না ফেরার দেশে সন্‌জীদা খাতুন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সন্‌জীদা খাতুন। ফাইল ছবি

রবীন্দ্র সংগীতশিল্পী, লেখক, গবেষক, সংগঠক, সঙ্গীতজ্ঞ ও শিক্ষক সন্‌জীদা খাতুন মারা গেছেন। দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক সংগঠন ‘ছায়ানটে’র অন্যতম এই কারিগর বাধর্ক্যজনিত নানা শারীরিক জটিলতার পাশাপাশি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন। কিডনির জটিলতাও ছিল তার।

সনজীদা খাতুনের ছেলে পার্থ তানভীর নভেদ জানিয়েছেন, মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার বয়স হয়েছিল ৯৩ বছর।

সন্‌জীদা খাতুনের জন্মও দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলের উল্লেখযোগ্য একটি পরিবারে। বাবা কাজী মোতাহার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক। সন্‌জীদা খাতুনের ভাই প্রয়াত কাজী আনোয়ার হোসেনও লেখক-প্রকাশক হিসেবে স্বনামখ্যাত। তার স্বামী প্রয়াত ওয়াহিদুল হক দেশের একজন উজ্জ্বল সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

সন্‌জীদা খাতুনের জন্ম ১৯৩৩ সালের ৪ এপ্রিল। কামরুন্নেসা স্কুল থেকে মাধ্যমিক ও ইডেন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেবাংরা ভাষা সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। ভারতের শান্তি নিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেন স্নাতকোত্তর ডিগ্রি। পরে সেখান থেকেই পিএইচডি ডিগ্রিও লাভ করেন।

সন্‌জীদা খাতুন কর্মজীবন শুরু করেন শিক্ষক হিসেবে। ইডেন কলেজ ও কারমাইকেল কলেজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যোগ দেন। অবসরও নেন সেখান থেকেই।

সন্‌জীদা খাতুনের জীবনের বড় একটি অংশ জুড়ে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। জনপরিসরে কবিগুরুকে পৌঁছে দিতে অনন্য অবদান রেখেছেন তিনি। যুক্ত ছিলেন ভাষা আন্দোলনে। পরে ষাটের দশকে পাকিস্তানের সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে সরব ছিলেন রাজপথে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময়ও সংস্কৃতি কর্মীদের ঐকবদ্ধ করতে ভূমিকা রেখেছিলেন।

১৯৬১ সালে কবি সুফিয়া কামালকে সভাপতি ও ফরিদা হাসানকে সম্পাদক করে ছায়ানটের প্রতিষ্ঠাকালীন কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে সদস্য ছিলেন সন্‌জীদা খাতুন। ১৯৬৩ সালে তারই উদ্যোগে বাংলা একাডেমীর বারান্দায় সংগীত শেখার ক্লাস শুরু হয়। গড়ে ওঠে ছায়ানট সংগীত বিদ্যালয়। পরে ছায়ানটের সভাপতি নির্বাচিত হন সন্‌জীদা। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এই পদে ছিলেন। ছিলেন ছায়ানটের ট্রাস্টি বোর্ডের সদস্যও।

সন্‌জীদা খাতুনের লেখা বইয়ের মধ্যে রয়েছে ‘রবীন্দ্রসঙ্গীতের ভাবসম্পদ’, ‘রবীন্দ্রনাথের হাতে হাত রেখে’, ‘রবীন্দ্রনাথ: তাঁর আকাশ ভরা কোলে’, ‘রবীন্দ্রনাথ: বিবিধ সন্ধান’, ‘তোমারি ঝরনাতলার নির্জনে’। বরীন্দ্রনাথকে তার সম্পাদনা করা বইয়ের মধ্যে আছে ‘রইল তাঁহার বাণী: রইল ভরা সুরে’, ‘গীতবিতান: তথ্য ও ভাবসন্ধান’, ‘সার্ধশততম জন্মবর্ষে রবীন্দ্রনাথ’।

রবীন্দ্র চর্চা ও বাঙালি সংস্কৃতির প্রসারে অবদানের জন্য একুশে পদকে ভূষিত হয়েছেন সন্‌জীদা খাতুন। পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, রবীন্দ্র স্মৃতি পুরস্কার (পশ্চিমবঙ্গ, ভারত), দেশিকোত্তম পুরস্কারসহ (পশ্চিমবঙ্গ, ভারত) নানা পুরস্কার ও সম্মাননা। ২০১৯ সালে ‘নজরুল মানস’ প্রবন্ধ গ্রন্থের জন্য ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কারে ভূষিত হন তিনি। ২০২১ সালে ভারত সরকার তাকে ভূষিত করে পদ্মশ্রী পুরস্কারে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘিরে দেশে অস্থিরতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর দেশে কোনো অস্থিরতা দেখা দিয়েছে কি না এবং আসন্ন বিজয় দিবস উপলক্ষ্যে কোনো শঙ্কা আছে কি না—জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রায় হওয়ার পরে কোনো রকম অস্থিরতা সৃষ্টি হয়নি। বিজয় দিবসেও কোনো অস্থিরতার শঙ্কা নেই।’

১ ঘণ্টা আগে

সুষ্ঠু নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা সবচেয়ে বড়: সিইসি

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়েও ভোটে বড় ভূমিকা রাজনৈতিক দলগুলোর। দলগুলো আন্তরিকভাবে কাজ করলে নির্বাচন কমিশনকে বাড়তি চাপ নিতে হয় না।

৩ ঘণ্টা আগে

প্রবাসী ভোটার নিবন্ধন শুরু, জানুন কোন দেশে কবে

৪ ঘণ্টা আগে

বিএনপিসহ ১২ দলের সঙ্গে আজ ইসির সংলাপ

নির্বাচনের প্রস্তুতি এবং নীতিগত বিষয় নিয়ে আলাপের মাধ্যমে নির্বাচনকে অংশগ্রহণমূলক সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার লক্ষ্যে এসব সংলাপ আয়োজন করা হয়েছে বলে জানানো হয়েছে।

৪ ঘণ্টা আগে