পালাতে গিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি মানিক বিজিবির হাতে আটক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০১: ৩৬

ভারতে পালাতে গিয়ে সিলেট সীমান্তে বিজিবির হাতে শুক্রবার আটক হন অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। আটক হওয়ার পর তিনি বিজিবিকে জানান, দুটি ছেলে তাকে মারধর করে সঙ্গে থাকা ৭০ লাখ টাকা নিয়ে গেছে।

পালিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে বিচারপতি মানিক বিজিবিকে বলেন, তিনি প্রশাসনের ভয়ে পালাচ্ছিলেন।

হাতে রশি ও গলায় কাপড় জড়ানো অবস্থায় এই বিচারপতির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ডনা এলাকা থেকে শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। ডনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। এ সময় বিজিবির একটি টহল দল তাঁকে আটক করে।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন কর্মকান্ডের জন্য বিতর্কিত হন সাবেক এই বিচারপতি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে একজন উপস্থাপিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। যদিও সেজন্য তিনি পরে দুঃখ প্রকাশ করেন।

এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক আপিল বিভাগের বিচারপতি ছিলেন। ২০১৫ সালের সেপ্টেম্বরে তিনি অবসরে যান। এরপর বিভিন্ন অনুষ্ঠান ও টেলিভিশন টক শোতে কথা বলতেন।

আওয়ামী লীগ সরকার ঘনিষ্ঠ বলে পরিচিত এই বিচারপতি বিভিন্ন রায় ও বক্তব্যের জন্য আলোচিত ও সমালোচিত হন। যাকে তাকে রাজাকার বলে গালি দিতেন তিনি।

এদিকে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঢাকার বনানী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ জানিয়েছে।

তবে কেন কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডাকসুর কোষাধ্যক্ষ হলেন অধ্যাপক মোশারফ

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গঠনতন্ত্রের ৬(এ) অনুচ্ছেদ অনুযায়ী উপাচার্য আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ২০২৫-এর কোষাধ্যক্ষ হিসেবে মনোনয়ন দিয়েছেন।

৯ ঘণ্টা আগে

ডেঙ্গুতে একদিনে মৌসুমের সর্বোচ্চ ১২ জনের মৃত্যু, নতুন ভর্তি ৭৪০

দেশে ডেঙ্গুর ভয়াবহতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

১২ ঘণ্টা আগে

পিআর নিয়ে সিদ্ধান্ত নেবে দলগুলোই: প্রেস সচিব

পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হবে- এর সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সরকারের এ বিষয়ে কম কথা বলাই ভালো।

১৩ ঘণ্টা আগে

সরানো হলো জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

১৪ ঘণ্টা আগে