সহিংসতায় মৃত্যু ১০০ ছুঁই ছুঁই করছে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ২২: ৩২
সোমবার ঢাকার সিএমএম কোর্টে হামলা চালায় দুষ্কৃতকারীরা। ছবি: ফোকাস বাংলা

ঢাকাসহ সারা দেশে রোববারের সহিংসতায় মৃত্যুর সংখ্যা ১০০ ছুঁই ছুঁই করছে।

১৪ পুলিশ সদস্যসহ অন্তত ৯৩ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেলেও এই সংখ্যা আরও বাড়তে পারে।

সারা দেশে আহতের সংখ্যা কয়েক হাজার।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, তাদের ৩০০ সদস্য আহত হয়েছে। বিজিবি জানিয়েছে ৫০ জন আহত হওয়ার কথা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দেশজুড়ে সর্বাত্মক অসহযোগের প্রথম দিনে হতাহতের এই ঘটনা ঘটেছে।

পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, “সন্ত্রাসী হামলায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৩ জন এবং কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এক জন পুলিশ সদস্যসহ এ পর্যন্ত ১৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।”

রাত দশটা পর্যন্ত সারা দেশে অন্তত ৯৩ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নিহতদের মধ্যে সিরাজগঞ্জে ১৩ পুলিশসহ ২২ জন মারা গেছে। ঢাকায় মারা গেছে ১১ জন।

এ ছাড়া ফেনীতে ও লক্ষ্মীপুরে আটজনের মৃত্যু হয়েছে।

নরসিংদীতে ছয় জন, রংপুরে পাঁচ জন মারা গেছে।

কক্সবাজারে মারা গেছে দুজন।

এ ছাড়া মাগুরা ৪, বগুড়ায় ৪, পাবনা, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, সিলেট, শেরপুর, ও কুমিল্লায় তিন জন করে ১৮ জন মারা গেছে।

বরিশাল, জয়পুরহাট, হবিগঞ্জ, কক্সবাজার ও ভোলায় এক জন করে ৫ জন নিহত হয়েছে।

এ মাসে ছাত্র আন্দোলনে শুরুর পর শনিবার পর্যন্ত ২১৯ জনের মৃত্যু হয়।

রোববার রাত দশটা পর্যন্ত ৯৩ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে, যা সহসাই ১০০ পার হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশের বিভিন্ন এলাকা থেকে হাসপাতাল, পুলিশ, সাংবাদিক ও সিভিল প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে এসব তথ্য পাওয়া গেছে।

নিহতদের মধ্যে আন্দোলনকারী ছাড়াও পুলিশ সদস্য, বিএনপি-ছাত্রদল নেতা ও ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মী রয়েছেন।

রোববার সংঘর্ষের সময় ক্ষমতাসীন দলের কার্যালয়, কয়েকজন সংসদ সদস্য ও নেতার বাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, রোববার সন্ধ্যা ছয়টা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সকল বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো৷

খুলনা, গাজীপুর, মাগুরা, সিরাজগঞ্জ, জয়পুরহাট, ফরিদপুরসহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগের কার্যালয়ে হামলা করে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয়ার ঘটনা ঘটেছে।

ঢাকায় সচিবালয়ের একটি গেটের সামনে, উত্তরা, মিরপুরসহ ঢাকার কয়েকটি এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা।

শাহবাগ, মৎসভবন, বাংলামোটর ও কাওরান বাজার এলাকায় কয়েক হাজার আন্দোলনকারী জনতা অবস্থান নেয়।

বাসস জানায়, রবিবার নিরাপত্তাসংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে চলমান পরিস্থিতিতে নাশকতাকারীদের শক্ত হাতে দমন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

“এখন যারা নাশকতা করছে, তারা কেউই ছাত্র নয়। তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি,” বলেন প্রধানমন্ত্রী।

গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সভা থেকে বেরিয়ে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী-প্রতিমন্ত্রী, নিরাপত্তা উপদেষ্টা, সচিব, সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবি, কোস্ট গার্ড, ফোর্সেস ইন্টেলিজেন্স ও এনএসআই-এর প্রধানসহ এ কমিটির মোট সদস্য ২৯ জন।

এদিকে এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ছাত্র-ছাত্রী ও অভিভাবক সকলকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে।”

এতে আরো বলা হয়, “জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জানানো হয়েছে সোমবার থেকে আবারও তিন দিনের (৫, ৬ ও ৭ আগস্ট) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকাসহ আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ১২টি প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই তারা রাজধানীর বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করছে।

৩ ঘণ্টা আগে

'লকডাউন' রুখে দেওয়ার ঘোষণা পুলিশের

দুই হাজার চব্বিশ সালের অগাস্টের আন্দোলনের সময় সংঘটিত 'মানবতাবিরোধী অপরাধের ঘটনায়' সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় কবে হবে সেটি ১৩ই নভেম্বর বৃহস্পতিবার নির্ধারণ করবে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

৪ ঘণ্টা আগে

১৩ নভেম্বর ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, সতর্ক সরকার-আইনশৃঙ্খলা বাহিনী

সতর্কতার অংশ হিসেবে মেট্রোরেলের সব কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। খোলা জ্বালানি তেল বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হাইকোর্টসহ সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলছে, ১৩ নভেম্বর ঘিরে নিরাপত্তা আরও বাড়ানো হবে। পাশাপাশি রাজধানীবাসীকে আতঙ্কিত না হতেও বলেছে স

৪ ঘণ্টা আগে

বিএনসিসি সম্প্রসারণ ও শক্তিশালী করার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা বিএনসিসি নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকার নেতৃত্ব, শৃঙ্খলা ও নাগরিক দায়িত্ববোধের মাধ্যমে তরুণদের উন্নয়নকে জাতীয় রূপান্তরের মূলধারায় একীভূত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

৪ ঘণ্টা আগে