১১ ডিসেম্বরের মধ্যে তফসিল, ভোটগ্রহণের সময় বাড়ছে ১ ঘণ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯: ৩৬
নির্বাচন কমিশন ভবন। ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী ১১ ডিসেম্বরের মধ্যে ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন জানিয়েছে, তফসিল ঘোষণার বিষয়টিকে সামনে রেখে এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি প্রায় শেষ করেছে তারা। এবার ভোটের সময় এক ঘণ্টা বাড়াচ্ছে। বাড়বে গোপন বুথের সংখ্যাও।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, নির্বাচনের তফসিল নিয়ে আগামী রোববার বৈঠকে বসবে নির্বাচন কমিশন। ওই বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি জানান, নির্বাচন কমিশনের বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৭ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণার প্রস্তুতি রয়েছে।

ওইদিন প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

বাংলাদেশের আইন অনুযায়ী, ভোটগ্রহণের সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এবার জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে গণভোট। যে কারণে একই দিনে দুইটি ব্যালটে ভোট দিতে হবে ভোটারদের বাড়তি সময়ের প্রয়োজন।

নির্বাচন কমিশনের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, তফসিল ঘোষণার প্রস্তুতির পাশাপাশি এবার ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে। একই সঙ্গে, প্রতিটি ভোটকেন্দ্রে গোপন বুথের সংখ্যাও বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, এসব সিদ্ধান্তই আগামী রোববারের বৈঠকে চূড়ান্ত হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ত্রয়োদশ সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

২ ঘণ্টা আগে

জাতীয় নির্বাচন ও গণভোট উৎসবমুখর হবে: প্রধান উপদেষ্টা

ড. মুহাম্মদ ইউনূস সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে বলেন, ‘নিরাপত্তা রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’

২ ঘণ্টা আগে

'আমরা নির্বাচনের জোয়ারে আছি, শতাব্দীর ভালো নির্বাচন চাই'

আখতার আহমেদ আরও বলেন, ‘আমাদের সামনে যে নির্বাচন ও গণভোটের যে আয়োজন, তা বিশাল কর্মযজ্ঞ। এবং একটি আরেকটির পরিপূরক। গণভোটের যে চারটি প্রশ্নের উপর শুধু একটি উত্তর, সেটি নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে। কিন্তু উপদেষ্টা পরিষদের আলোচনায় বলা হচ্ছিল, রাজনৈতিক দলের প্রচারণায় বিশটা ম্যানিফেস্টো থাকে। তার সবগুলোতে

৩ ঘণ্টা আগে

৩ দাবিতে কঠোর শিক্ষকরা, প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’

দাবি বাস্তবায়নে সরকারের কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকা এবং তিন শিক্ষক নেতাকে শোকজ নোটিশ জারি করার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এতে করে ৩য় দিনের মতো প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা স্থগিত থাকছে।

৩ ঘণ্টা আগে