শেখ হাসিনার পিয়নের নামে ১০০ কোটি টাকা পাচারের মামলা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০০: ১৯
শেখ হাসিনার দপ্তরের সাবেক পিওন জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরের সাবেক পিয়ন জাহাঙ্গীর আলমের নামে ১০০ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

‘পানি জাহাঙ্গীর’ নামে পরিচিত জাহাঙ্গীর আলম ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়োগ পান। অল্প কিছুদিন সেখানে কাজ করার পর ‘স্কাই রি অ্যারেঞ্জ লিমিটেড’ নামে কোম্পানি গড়ে তোলেন, যার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লেনদেন ও পাচারের প্রমাণ মিলেছে।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট প্রাথমিক অনুসন্ধান চালিয়ে উল্লেখযোগ্য প্রমাণ পেলে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী ২০১৫)-এর ধারা ৪(২)(৪) অনুযায়ী মামলাটি দায়ের করা হয়েছে।

সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোয়াখালীর চাটখিল উপজেলার নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান জাহাঙ্গীর আলম জাতীয় সংসদ সচিবালয়ে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী হিসেবে কাজ করতেন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর তিনি অধিকতর গুরুত্বপূর্ণ ভূমিকায় প্রধানমন্ত্রীর দপ্তরে স্বল্প সময়ের জন্য ‘ব্যক্তিগত সহকারী’ হিসেবে দায়িত্ব পালন করেন।

সিআইডি বলছে, এ দায়িত্বই তাকে আর্থিকভাবে লাভবান করেছে বলে প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে। ২০১০ সালে তিনি ‘স্কাই রি অ্যারেঞ্জ লিমিটেড’ নামে একটি কোম্পানি গঠন করে বিকাশের ডিস্ট্রিবিউশন ব্যবসা নেন। এর আড়ালে তিনি অসংখ্য সন্দেহজনক ব্যাংকিং কার্যক্রম করেন। কোম্পানির নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক অঙ্কের টাকা জমা হয়, যার বৈধ উৎস পাওয়া যায়নি এবং সেই টাকার অঙ্ক তার ব্যবসার সঙ্গেও অসামঞ্জস্যপূর্ণ।

সিআইডির অনুসন্ধানে উঠে এসেছে, স্কাই রি অ্যারেঞ্জের অ্যাকাউন্টগুলোতে ২০১০ সাল থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন ব্যাংকে মোট ৫৬৫ কোটিরও বেশি টাকা লেনদেন হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ নগদে জমা হয়েছে দেশের নানা স্থান থেকে। এসব অর্থের উৎস অজানা এবং হুন্ডি ও মানিলন্ডারিং কার্যক্রমের সঙ্গে জড়িত বলে প্রাথমিক প্রমাণ মেলে।

অনুসন্ধানে আরও উঠে আসে, স্ত্রী কামরুন নাহার ও ভাই মনির হোসেনের সহায়তায় দীর্ঘদিন ধরে অবৈধ অর্থ লেনদেন করতেন জাহাঙ্গীর আলম। তিনি ও তার স্ত্রী ২০২৪ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান, বর্তমানে ভার্জিনিয়ায় অবস্থান করছেন। বিদেশে তাদের বিনিয়োগ বা সম্পদ কেনার কোনো সরকারি অনুমোদন না পাওয়া গেলেও তারা যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন বলে প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ মেলে।

সিআইডির অনুসন্ধান আরও বলছে, জাহাঙ্গীর আলম, তার স্ত্রী কামরুন নাহার, ভাই মনির হোসেন ও প্রতিষ্ঠান স্কাই রি অ্যারেঞ্জ লিমিটেড যৌথভাবে ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ১০০ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৪৪তম বিসিএস: সম্পূরক ফলে ১৬৮১ প্রার্থীকে নিয়োগের সুপারিশ

এক হাজার ৬৮১ জন প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করে ৪৪তম বিসিএসের সম্পূরক ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গত ৩০ জুন প্রকাশ করা এ পরীক্ষার ফলাফলে এক হাজার ৬৯০ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছিল।

৯ ঘণ্টা আগে

নারীর প্রতি সহিংসতা রোধে সিরাজদিখানে ওয়েভ প্ল্যাটফর্ম

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত সাম্প্রতিক জরিপ অনুযায়ী দেশের ৭৫.৯ শতাংশ নারী জীবনে অন্তত একবার নির্যাতনের শিকার হয়েছেন।

১৩ ঘণ্টা আগে

স্ত্রী-কন্যাসহ সাবেক র‍্যাব ডিজি হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে পাচারের অভিযোগে র‍্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) মো. হারুন অর রশীদ, তার স্ত্রী ফাতেহা পারভীন লুনা এবং দুই কন্যা ফাহমিদা ফারাহ ফাবিয়া ও নুসরাত যারীন আর্দিতার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

১৩ ঘণ্টা আগে

পদে থেকেও নির্বাচন করা যায়, আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেলের পদে থেকেও নির্বাচন করা যায়—সংবিধানে এতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষে এ কথা বলেন তিনি।

১৩ ঘণ্টা আগে