছেলে না, এটা কিন্তু আমার কনক্লুসিভ মতামত না। আমি স্রেফ মতিউর রহমানের মেয়ে ঈপ্সিতার প্রদত্ত তথ্য শেয়ার করে এইটা নিয়ে পূর্ণাঙ্গ এবং বস্তুনিষ্ঠ তদন্ত দাবি করছি।”

উল্লেখ্য, বিটল ছাগল ভারতের একটি জাত। ভারত ও পাকিস্তানসহ এশিয়ার কিছু দেশে দুধ এবং মাংসের জন্য এই ছাগলের চাহিদা প্রচুর। বাংলাদেশের আবহাওয়ায় ব্ল্যাক বেঙ্গলছাগল (Black Bengal) পালন করা হলেও এখন বিটল ছাগলের (Beetal Goat) চাহিদাও বাড়ছে একটু একটু করে।

এদের শারীরিক গঠনের জন্য সহজেই এদের আলাদা করে চিনতে পারা যায়। এদের পা লম্বা, কান ঝোলানো প্রকৃতির। লেজও তুলনামূলকভাবে ছোট এবং এদের সিং মোড়ানো অবস্থায় থাকে। দৈর্ঘ্যে প্রায় ৮৬ সেন্টিমিটার পর্যন্ত হয় এই জাতের ছাগল। দুগ্ধ প্রদানের ক্ষমতা দৈনিক গড়ে প্রায় ২.৫ থেকে ৪ লিটার। ছেলে বিটল ছাগলের ওজন প্রায় ৫০-৬০ কেজি হয় এবং মেয়ে বিটল ছাগলের ওজন প্রায় ৩৫-৪০ কেজি পর্যন্ত হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

১৩ নভেম্বর গণপরিবহন চলবে: মালিক সমিতি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউনেও দেশের সড়কে গণপরিবহন চলবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। তবে পরিবহন শ্রমিক ও মালিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলেছে সংগঠনটি ।

২ ঘণ্টা আগে

অক্টোবরে সড়কে ঝরল ৪৬৯ প্রাণ

প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর মাসে সবচেয়ে বেশি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনা। মাসটিতে ১৭০টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জন নিহত ও ১৩৭ জন আহত হয়েছেন। দুর্ঘটনা প্রতিরোধে বেশ কিছু সুপারিশ করেছে সংগঠনটি।

৩ ঘণ্টা আগে

১৩ নভেম্বর খোলা থাকবে ব্যবসা প্রতিষ্ঠান-শপিংমল: মালিক সমিতি

রাজধানী ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল প্রতিদিনের মতো আগামীকালও বৃহস্পতিবার (১৩ নভেম্বর) খোলা থাকবে বলে জানিয়েছে দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

৪ ঘণ্টা আগে

শপথ নিলেন হাইকোর্টের স্থায়ী ২১ বিচারপতি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ২১ স্থায়ী বিচারপতি শপথ নিয়েছেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আজ বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান।

৫ ঘণ্টা আগে