ডিবিতে নুসরাত ফারিয়াকে জিজ্ঞাসাবাদ চলছে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৭: ৪৪

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ রোববার দুপুরে ব্যাংকক যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাধার মুখে পড়েন এ অভিনেত্রী। পরে তাকে ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়।

এরপর তাকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

ডিবি পুলিশের যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, নুসরাত ফারিয়াকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক যাওয়ার কথা ছিল নুসরাত ফারিয়ার। কিন্তু ইমিগ্রেশনে তাকে আটকে দেওয়া হয়। কারণ, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটার এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগে তিনিসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানিয়েছেন, নুসরাত ফারিয়াকে বিমানবন্দর থেকে ডিবিতে নেওয়া হয়েছে। তাকে এখনো ভাটারা থানায় হস্তান্তর করা হয়নি।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ চলচ্চিত্র দিয়ে নুসরাত ফারিয়ার ২০১৫ সালে বড় পর্দায় অভিষেক হয়। এরপর ২০২৩ সালে শ্যাম বেনেগালের পরিচালনায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন তিনি।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও একই দিন রাত ১২টার দিকে অভিনেত্রী সোহানা সাবাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর পরদিন ৭ ফেব্রুয়ারি বিকেলে তাদের ছেড়ে দেওয়া হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনের সুযোগ নেই: ইসি মাছউদ

ইসি মাছউদ বলেন, ‘সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার বলেন, ‘এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনও আসেনি।’

৮ ঘণ্টা আগে

ঢাকাসহ ১৪ জেলায় ঝড়ের শঙ্কা

সোমবার (১৯ মে) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এসব তথ্য জানা গেছে। দুপুর আড়াইটা থেকে রাত ১টার মধ্যে ১৪ জেলায় ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

৮ ঘণ্টা আগে

কক্সবাজার থেকে পায়ে হেঁটে এভারেস্ট জয় করল শাকিল

ইকরামুল হাসানের নেপালি ট্রাভেল এজেন্সি ‘এইটকে এক্সপেডিশনস’ জানিয়েছে, সোমবার সকাল সাড়ে ৬টায় শাকিলসহ মোট ১৫ জন পর্বতারোহী এভারেস্টের চুড়ায় আরোহণ করেন। তারা সবাই সুস্থ আছেন। আজই (সোমবার) তাদের ক্যাম্প-২-এ নেমে আসার পরিকল্পনা রয়েছে।

৮ ঘণ্টা আগে

সাবেক বিজিবি প্রধান সাফিনুল ও তার স্ত্রীর আরও ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

এর আগে গত ২৩ এপ্রিল সাফিনুল ইসলাম, সোমা ইসলাম ও তাদের ছেলে সামিন ইসলামের নামে থাকা ৫৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছিলেন একই আদালত। এসব হিসাবে ১০ কোটি ৮০ লাখ ২৮ হাজার ২৫৩ টাকা রয়েছে।

৯ ঘণ্টা আগে