
রাজশাহী ব্যুরো

রাজশাহীর পদ্মা নদীর চরে দেখা মিলেছে এক মিঠাপানির কুমিরের—এমনই দাবি করেছেন এক আলোকচিত্রী দম্পতি। তবে বন বিভাগের কর্মকর্তারা বলছেন, তারা বিষয়টি জানেন না এবং পদ্মায় কুমির থাকার সম্ভাবনাও খুবই কম।
গত বৃহস্পতিবার সকালে রাজশাহীর ষাটবিঘা চরে পাখির ছবি তুলতে গিয়ে কুমিরটি দেখতে পান আলোকচিত্রী দম্পতি ইমরুল কায়েস ও উম্মে খাদিজা ইভা। তারা ড্রোন ও ক্যামেরায় প্রাণীটির ছবি ও ভিডিও ধারণ করেন। দম্পতির দাবি, ছবিটি পদ্মা নদীর টি-বাঁধের উল্টো দিক থেকে তোলা।
ইমরুল কায়েস বলেন, “আমরা সকালে পাখির ছবি তুলছিলাম। হঠাৎ দেখি পানির ধারে বড়সড় কিছু একটা নড়ছে। ড্রোন দিয়ে জুম করে দেখি, এটা কুমির। পরে কিছুক্ষণ ভিডিও ধারণ করি।”
শুধু ওই দম্পতিই নন, গরু চরাতে গিয়ে একইদিন দুপুরে রাজশাহীর ষাটবিঘা চরের রাজু আহাম্মেদ প্রথম কুমিরটি দেখতে পান। তিনি জানান, কুমিরটি চরে উঠে এসেছিল। পানি থেকে তিন-চার হাত দূরে। তিনি তখন মুঠোফোনে গান শুনছিলেন। গান বন্ধ করে ছবি তুলতে গেলেই কুমিরটি পানিতে নেমে যায়। অনেকক্ষণ পর নিশ্বাস নেওয়ার জন্য একবার শুধু মুখ বের করেছিল। বন বিভাগের কর্মী সোহেল রানার সঙ্গে পরিচয় থাকায় তিনি তাঁকে ফোন করে এই খবর দেন। এরপর রাজশাহী বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্য প্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির ফোন করেন ইমরুল কায়েসকে।
কায়েস ও খাদিজা দম্পতি থাকেন রাজশাহী শহরের কাজীহাটা এলাকায়। পদ্মা নদী তাদের খুব চেনা জায়গা। সেদিন তারা বের হয়েছিলেন লাল মুনিয়ার ছবি তুলতে।
খাদিজা বলেন, ‘রোদের তাপে ক্লান্ত হয়ে ঘাটের দোকানে বসেছিলাম। ঠিক তখনই বন বিভাগের ফোন এলো। ঘুম উড়ে গেল। কুমিরের খোঁজে বেরিয়ে পড়লাম। ভারতের সীমান্তঘেঁষা এলাকায় রাজুর বাড়ি। রাজুকে সঙ্গে নিয়ে অনেক খোঁজ করেও কুমির দেখা গেল না। ঠিক তখনই কায়েস ড্রোন উড়ালেন। প্রথমে কিছু দেখা গেল না। একটু পর হঠাৎ কায়েস চিৎকার করে উঠলেন, ‘পাগলি, কুমির!’ দুজন ছুটে গেলাম সেই দিকে।
খাদিজার ভাষায়, ‘জীবনে প্রথমবার প্রকৃতিতে কুমির দেখলাম! কায়েস ভিডিও করছিলেন, আমি ছবি তুলছিলাম। মুহূর্তটা ছিল অবিশ্বাস্য।’
এদিকে, এই খবরে রাজশাহীজুড়ে কৌতূহল ছড়িয়ে পড়ে। অনেকেই পদ্মার পাড়ে ভিড় জমান কুমিরটি দেখার আশায়। তবে এরপর আর প্রাণীটিকে কেউ চোখে দেখেননি।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, “পদ্মায় কুমির দেখার বিষয়টি আমাদের জানা নেই। এখানে কুমির থাকার সম্ভাবনাও খুব কম। তবে ঘড়িয়াল দেখা যেতে পারে, কারণ পদ্মা ও যমুনা নদীতে ঘড়িয়াল পাওয়া যায়।”
