মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা

বোরকা পরে ঢুকে স্কুল ড্রেসে বেরিয়ে যান গৃহকর্মী আয়েশা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার ঘটনাটি নতুন মোড় নিয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গৃহকর্মী আয়েশা বোরকা পরে বাসায় ঢুকেছেন, কিন্তু কিছুক্ষণ পরই স্কুল ড্রেস পরে বেরিয়ে গেছেন। চার দিন আগে কাজে যোগ দেওয়া গৃহকর্মীর অস্বাভাবিক এই আচরণ এখন তদন্তের কেন্দ্রবিন্দুতে। ঘাতক কে খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বাসা থেকে লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী নাফিজা লাওয়াল বিনতে আজিজের (১৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সময় বাড়ির বাইরে ছিলেন লায়লার স্বামী আজিজুল। তিনি জানান, সকাল ১১টার পর বাসায় ফিরে ঘরের মেঝে ও দেওয়ালজুড়ে রক্ত দেখতে পান এবং স্ত্রী-মেয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। নাফিজাকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশের উপস্থিতিতে লায়লা আফরোজের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে সকাল ৭টা ৫২ মিনিটের ভিডিও ফুটেজে দেখা যায়, গৃহকর্মী আয়েশা কালো বোরকা পরে বাসায় প্রবেশ করছেন। ঠিক এক ঘণ্টা ৪৪ মিনিট পর, সকাল ৯টা ৩৬ মিনিটে তাকে বাসা থেকে বের হতে দেখা যায় স্কুল ড্রেস পরে। পোশাক বদলে বের হওয়াকে পুলিশ হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে দেখছে।

পাশের বাসিন্দা এবং স্বজনরা জানান, নাফিজার সেদিন ছিল শেষ বার্ষিক পরীক্ষা। এমন দিনে মা-মেয়ের ওপর এমন নৃশংসতা তাদের গভীরভাবে নাড়া দিয়েছে। তারা দ্রুত অপরাধীকে গ্রেপ্তারের দাবি জানান।

তেজগাঁও জোনের ডিসি ইবনে মিজান বলেন, ‘সিসিটিভির ফুটেজ ও অন্যান্য আলামত পরীক্ষা করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। গৃহকর্মী আয়েশা বিহারি ক্যাম্পে থাকতেন বলে জানা গেলেও তার বিস্তারিত তথ্য পরিবার দিতে পারেনি। তাকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’

পুলিশ বলছে, হত্যাকাণ্ডটি একা নাকি পরিকল্পিতভাবে হয়েছে—তা নিশ্চিত হতে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

৪ ঘণ্টা আগে

৮১ সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণে অনুমোদন ইসির

এরপর দ্বিতীয় ধাপে যাচাই-বাছাই করে আরো ১৫টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এই ১৫টি পর্যবেক্ষক সংস্থাকে চলতি বছরের ৪ ডিসেম্বর থেকে ২০৩০ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত মোট পাঁচ বছরের জন্য নিবন্ধিত হলো।

৪ ঘণ্টা আগে

সিইসির ভাষণ সম্প্রচারের প্রস্তুতি নিতে বিটিভি-বেতারকে ইসির চিঠি

চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপসিল ঘোষণার কথা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচারিত ভাষণে তফসিল ঘোষণা করবেন। সেই ভাষণ ধারণ ও সম্প্রচারে প্রস্তুত থাকতে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠি দিয়েছে ইসি।

৫ ঘণ্টা আগে

জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরবর্তী সব কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

৫ ঘণ্টা আগে