
বিবিসি বাংলা

বাউল শিল্পীদের ওপর হামলার বিচার ও গ্রেপ্তার বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে আয়োজিত বাউল সমাবেশে হামলার ঘটনা ঘটেছে।
বুধবার দুপুরে শহরের কোর্ট চত্বরের ওই সমাবেশে ‘তৌহিদী জনতার’ নাম দিয়ে একদল ব্যক্তি লাঠিসোটা হাতে মিছিল নিয়ে হামলা চালায়।
মিছিলে তাদের বাউলদের বিরুদ্ধে হিংসাত্মক নানান স্লোগান দিতে দেখা যায়।
মিছিলটি কোর্ট চত্বরে পৌঁছানোর পর অন্তত দুই বাউলশিল্পীকে মারধর করা হয়। একজন বাউলকে লাথি দিয়ে মাটিতে ফেলে দিতেও দেখা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান সাংবাদিকদের কাছে দাবি করেছেন যে, সমাবেশ উপলক্ষ্যে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।
তিনি বলেন, কিন্তু সমাবেশ অনুষ্ঠিত হওয়ার আগেই কোর্ট চত্বর এলাকায় ওই দু’জন বাউল শিল্পীকে মারধর করা হয়।
হামলাকারীদের কাউকে এখনও গ্রেপ্তার করা হননি।
ভুক্তভোগী বাউল শিল্পীদের কাছ থেকে আনুষ্ঠানিক অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি মি. খান।

বাউল শিল্পীদের ওপর হামলার বিচার ও গ্রেপ্তার বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে আয়োজিত বাউল সমাবেশে হামলার ঘটনা ঘটেছে।
বুধবার দুপুরে শহরের কোর্ট চত্বরের ওই সমাবেশে ‘তৌহিদী জনতার’ নাম দিয়ে একদল ব্যক্তি লাঠিসোটা হাতে মিছিল নিয়ে হামলা চালায়।
মিছিলে তাদের বাউলদের বিরুদ্ধে হিংসাত্মক নানান স্লোগান দিতে দেখা যায়।
মিছিলটি কোর্ট চত্বরে পৌঁছানোর পর অন্তত দুই বাউলশিল্পীকে মারধর করা হয়। একজন বাউলকে লাথি দিয়ে মাটিতে ফেলে দিতেও দেখা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান সাংবাদিকদের কাছে দাবি করেছেন যে, সমাবেশ উপলক্ষ্যে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।
তিনি বলেন, কিন্তু সমাবেশ অনুষ্ঠিত হওয়ার আগেই কোর্ট চত্বর এলাকায় ওই দু’জন বাউল শিল্পীকে মারধর করা হয়।
হামলাকারীদের কাউকে এখনও গ্রেপ্তার করা হননি।
ভুক্তভোগী বাউল শিল্পীদের কাছ থেকে আনুষ্ঠানিক অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি মি. খান।

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। একটি বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মায়ের মরদেহ এবং একই ঘরের বিছানা থেকে দুই শিশুর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মাঝিড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা স্থানীয়দের মনে শোকের ছায়া নেমেছে।
১ দিন আগে
এই ৩৫ জনের জামিনের কাগজপত্র সোমবার দুপুরে কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে সন্ধ্যায় তাদের মুক্তি দেওয়া হয়। সংশ্লিষ্ট কারাগারের জেল সুপাররা এসব তথ্য নিশ্চিত করেছেন।
২ দিন আগে
স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে চারতলা ভবনটির একেবারে ওপরের তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে কম্বলের গুদাম রয়েছে। গুদাম বন্ধ ছিল এবং ভবনে কেউ আটকা পড়েনি।
২ দিন আগে
ক্যাব সভাপতি বলেন, খোলা ভোজ্যতেল ভোক্তার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্যের একটি। এতে ভেজাল, নিম্নমান ও নকল তেল মেশানোর প্রবণতা ক্রমেই বাড়ছে। তিনি জানান, শুধু সরকারি সংস্থার ওপর দায়িত্ব চাপিয়ে দিলে হবে না; ক্যাবকে মাঠপর্যায়ে মনিটরিং ও জনসচেতনতায় আরও সক্রিয় হতে হবে।
২ দিন আগে