অবিশ্বাস্য রকম ভারবাহী পোকা

বুলা শরীফ
গোবরে পোকা। ফাইল ছবি

অনেকেই ভেবে থাকেন, গোবরে পোকা মানে গোবরে জন্ম নেওয়া পোকা। আসলে তা নয়। পৃথিবীর জলে-স্থলে প্রায় সর্বত্রই এই পোকা দেখা যায়; কেবল মেরু অঞ্চল বাদে।সবচেয়ে শক্তিশালী প্রাণীর কথা বললে হাতি বা গণ্ডারের নাম আসবে সবার আগে। কেউ কেউ হয়তো বলবেন ডাইনোসর, জলহস্তি, তিমি কিংবা হাঙর। সার্বিক শক্তি বিবেচনায় এদের হয়তো শক্তিশালীবলা যায়।

আকারে বড় হলে সবচেয়ে বড় হওয়া যায়, হয়তো শক্তির বিচারে শক্তিশালীও বলা যায়। কিন্তু ভার বহন ক্ষমতা দিয়ে বিচার করলে হাতি কিংবা গণ্ডারের চেয়ে শক্তিশালী বিটল বা গুবরে পোকা।

Dung Beetle নামে গোবরে পোকাদের একটি প্রজাতি নিজেদের ওজনের থেকে প্রায় ১১০০ গুণ বেশি ভার বহন করতে পারে। এই ক্ষমতাটাকে তুলনা করা একজন মানুষের ৬টি ডাবল ডেকার বাস উঠিয়ে ফেলার সাথে। তো এই Dung Beetle এত শক্তি দিয়ে কী করে? অনেক জরুরি কাজ করে; বিষ্ঠার বল তৈরি করে। এটা দিয়ে স্ত্রী পোকার মন জয় করে পুরুষ পোকা!

ভার বহনের ক্ষেত্রে ঘোড়াকে আদর্শ মানা হয়, তবে ঘোড়ার চেয়ে বেশি ভার বহন করতে পারে রয়েল বেঙ্গল টাইগার। একটা ঘোড়া যেখানে নিজের ওজনের ২০ থেকে ২৫ শতাংশ ভার বহন করতে পারে, সেখানে একটা রয়েল বেঙ্গল টাইগার নিজের ওজনের প্রায় তিনগুণ ওজনের প্রাণী বয়ে নিতে পারে। অবশ্য সেটা কামড়ে ধরে, পিঠে বহন করে নয়।

ভার বহনই যদি শক্তি মত্তার মানদণ্ড হয়, তাহলে বিটল বা গোবরে পোকা অবিশ্বাস্য রকম ভারবাহী। তবে গণ্ডার গোবরে সবাইকে ছাড়িয়ে গেছে। ভার বহনের কথা বলার আগে, এদের কেন গণ্ডারের সঙ্গে তুলনা করা হচ্ছে, সে কথা বলে নিই। এই পোকার মাথার সামনের দিকে একটা অ্যান্টেনা বা শুঁড় আছে, যেটা দেখতে গণ্ডারের নাকের ওপর থাকা শিংয়ের মতোই। চেহারাও গণ্ডারের মতো কিম্ভূত। সব মিলিয়ে গণ্ডারের সঙ্গে অনেকটাই মিল আছে এই গোবরে পোকার।

তবে ভার বহনের ক্ষেত্রে গণ্ডারের চেয়ে এই পোকা অনেক অনেক বেশি শক্তিশালী। গণ্ডার তৃণভোজী প্রাণী, তাদের ভার বহনের দরকার হয় না। কিন্তু গোবরে পোকাদের ভার বহন করতে হয়। বড় বড় ময়লার বল তৈরি করে অনায়াসে সেটা ঠেলে বা টেনে নিয়ে যায় এরা।

বিটল দেখতে যত ভয়ংকরই হোক, ওজনে মাত্র দুই গ্রাম। এতটুকু দেহের হালকা একটা প্রাণী কীভাবে নিজের ওজনের প্রায় ১০০ গুণ ভার বইতে পারে, এটা বিস্ময়কর।

রাইনোসরেস বিটলের মতো সব বিটলই হয়তো নিজের ওজনের ১০০ গুণ ভার বহন করতে পারে না, তবে নিজের ওজনের ২০ থেকে ৫০ গুণ ভার যেকোনো গোবরে পোকাই বইতে পারে।

গোবরে পোকা আমাদের বাস্তুসংস্থানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা পঁচে যাওয়া প্রাণী ও উদ্ভিদ খায়। কিছু প্রজাতি ফুল থেকে ফুলে মধু খেয়ে পরাগায়নে সাহায্য করে। তবে গোবরে পোকা আমাদের ক্ষতিও করে থাকে। কাঠের পোকা কাঠ কেটে নষ্ট করে। আবার ফসল ভক্ষণকারী গোবরে পোকা আমাদের শস্য খেয়ে ফেলে। এদের ফসলের ক্ষতিকারক বালাই পোকাও বলে।

গোবরে পোকার জীবনচক্রে ৪টি ভিন্ন ধাপ আছে। পূর্ণবয়স্ক গোবরে পোকা মিলিত হয় এবং স্ত্রী গোবরে পোকা ডিম পাড়ে। ডিম থেকে লার্ভা বের হয় যাদের কোনো ডানা থাকে না। লার্ভা থেকে পিউপা পর্যায়ে এরা কোনো খাদ্য গ্রহণ করে না। পিউপা থেকে এরা পোকায় রূপান্তরিত হয়।

এতো শক্তির আলোচনার মধ্যে বলে রাখা ভালো যে, জোনাকিও কিন্তু এক ধরনের গোবরে পোকা। এরা অন্ধকারে জ্বলে একে অপরের সঙ্গে যোগাযোগ করে। আত্মরক্ষার জন্যও তারা আলো জ্বালায়। জোনাকি দেখতে যেমন হোক না কেন, জোনাকির মিটমিট করে জ্বলা আলো দেখতে কার না ভালো লাগে?

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে দিল্লির মন্তব্য প্রত্যাখ্যান ঢাকার

দুঃখ প্রকাশ করে তিনি বলেন, বিচ্ছিন্ন কিছু অপরাধমূলক ঘটনাকে পদ্ধতিগতভাবে হিন্দু সম্প্রদায়ের নিপীড়ন হিসেবে উপস্থাপনের চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে এবং এগুলোকে ব্যবহার করে ভারতের বিভিন্ন অংশে বাংলাদেশবিরোধী মনোভাব উসকে দেওয়া হচ্ছে।

১০ ঘণ্টা আগে

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ৬৪ দিন

২০২৬ সালের ছুটির তালিকা পর্যালোচনা করে দেখা যায়, এবার শবে মেরাজ, সরস্বতী পূজা, ২১ ফেব্রুয়ারি (শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস), বুদ্ধ পূর্ণিমা, পবিত্র আশুরা, জন্মাষ্টমী, মহালয়া উপলক্ষে কোনো ছুটি রাখা হয়নি।

১০ ঘণ্টা আগে

তারেক রহমানকে কটূক্তি করা সেই শিক্ষকের জামিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তি করায় আটকের পর কারাগারে পাঠানো রাজধানীর গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপাধ্যক্ষ কে এম শহিদুল ইসলামকে জামিন দেওয়া হয়েছে।

১২ ঘণ্টা আগে

বিএনপির কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মাহমুদুর রহমানের মামলা

বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামানের (এপোলো) এবং লেখক ও কলামিস্ট এফ এম রাশেদুল হক মল্লিক মারুফের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

১৪ ঘণ্টা আগে