তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে প্রতারণা-নির্যাতনসহ নানা অভিযোগ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৬: ৫৩
তৌহিদ আফ্রিদি। ছবি: ফেসবুক থেকে

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আসাদুল হক বাবু হত্যার মামলায় গ্রেপ্তারের পর রিমান্ডে রয়েছেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। তার বিরুদ্ধে প্রতারণা, নির্যাতনসহ নানা অভিযোগ রয়েছে।

এর মধ্যে ইউটিউবভিত্তিক একটি চ্যানেলের এক প্রতিবেদনে উঠে এসেছে, জুলাই আন্দোলনের সময় ইউটিউবার ও ব্লগারসহ কনটেন্ট নির্মাতাদের আওয়ামী লীগের পক্ষে জোর করে কাজ করাতেন তিনি। চার বছর আগে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে মোশাররাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধার চাঞ্চল্য তৈরি করে সারা দেশে; সেই মুনিয়ার সঙ্গেও আফ্রিদির সম্পর্ক ছিল বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, জুলাই আন্দোলন চলাকালে তৌহিদ আফ্রিদি দেশের জনপ্রিয় সব কনটেন্ট ক্রিয়েটরদের হুমকি দিয়ে সরকারের পক্ষে কাজে লাগানোর চেষ্টা চালিয়েছেন। সরকারের পক্ষে কাজ না করলে ক্ষতি করা হবে বলেও নানাভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হুমকিধমকি দিতেন অন্যদের।

আফ্রিদির বিরুদ্ধে বেশ কয়েকজন নারীকে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগও উঠেছে। প্রতিবেদনে নাম-পরিচয় প্রকাশ না করে এক নারী বলেন, দীর্ঘদিন সম্পর্ক থাকলেও আফ্রিদি হঠাৎ করে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। গোয়েন্দা পুলিশের (ডিবি) মাধ্যমে গায়েব করে দেওয়ার হুমকি দেয়। মুনিয়ার সঙ্গে সম্পর্ক আছে জেনে এটা নিয়ে কথা বললে খুব বাজেভাবে রিঅ্যাক্ট করে। বলে, মুনিয়ার যে রকম অবস্থা হয়েছে, আমারও ঠিক সে রকম অবস্থা হবে। মানে ইনডিরেক্টলি ও আমাকে হত্যার হুমকিই দিয়েছে।

তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে এখন পর্যন্ত দুটি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে যাত্রাবাড়ি থানার মামলায় অভিযোগ করা হয়েছে— জুলাই আন্দোলনে বিক্ষোভকারী আসাদুল হক বাবুকে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে তিনি জড়িত। এ মামলায় বর্তমানে পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন তিনি।

আরেকটি মামলা হয়েছে বাড্ডা থানায়। এজাহারে উল্লেখ করা হয়— ২০২৪ সালের ২০ জুলাই মধ্য বাড্ডা ফ্লাইওভারের নিচে অবৈধ অস্ত্র দিয়ে আন্দোলনকারীদের ওপর এলোপাতাড়ি গুলি চালায় আফ্রিদি।

জুলাই আন্দোলনে শত শত প্রাণহানির সময়েও তৌহিদ আফ্রিদির নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ওই সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও ভাইরাল হয়েছিল। এরপর ডিবির এই কর্মকর্তার সঙ্গে একাধিক সাক্ষাতের ছবি-ভিডিও আফ্রিদি নিজেই শেয়ার করেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

জুলাই আন্দোলন নিয়ে দীর্ঘ সময় চুপ থাকায় আফ্রিদির সমালোচনা করে স্ট্যাটাস দিয়েছিলেন তারই ইউটিউবার বন্ধু সালমান মুক্তাদির। অনেক পরে অবশ্য আফ্রিদি ফেসবুক পোস্টে জুলাইয়ের শহিদ আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়ানোর স্ট্যাটাস দিয়ে সমালোচিত হন।

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ও তার বাবা নাসির উদ্দিন সাথীর গ্রেপ্তার ইস্যুতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা বক্তব্য আসছে। ৫ আগস্টের পর এক বছর পর তাদের কেন হত্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হলো— উঠেছে এমন প্রশ্ন। তারা আওয়ামী লীগের যথেষ্ঠ ঘনিষ্ঠ ছিলেন, এ প্রসঙ্গও আলোচনা থেকে বাদ যাচ্ছে না।

এদিকে তৌহিদের বাবা বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত ১৭ আগস্ট যাত্রাবাড়ী থানার একই মামলায় গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। নাসিরের মাইটিভির মালিকানা নিয়ে বিতর্ক রয়েছে, রয়েছে মাইটিভির মালিকানা দখল নিয়ে পালটাপালটি নানা আলোচনাও।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সম্পূরক তালিকায় ভোটার ১২ কোটি ৬৩ লাখ

সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ সাত হাজার ৫০৪ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ছয় কোটি ২২ লাখ পাঁচ হাজার ৮১৯ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন এক হাজার ২৩০ জন।

৯ ঘণ্টা আগে

৩ দাবিতে বাকৃবি শিক্ষার্থীদের ‘কৃষি ব্লকেড’, ৪ ঘণ্টা পর প্রত্যাহার

রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কৃষি অনুষদের শিক্ষার্থীরা। সরকারের কৃষি উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে প্রায় চার ঘণ্টা পর বিকেল পৌনে ৪টায় তারা অবরোধ প্রত্যাহার করেন।

৯ ঘণ্টা আগে

চবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উত্তাল ঢাবি

এসব কর্মসূচি থেকে দ্রুততম সময়ে এ হামলার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করা না হলে সরকারকে পদত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

১০ ঘণ্টা আগে

লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, পদসংখ্যা ৩৯

১১ ঘণ্টা আগে