ঢামেকে সেনা গোয়েন্দা পরিচয়ে প্রতারণাকারী আটক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রোববার রাতে ঢামেক হাসপাতালে সেনা সদস্য পরিচয় দিয়ে প্রতারণায় জড়িত মো. সোহেলকে গ্রেপ্তার করেন আনসার সদস্যরা। ছবি: বাসস

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মো. সোহেল (২১) নামে সেনা গোয়েন্দা সদস্য পরিচয় দেওয়া এক প্রতারণাকারীকে আটক করেছেন সেখানে দায়িত্বরত আনসার সদস্যরা। সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে হাসপাতালের রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তিনি। তার কাছে নগদ পাঁচ হাজার টাকা ও একটি মোবাইল ফোন সেট পাওয়া গেছে।

রোববার (৩০ নভেম্বর) রাতে ঢামেক হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলার ২১২ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

আনসারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোহেল গত শনিবার (২৯ নভেম্বর) নতুন ভবনের ৭০২ নম্বর ওয়ার্ডে হাসপাতালের ক্লিনার রমিজ মিয়ার কাছ থেকে সেনা গোয়েন্দা পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোন হাতিয়ে নেন। রোববার নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডের এক রোগীর স্বজনের কাছ থেকে একই পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে তিন হাজার টাকা নেন তিনি।

রোববার পুরাতন ভবনের ২১২ নম্বর ওয়ার্ডে হাসপাতালে রোগীর জন্য রক্ত দিতে আসা এক স্বজনের কাছ থেকে সেনাবাহিনীর গোয়েন্দা শাখার সদস্য পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোন ও টাকা হাতিয়ে নেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করেন কর্মরত মনিটরিং মাঠ কর্মীরা।

আটক সোহেলকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি সিলেট সেনানিবাসের ১৭ এফআইইউতে কিছুদিন ধুপি হিসাবে কাজ করেন। পরে শৃঙ্খলাজনিত কারণে তাকে চাকরিচ্যুত করা হয়। এরপর থেকে ভুয়া সেনা পরিচয়পত্র তৈরি করে তা দিয়ে বিভিন্ন জায়গায় প্রতারণা শুরু করেন তিনি।

আনসার সদস্যরা জানান, সোহেলকে আটক করে ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। বাসস।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শুধু সরকারের পরিবর্তনই সমস্যার সমাধান আনতে পারবে না: মতিউর রহমান

তিনি সাংবাদিক ও সমাজের সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, একত্র হওয়া, একে অপরের পাশে দাঁড়ানো, সংহতি ও সহানুভূতি প্রদর্শন করা অত্যন্ত জরুরি। শুধু সরকারের পরিবর্তনই সমস্যার সমাধান আনতে পারবে না।

৯ ঘণ্টা আগে

সায়েন্সল্যাবে ‌‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন ও গণজমায়েতের ঘোষণা

প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দাবিতে সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন ও গণজমায়েতের ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

১০ ঘণ্টা আগে

গত ১৫ বছরে বিপুল অর্থ পাচার হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

উপদেষ্টা বলেন, পরবর্তী প্রজন্মের পেশাদাররা সততা, জবাবদিহিতা এবং উদ্ভাবনী শক্তির মাধ্যমে দেশের অর্থনীতিকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনতে সাহায্য করবে।

১১ ঘণ্টা আগে

প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে পরিবর্তনের পরিকল্পনা নেই: ইসি

ইসি মাছউদ বলেন, তবে দেশের অভ্যন্তরে ব্যবহারের জন্য পোস্টাল ব্যালটে প্রার্থীর নাম যুক্ত করাসহ কিছু বিষয় বিবেচনার সুযোগ রয়েছে; কিন্তু বিদেশের পোস্টাল ব্যালটের জন্য কোনো পরিবর্তন করা হচ্ছে না।

১৩ ঘণ্টা আগে