আমিনুল ইসলাম বুলবুলই বিসিবির নতুন সভাপতি

ক্রীড়া ডেস্ক
আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত

সবার ধারণাই সত্যি হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে অনুমোদন পাওয়া আমিনুল ইসলাম বুলবুলই সংস্থাটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৩০ মে) বিকেলে বিসিবির জরুরি সভায় পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিয়ানক। এ ছাড়া সিনিয়র সহসভাপতি হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম ও সহসভাপতি হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা।

এর মধ্য দিয়ে ১০ মাসেরও কম সময়ের ব্যবধানে বিসিবি সভাপতি পদে দেখা গেল নতুন মুখ। এর গে গত বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ২১ আগস্ট নাজমুল হাসান পাপনের জায়গায় বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছিলেন ফারুক আহমেদ।

আট পরিচালকের অনাস্থায় গতকাল বৃহস্পতিবার (২৯ মে) রাতে ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একইসঙ্গে সংস্থাটি আমিনুল ইসলাম বুলবুলকে নতুন করে কাউন্সিলর মনোনয়ন দেয়। কাউন্সিলর হওয়ার পর এনএসসির মনোনীত পরিচালক হিসেবে বিসিবি পরিচালক হন বুলবুল এবং পরে নির্বাচিত হলেন সভাপতি। বিসিবির ১৬তম বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন তিনি।

বিসিবি ও এনএসসির একাধিক সূত্র জানিয়েছে, অক্টোবরে বিসিবির নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারেন বুলবুল। এরপর নির্বাচনে আর তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী নন। সেটি হলে বিসিবি সভাপতি পদে বুলবুলের মেয়াদ হবে মাত্র চার মাস। এরপর অক্টোবরে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে দেশের ক্রিকেটের নীতিনির্ধারক এই সংস্থাটিতে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাড্ডায় ফের যাত্রীবাহী বাসে আগুন

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পোঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

২ ঘণ্টা আগে

বিচারকদের রাজনৈতিক পদলেহন পরিহার করতে হবে: প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্ট সচিবালয় সম্পর্কে প্রধান বিচারপতি বলেন, ‘পৃথক সচিবালয়কে বাস্তবিক অর্থে কার্যকর, জবাবদিহিমূলক ও ফলপ্রসূ প্রতিষ্ঠানে রূপান্তরিত করাই হবে এখনকার প্রধান চ্যালেঞ্জ। এই পথযাত্রার ধারাবাহিকতা অটুট রাখা, প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি করা এবং প্রতিষ্ঠানের গতিশীলতাকে আরও ত্বরান্বিত করার গুরুদায়টি এখন

৩ ঘণ্টা আগে

গুলি চালায় ফয়সাল, বাইক চালায় আলমগীর : ডিএমপি

সংবাদ সম্মেলনে চিহ্নিত দুজনকে গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা চালানোর কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার। তিনি বলেন, ‘তাদের দেশের বাইরে পালিয়ে যাওয়ার কোনো তথ্য নেই। তবে তারা যেন পালিয়ে যেতে না পারে, সেজন্য বিজিবি এবং সব বন্দরকে সতর্ক করা হয়েছে।’

৪ ঘণ্টা আগে

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৫ জন, খুলনা বিভাগে (সিটি করপোর

৪ ঘণ্টা আগে