কুশিয়ারা নদীর ভাঙনে বিপর্যস্ত রাজনগরের ফতেপুর, ঝুঁকিতে অন্তত ১০ গ্রাম

মৌলভীবাজার প্রতিনিধি
দীর্ঘদিন ধরে চলা এই ভাঙনে বহু পরিবার বসতভিটা ও ফসলি জমি হারিয়েছে। ছবি: রাজনীতি ডটকম

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ১ নম্বর ফতেপুর ইউনিয়নের কুশিয়ারা নদীতীরবর্তী অন্তত ১০টি গ্রাম ভয়াবহ নদীভাঙনের কবলে পড়েছে।

প্রতি বছর বর্ষা এলেই ভাঙনের আতঙ্কে দিন কাটে গ্রামবাসীর, তবে এ বছর শীত মৌসুমেই শুরু হয়েছে ভাঙন। দীর্ঘদিন ধরে চলমান এই ভাঙনে বহু পরিবার তাদের বসতভিটা ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ফতেপুর ইউনিয়নের শাহাপুর, বেড়কুরি, মোল্লাবাড়ি, জাহিদপুর, আব্দুল্লাহপুর, চরকারপার ও কাশিমপুরসহ প্রায় ১০টি গ্রাম বর্তমানে নদীভাঙনের চরম ঝুঁকিতে রয়েছে।

ফতেপুর ও মনমুখ ইউনিয়ন মিলিয়ে প্রায় ১০ কিলোমিটার এলাকা নদীভাঙনের শিকার হচ্ছে। ছবি: রাজনীতি ডটকম
ফতেপুর ও মনমুখ ইউনিয়ন মিলিয়ে প্রায় ১০ কিলোমিটার এলাকা নদীভাঙনের শিকার হচ্ছে। ছবি: রাজনীতি ডটকম

এসব গ্রামের শতাধিক পরিবার ইতোমধ্যে ভিটেমাটি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। অনেক পরিবার অন্যের জমিতে অস্থায়ীভাবে ঘর তুলে কোনোরকমে দিন কাটাচ্ছে।

নদীভাঙনে ভুক্তভোগী মিরাশ মিয়া অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে নদীভাঙন চললেও এখন পর্যন্ত কোনো স্থানীয় জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তার কার্যকর উপস্থিতি চোখে পড়েনি।

এ বিষয়ে ১ নম্বর ফতেপুর ইউনিয়ন পরিষদের সদস্য এমদাদুল হক টিটু বলেন, ‘নদীভাঙনের বিষয়টি সাবেক উপজেলা প্রশাসনকে জানিয়েছিলাম। বর্তমান উপজেলা প্রশাসনকেও অবহিত করা হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।’

প্রতি বছর বর্ষায় নদীভাঙন শুরু হলেও এ বছর তা শীত মৌসুমেই শুরু হয়েছে। ছবি: রাজনীতি ডটকম
প্রতি বছর বর্ষায় নদীভাঙন শুরু হলেও এ বছর তা শীত মৌসুমেই শুরু হয়েছে। ছবি: রাজনীতি ডটকম

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন অলিদ জানান, ফতেপুর ও মনমুখ ইউনিয়ন মিলিয়ে প্রায় ১০ কিলোমিটার এলাকা নদীভাঙনের শিকার হচ্ছে।

তিনি বলেন, ‘আমি পরিস্থিতি পরিদর্শন করে একটি কাজের ড্রাফট তৈরি করে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। তবে এখনো বরাদ্দ না পাওয়ায় কাজ শুরু করা যাচ্ছে না।’

এদিকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে আসন্ন বর্ষা মৌসুমে নদীভাঙন আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা অবিলম্বে নদী রক্ষা বাঁধ নির্মাণসহ স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলা কোনোভাবেই সম্ভব নয়: আসিফ নজরুল

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ক্রীড়া সম্পর্ক এক চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ভারতে চলমান ‘উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি’ এবং ‘বাংলাদেশবিদ্বেষী ক্যাম্পেইন’-এর কারণে দেশটিতে গিয়ে বিশ্বকাপ খেলা কোনোভাবেই সম্ভব নয়।

৩ ঘণ্টা আগে

দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতি করে না। এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে ক্ষয় করে এবং জনগণের বিশ্বাস ভেঙে দেয়।

৪ ঘণ্টা আগে

হাসপাতালে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ২ আনসার সদস্য আটক

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দায়িত্বরত দুই আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাতে জেলা সদর হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

৪ ঘণ্টা আগে

মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন

হুমকি ও ভয় দেখানোর অভিযোগে দায়ের করা মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার শুনানি শেষে মামলা থেকে তাদের অব্যাহতি দেন।

৫ ঘণ্টা আগে