বিশেষজ্ঞরা বলছেন, ছবিতে দেখা প্রাণীটি হয়তো ভারতের চাম্বুল নদী থেকে ভেসে আসা বয়স্ক মিঠাপানির কুমির হতে পারে। ২০১৫ সালে আন্তর্জাতিক প্রকৃতি ও সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) বাংলাদেশে মিঠাপানির কুমিরকে বিলুপ্ত ঘোষণা করে।
আইইউসিএনের মুখ্য গবেষক এ বি এম সারোয়ার আলম (সীমান্ত দীপু) বলেন, “২০১৫ সালে আমরা মিঠাপানির কুমিরকে বাংলাদেশে বিলুপ্ত ঘোষণা করেছি। এরপর পাবনায় একটি কুমির ধরা পড়ে, আরও দুটি দেশের অন্য এলাকায় দেখা যায়। সেগুলো এখন সুন্দরবনের করমজল বন্যপ্রাণী কেন্দ্রে সংরক্ষিত রয়েছে।”
তিনি আরও বলেন, “রাজশাহীর পদ্মায় যে কুমির দেখা গেছে বলে দাবি করা হচ্ছে, সেটি বাংলাদেশের প্রকৃতিতে জন্ম নেওয়া কুমির না হওয়ার সম্ভাবনাই বেশি। ভারতের চাম্বুল নদী থেকে আসতে পারে।”

রাজশাহীর পদ্মা নদীর চরে দেখা মিলেছে এক মিঠাপানির কুমিরের—এমনই দাবি করেছেন এক আলোকচিত্রী দম্পতি। তবে বন বিভাগের কর্মকর্তারা বলছেন, তারা বিষয়টি জানেন না এবং পদ্মায় কুমির থাকার সম্ভাবনাও খুবই কম।
গত বৃহস্পতিবার সকালে রাজশাহীর ষাটবিঘা চরে পাখির ছবি তুলতে গিয়ে কুমিরটি দেখতে পান আলোকচিত্রী দম্পতি ইমরুল কায়েস ও উম্মে খাদিজা ইভা। তারা ড্রোন ও ক্যামেরায় প্রাণীটির ছবি ও ভিডিও ধারণ করেন। দম্পতির দাবি, ছবিটি পদ্মা নদীর টি-বাঁধের উল্টো দিক থেকে তোলা।
ইমরুল কায়েস বলেন, “আমরা সকালে পাখির ছবি তুলছিলাম। হঠাৎ দেখি পানির ধারে বড়সড় কিছু একটা নড়ছে। ড্রোন দিয়ে জুম করে দেখি, এটা কুমির। পরে কিছুক্ষণ ভিডিও ধারণ করি।”
শুধু ওই দম্পতিই নন, গরু চরাতে গিয়ে একইদিন দুপুরে রাজশাহীর ষাটবিঘা চরের রাজু আহাম্মেদ প্রথম কুমিরটি দেখতে পান। তিনি জানান, কুমিরটি চরে উঠে এসেছিল। পানি থেকে তিন-চার হাত দূরে। তিনি তখন মুঠোফোনে গান শুনছিলেন। গান বন্ধ করে ছবি তুলতে গেলেই কুমিরটি পানিতে নেমে যায়। অনেকক্ষণ পর নিশ্বাস নেওয়ার জন্য একবার শুধু মুখ বের করেছিল। বন বিভাগের কর্মী সোহেল রানার সঙ্গে পরিচয় থাকায় তিনি তাঁকে ফোন করে এই খবর দেন। এরপর রাজশাহী বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্য প্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির ফোন করেন ইমরুল কায়েসকে।
কায়েস ও খাদিজা দম্পতি থাকেন রাজশাহী শহরের কাজীহাটা এলাকায়। পদ্মা নদী তাদের খুব চেনা জায়গা। সেদিন তারা বের হয়েছিলেন লাল মুনিয়ার ছবি তুলতে।
