ফারুকের মনোনয়ন বাতিল, বুলবুল হচ্ছেন বিসিবি কাউন্সিলর

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হিসেবে থাকা বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জাতীয় ক্রীড়া পরিষদের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়েছে, বিসিবির আট পরিচালক ফারুকের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত প্রতিবেদনও এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে।

যদিও ফারুক আহমেদ এনএসসির মনোনীত পরিচালক ছিলেন, তার অবস্থান ছিল পরিচালকদের মাধ্যমে নির্বাচিত। তবে তিনি সভাপতি পদ থেকে পদত্যাগ করতে অস্বীকৃতি জানান। বিসিবির গঠনতন্ত্রে সভাপতিকে অপসারণের বিষয়টি স্পষ্ট না থাকায় এই সিদ্ধান্তে একটি অস্পষ্টতা সৃষ্টি হয়েছে। তাছাড়া বিসিবি সভাপতি হওয়ার জন্য পরিচালকের পদ অপরিহার্য, ফলে ফারুক পরিচালকের পদে না থাকলে সভাপতির পদেও তার অবস্থান প্রশ্নের মুখে পড়ে।

এমন পরিস্থিতিতে ফারুকের স্থলাভিষিক্ত হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের নাম আলোচনায় এসেছে। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ তাকে বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনয়ন দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, “শেখ হামিম হাসানের পরিবর্তে আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।”

শেখ হামিম হাসান ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সাবেক পরিচালক (প্রশাসন)। ২০২১ সালে বিসিবি নির্বাচনে তিনি এনএসসির কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরজনিত কারণে বর্তমানে তিনি আর পরিষদের সঙ্গে সম্পৃক্ত নন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, জাতীয় ক্রীড়া পরিষদ পাঁচজন কাউন্সিলর মনোনয়ন দিতে পারে।

ফারুক আহমেদের পরিচালক পদ বাতিলের প্রেক্ষাপটে ধারণা করা হচ্ছে, বুলবুলকেই ওই পরিচালক পদের জন্য পরবর্তী মনোনয়ন দেওয়া হতে পারে। তবে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলর পরিবর্তনের বিষয়টি পরিচালনা পর্ষদের সভায় অনুমোদনের বিষয়। বুলবুলের কাউন্সিলর হিসেবে স্বীকৃতি পেতে হলে সেই সভায় আনুষ্ঠানিকভাবে বিষয়টি অনুমোদন পেতে হবে।

এখন দেখার বিষয়, সেই গুরুত্বপূর্ণ বোর্ড সভায় সভাপতিত্ব করবেন কে—এবং বিসিবির নেতৃত্বে নতুন করে কি কোনো পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাড্ডায় ফের যাত্রীবাহী বাসে আগুন

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পোঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

২ ঘণ্টা আগে

বিচারকদের রাজনৈতিক পদলেহন পরিহার করতে হবে: প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্ট সচিবালয় সম্পর্কে প্রধান বিচারপতি বলেন, ‘পৃথক সচিবালয়কে বাস্তবিক অর্থে কার্যকর, জবাবদিহিমূলক ও ফলপ্রসূ প্রতিষ্ঠানে রূপান্তরিত করাই হবে এখনকার প্রধান চ্যালেঞ্জ। এই পথযাত্রার ধারাবাহিকতা অটুট রাখা, প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি করা এবং প্রতিষ্ঠানের গতিশীলতাকে আরও ত্বরান্বিত করার গুরুদায়টি এখন

৩ ঘণ্টা আগে

গুলি চালায় ফয়সাল, বাইক চালায় আলমগীর : ডিএমপি

সংবাদ সম্মেলনে চিহ্নিত দুজনকে গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা চালানোর কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার। তিনি বলেন, ‘তাদের দেশের বাইরে পালিয়ে যাওয়ার কোনো তথ্য নেই। তবে তারা যেন পালিয়ে যেতে না পারে, সেজন্য বিজিবি এবং সব বন্দরকে সতর্ক করা হয়েছে।’

৪ ঘণ্টা আগে

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৫ জন, খুলনা বিভাগে (সিটি করপোর

৪ ঘণ্টা আগে