ঢামেকে সেনা গোয়েন্দা পরিচয়ে প্রতারণাকারী আটক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রোববার রাতে ঢামেক হাসপাতালে সেনা সদস্য পরিচয় দিয়ে প্রতারণায় জড়িত মো. সোহেলকে গ্রেপ্তার করেন আনসার সদস্যরা। ছবি: বাসস

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মো. সোহেল (২১) নামে সেনা গোয়েন্দা সদস্য পরিচয় দেওয়া এক প্রতারণাকারীকে আটক করেছেন সেখানে দায়িত্বরত আনসার সদস্যরা। সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে হাসপাতালের রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তিনি। তার কাছে নগদ পাঁচ হাজার টাকা ও একটি মোবাইল ফোন সেট পাওয়া গেছে।

রোববার (৩০ নভেম্বর) রাতে ঢামেক হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলার ২১২ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

আনসারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোহেল গত শনিবার (২৯ নভেম্বর) নতুন ভবনের ৭০২ নম্বর ওয়ার্ডে হাসপাতালের ক্লিনার রমিজ মিয়ার কাছ থেকে সেনা গোয়েন্দা পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোন হাতিয়ে নেন। রোববার নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডের এক রোগীর স্বজনের কাছ থেকে একই পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে তিন হাজার টাকা নেন তিনি।

রোববার পুরাতন ভবনের ২১২ নম্বর ওয়ার্ডে হাসপাতালে রোগীর জন্য রক্ত দিতে আসা এক স্বজনের কাছ থেকে সেনাবাহিনীর গোয়েন্দা শাখার সদস্য পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোন ও টাকা হাতিয়ে নেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করেন কর্মরত মনিটরিং মাঠ কর্মীরা।

আটক সোহেলকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি সিলেট সেনানিবাসের ১৭ এফআইইউতে কিছুদিন ধুপি হিসাবে কাজ করেন। পরে শৃঙ্খলাজনিত কারণে তাকে চাকরিচ্যুত করা হয়। এরপর থেকে ভুয়া সেনা পরিচয়পত্র তৈরি করে তা দিয়ে বিভিন্ন জায়গায় প্রতারণা শুরু করেন তিনি।

আনসার সদস্যরা জানান, সোহেলকে আটক করে ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। বাসস।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্লট বরাদ্দে দুর্নীতির আরেক মামলার রায়ের মুখে শেখ হাসিনা পরিবার

ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচলে রাজউকের ৩০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আরেক মামলার রায়ের মুখে। এ মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি হিসেবে রয়েছেন তার বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৭ জন।

৪ ঘণ্টা আগে

সম্মুখ সমরে নাজেহাল, ‘ক্রিটিক্যাল’ অবস্থায় পাকিস্তানি বাহিনী

ডিসেম্বরের প্রথম এই দিনে পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তরে যে প্রতিবেদন জমা পড়েছিল তাতে স্পষ্ট উল্লেখ ছিল, কেবল সীমান্তবর্তী এলাকাই নয়, দেশের অভ্যন্তরেও মুক্তিবাহিনীর আক্রমণের তীব্রতা জ্যামিতিক হারে বেড়েছে।

৪ ঘণ্টা আগে

বাঙালির অহংকার বিজয়ের মাস শুরু

বিজয়ের ৫৪ বছর অতিক্রান্ত হওয়ার এই মাহেন্দ্রক্ষণে ঠিক মধ্যরাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে দেশের প্রতিটি প্রান্তেই বিজয়ের মাসকে বরণ করে নেওয়ার উচ্ছ্বাস লক্ষ করা গেছে। এটি শুধু একটি মাস নয়, এটি ৩০ লাখ শহিদের আত্মত্যাগ, দুই লাখ মা-বোনের সম্ভ্রম হারানোর বেদনা আর চূড়ান্ত বিজয়ের আনন্দের এক অপ

৫ ঘণ্টা আগে

সব জ্বালানি তেলের দাম বাড়ল

জ্বালানি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসে ডিজেল প্রতি লিটারের দাম ১০২ টাকা থেকে ২ টাকা বাড়িয়ে ১০৪ টাকা ও অকটেন ১২২ টাকা থেকে ২ টাকা বাড়িয়ে ১২৪ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

১৫ ঘণ্টা আগে