নির্বাচন করব, পদত্যাগের বিষয়ে জানাবে প্রধান উপদেষ্টার দপ্তর: আসিফ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১৬: ৫৬
আসিফ মাহমুদ। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারে থাকা ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফের বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। তবে পদত্যাগ নিয়ে যে গুঞ্জন, তা নিয়ে একেবারেই মুখ খোলেননি তিনি। জানিয়েছেন, প্রধান উপদেষ্টার দপ্তর এ বিষয়ে জানাবে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হতে আগ্রহের কথা আগেই জানিয়েছিলেন তিনি।

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আসিফ মাহমুদ উপদেষ্টা পরিষদ থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছে সরকারের একাধিক সূত্র। আজ বুধবার তফসিল ঘোষণায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ভাষণ রেকর্ড এবং আজ সন্ধ্যায় বা আগামীকাল বৃহস্পতিবার তা প্রচারের কথা রয়েছে।

নির্বাচনে অংশগ্রহণ ও সরকার থেকে পদত্যাগ ইস্যুতে জানতে চাইলে আসিফ বলেন, ‘আমি নির্বাচন করব, এটি স্পষ্টভাবেই বলা যায়। কিন্তু কোথা থেকে করব, কোন দল থেকে করব, সেটি পরবর্তী আলোচনা। আমরা এখন একটি পর্যায়ে আছি। পরের পর্যায়ে সেটি সবার সামনে আসবে।’

‘আর অন্য যে বিষয়ে (পদত্যাগ) প্রশ্ন করলেন, সে বিষয়ে আমার কিছু বলার এখতিয়ার নেই। সেটি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আপনাদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে,’— বলেন আসিফ মাহমুদ।

এরই মধ্যে পদত্যাগ করেছেন কি না কিংবা পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না— এ নিয়ে সাংবাদিকদের অব্যাহত প্রশ্নের মুখে উপদেষ্টা আবারও বলেন, ‘এ বিষয়ে আমার কোনো কিছু বলার অনুমতি নেই। এটা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে।’

আসিফ মাহমুদ আরও বলেন, ‘এরই মধ্যে আমি নিজেও বলেছি, উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা উচিত না, যদিও আইনগত কোনো বাধ্যবাধকতা এ ক্ষেত্রে নেই। আমি নিজে যেটা বলেছি, আমি নিজে সেটা অবশ্যই প্র্যাকটিস করব। তবে এ বিষয়ে ফারদার কোনো ইনফরমেশন দেওয়ার সুযোগ আমার নেই। এটা প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই আপনাদের জানিয়ে দেওয়া হবে। সে জন্য আপনাদের অপেক্ষা করতে হবে।’

পরে আরেক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা জানান, আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের যে বৈঠক হবে সে বৈঠকে অংশ নেওয়ার আমন্ত্রণ তিনি পেয়েছেন।

এদিকে আসিফ মাহমুদের পাশাপাশি সরকারে থাকা আরেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলমও তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন বলে জানিয়েছে সরকারের একটি সূত্র। বুধবারই তাদের পদত্যাগের কথা রয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে তাদের পদত্যাগপত্র গ্রহণ ও পরে সবাইকে জানানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘সচিবালয় ভাতা’র দাবিতে আন্দোলন: ৫ কর্মকর্তা–কর্মচারী আটক

বাদিউল কবির জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা এবং মোহাম্মদ শাহীন গোলাম রাব্বানী স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা। অন্য তিনজন হচ্ছেন— রোমান গাজী, আবু বেলাল ও কামাল হোসেন, তাদের দুজন অফিস সহায়ক। আটকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার

২ ঘণ্টা আগে

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যা বললেন সিইসি

১২ মিনিটের ভাষণে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে জুলাই-আগস্ট ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে শহীদদের স্মৃতির শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার শান্তির দোয়া করেন তিনি।

৩ ঘণ্টা আগে

নির্বাচনের প্রচারে ২০ দিন সময় পাবেন প্রার্থীরা

এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটারেরাও পোস্টাল ব্যলটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত তিন লাখের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

৪ ঘণ্টা আগে

জোট করলেও নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে: হাইকোর্ট

এর আগে, গত ২৬ নভেম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও স্ব স্ব দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করা হয়। রিটে নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে-এ বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বাতিল চাওয়া হয়।

৪ ঘণ্টা আগে