সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পুলিশের সাবেক ডিআইজি ও মেহেরপুরের সাবেক পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ডিবির একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রাতে তাকে তার বাসা থেকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট তদন্ত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সূত্র জানায়, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম ছমির উদ্দিনের বড় ছেলে ও স্থানীয় জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত তিনি।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্তের অংশ হিসেবে এই গ্রেপ্তারকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পদত্যাগ করলেন জাকসুর নির্বাচন কমিশনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। এখন চলছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা।

১৯ ঘণ্টা আগে

ফটোঅলিম্পিক অ্যাম্বাসেডর পিনুকে রাশিয়ান দূতাবাসে সংবর্ধনা

বাংলাদেশে ফিরে আসার পর বৃহস্পতি ঢাকয় রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত দূতাবাসে তাকে এক ঘরোয়া সংবর্ধনায় আমন্ত্রণ জানান। চা-চক্রে আয়োজিত এই অনাড়ম্বর সংবর্ধনায় পিনু রহমান ফটোঅলিম্পিকসহ রাশিয়া সফরের নানা অভিজ্ঞতা ভাগ করে নেন এবং রাষ্ট্রদূতের সঙ্গে আন্তরিক আলাপচারিতায় যুক্ত হন। এ সময় দূতাবাসের প্রেস অ্য

১৯ ঘণ্টা আগে

হলের শেষ, কেন্দ্রীয় সংসদের ভোট গণনা চলছে

ভিপি পদে ৯ ও জিএস পদে ৮ জন প্রার্থী ছিলেন। ছাত্রীদের ১০টি আবাসিক হলে ১৫০টি পদের মধ্যে ৫৯টিতে কোনো প্রার্থী ছিলেন না। একজন করে প্রার্থী ছিলেন ৬৭টি পদে। সে হিসেবে মাত্র ২৪টি পদে ভোট নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের মধ্যে ২টি হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

১৯ ঘণ্টা আগে

৫২ ঘণ্টা পর অনশন ভাঙলেন চবির ৯ শিক্ষার্থী

অনশনকারীদের দাবির বিষয়ে আলোচনা করতে এবং তাদের দেখতে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানসহ অন্যান্য শিক্ষকরা। এসময় শিক্ষার্থীরা তাদের সাত দফা দাবি মেনে নিতে উপাচার্যকে অনুরোধ করেন। পরে রোববার (১৪ সেপ্টেম্বর)

১৯ ঘণ্টা আগে