ফারুকের মনোনয়ন বাতিল, বুলবুল হচ্ছেন বিসিবি কাউন্সিলর

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হিসেবে থাকা বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জাতীয় ক্রীড়া পরিষদের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়েছে, বিসিবির আট পরিচালক ফারুকের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত প্রতিবেদনও এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে।

যদিও ফারুক আহমেদ এনএসসির মনোনীত পরিচালক ছিলেন, তার অবস্থান ছিল পরিচালকদের মাধ্যমে নির্বাচিত। তবে তিনি সভাপতি পদ থেকে পদত্যাগ করতে অস্বীকৃতি জানান। বিসিবির গঠনতন্ত্রে সভাপতিকে অপসারণের বিষয়টি স্পষ্ট না থাকায় এই সিদ্ধান্তে একটি অস্পষ্টতা সৃষ্টি হয়েছে। তাছাড়া বিসিবি সভাপতি হওয়ার জন্য পরিচালকের পদ অপরিহার্য, ফলে ফারুক পরিচালকের পদে না থাকলে সভাপতির পদেও তার অবস্থান প্রশ্নের মুখে পড়ে।

এমন পরিস্থিতিতে ফারুকের স্থলাভিষিক্ত হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের নাম আলোচনায় এসেছে। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ তাকে বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনয়ন দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, “শেখ হামিম হাসানের পরিবর্তে আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।”

শেখ হামিম হাসান ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সাবেক পরিচালক (প্রশাসন)। ২০২১ সালে বিসিবি নির্বাচনে তিনি এনএসসির কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরজনিত কারণে বর্তমানে তিনি আর পরিষদের সঙ্গে সম্পৃক্ত নন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, জাতীয় ক্রীড়া পরিষদ পাঁচজন কাউন্সিলর মনোনয়ন দিতে পারে।

ফারুক আহমেদের পরিচালক পদ বাতিলের প্রেক্ষাপটে ধারণা করা হচ্ছে, বুলবুলকেই ওই পরিচালক পদের জন্য পরবর্তী মনোনয়ন দেওয়া হতে পারে। তবে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলর পরিবর্তনের বিষয়টি পরিচালনা পর্ষদের সভায় অনুমোদনের বিষয়। বুলবুলের কাউন্সিলর হিসেবে স্বীকৃতি পেতে হলে সেই সভায় আনুষ্ঠানিকভাবে বিষয়টি অনুমোদন পেতে হবে।

এখন দেখার বিষয়, সেই গুরুত্বপূর্ণ বোর্ড সভায় সভাপতিত্ব করবেন কে—এবং বিসিবির নেতৃত্বে নতুন করে কি কোনো পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। তারেক রহমান-বাবরের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট এস এম শাহজাহান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

৫ ঘণ্টা আগে

বাংলাদেশে অবাধ নির্বাচন চায় ইইউ

আগামী নির্বাচনে নির্বাচন কমিশনকে চার মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। আসছে নির্বাচন আন্তর্জাতিক মানের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে প্রত্যাশা করি। সেপ্টেম্বরে আমাদের বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে।

৫ ঘণ্টা আগে

‘ফেব্রুয়ারিতেই নির্বাচন, পেছানোর সুযোগ নেই’

নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, দলের না। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

৫ ঘণ্টা আগে

সিইসির সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধিদল

সকালে ইউরোপীয় ইউনিয়নের এই প্রতিনিধিদল আসে ইসিতে। এ প্রতিনিধিদলের সঙ্গে নির্বাচনি প্রস্তুতি, কমিশনের পরিকল্পনা, নতুন প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে একটি প্রকল্পের বিষয়ে আলোচনা হওয়ার কথাও রয়েছে।

৬ ঘণ্টা আগে