আমিনুল ইসলাম বুলবুলই বিসিবির নতুন সভাপতি

ক্রীড়া ডেস্ক
আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত

সবার ধারণাই সত্যি হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে অনুমোদন পাওয়া আমিনুল ইসলাম বুলবুলই সংস্থাটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৩০ মে) বিকেলে বিসিবির জরুরি সভায় পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিয়ানক। এ ছাড়া সিনিয়র সহসভাপতি হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম ও সহসভাপতি হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা।

এর মধ্য দিয়ে ১০ মাসেরও কম সময়ের ব্যবধানে বিসিবি সভাপতি পদে দেখা গেল নতুন মুখ। এর গে গত বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ২১ আগস্ট নাজমুল হাসান পাপনের জায়গায় বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছিলেন ফারুক আহমেদ।

আট পরিচালকের অনাস্থায় গতকাল বৃহস্পতিবার (২৯ মে) রাতে ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একইসঙ্গে সংস্থাটি আমিনুল ইসলাম বুলবুলকে নতুন করে কাউন্সিলর মনোনয়ন দেয়। কাউন্সিলর হওয়ার পর এনএসসির মনোনীত পরিচালক হিসেবে বিসিবি পরিচালক হন বুলবুল এবং পরে নির্বাচিত হলেন সভাপতি। বিসিবির ১৬তম বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন তিনি।

বিসিবি ও এনএসসির একাধিক সূত্র জানিয়েছে, অক্টোবরে বিসিবির নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারেন বুলবুল। এরপর নির্বাচনে আর তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী নন। সেটি হলে বিসিবি সভাপতি পদে বুলবুলের মেয়াদ হবে মাত্র চার মাস। এরপর অক্টোবরে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে দেশের ক্রিকেটের নীতিনির্ধারক এই সংস্থাটিতে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নির্বাচনে বিজিবির বিশাল প্রস্তুতি, মাঠে নামছেন ৩৭ হাজার সদস্য

বিজিবি সদর দফতর সূত্র জানায়, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই সারা দেশে ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।

৮ ঘণ্টা আগে

প্রায় ১ লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে এসেছে

১০ ঘণ্টা আগে

অভিবাসন আইন লঙ্ঘন: মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯ দেশের ১৪৭ প্রবাসী আটক

আটককৃতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভারত, পাকিস্তান, নেপাল, থাইল্যান্ড, নাইজেরিয়া ও চীনের নাগরিক রয়েছেন।

১১ ঘণ্টা আগে

বনানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড

আজ সন্ধ্যা ৭টার পর এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় প্রায় ৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

১ দিন আগে