খাদিজা বলেন, ‘রোদের তাপে ক্লান্ত হয়ে ঘাটের দোকানে বসেছিলাম। ঠিক তখনই বন বিভাগের ফোন এলো। ঘুম উড়ে গেল। কুমিরের খোঁজে বেরিয়ে পড়লাম। ভারতের সীমান্তঘেঁষা এলাকায় রাজুর বাড়ি। রাজুকে সঙ্গে নিয়ে অনেক খোঁজ করেও কুমির দেখা গেল না। ঠিক তখনই কায়েস ড্রোন উড়ালেন। প্রথমে কিছু দেখা গেল না। একটু পর হঠাৎ কায়েস চিৎকার করে উঠলেন, ‘পাগলি, কুমির!’ দুজন ছুটে গেলাম সেই দিকে।
খাদিজার ভাষায়, ‘জীবনে প্রথমবার প্রকৃতিতে কুমির দেখলাম! কায়েস ভিডিও করছিলেন, আমি ছবি তুলছিলাম। মুহূর্তটা ছিল অবিশ্বাস্য।’
এদিকে, এই খবরে রাজশাহীজুড়ে কৌতূহল ছড়িয়ে পড়ে। অনেকেই পদ্মার পাড়ে ভিড় জমান কুমিরটি দেখার আশায়। তবে এরপর আর প্রাণীটিকে কেউ চোখে দেখেননি।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, “পদ্মায় কুমির দেখার বিষয়টি আমাদের জানা নেই। এখানে কুমির থাকার সম্ভাবনাও খুব কম। তবে ঘড়িয়াল দেখা যেতে পারে, কারণ পদ্মা ও যমুনা নদীতে ঘড়িয়াল পাওয়া যায়।”
বিশেষজ্ঞরা বলছেন, ছবিতে দেখা প্রাণীটি হয়তো ভারতের চাম্বুল নদী থেকে ভেসে আসা বয়স্ক মিঠাপানির কুমির হতে পারে। ২০১৫ সালে আন্তর্জাতিক প্রকৃতি ও সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) বাংলাদেশে মিঠাপানির কুমিরকে বিলুপ্ত ঘোষণা করে।
আইইউসিএনের মুখ্য গবেষক এ বি এম সারোয়ার আলম (সীমান্ত দীপু) বলেন, “২০১৫ সালে আমরা মিঠাপানির কুমিরকে বাংলাদেশে বিলুপ্ত ঘোষণা করেছি। এরপর পাবনায় একটি কুমির ধরা পড়ে, আরও দুটি দেশের অন্য এলাকায় দেখা যায়। সেগুলো এখন সুন্দরবনের করমজল বন্যপ্রাণী কেন্দ্রে সংরক্ষিত রয়েছে।”
তিনি আরও বলেন, “রাজশাহীর পদ্মায় যে কুমির দেখা গেছে বলে দাবি করা হচ্ছে, সেটি বাংলাদেশের প্রকৃতিতে জন্ম নেওয়া কুমির না হওয়ার সম্ভাবনাই বেশি। ভারতের চাম্বুল নদী থেকে আসতে পারে।”

শরীয়তপুরের ডামুড্যায় অটোরিকশার ইলেকট্রিক মোটরে ওড়না পেঁচিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে নাসিমা বেগম (৩২) নামে এক পোশাকশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় ডামুড্যা–শরীয়তপুর সদর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
১৩ ঘণ্টা আগে
নাশকতার পরিকল্পনা ও গত ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলায় নেত্রকোণায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আট নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা শহর ছাড়াও বারহাট্টা উপজেলার বিভিন্ন স্থান থেকে রোববার রাতে এ গ্রেপ্তার অভিযান চালানো হয়।
১৩ ঘণ্টা আগে
পুলিশ হেফাজতে থাকা প্রধান অভিযুক্তের বক্তব্য গণমাধ্যমে প্রচার হওয়া অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় জানিয়ে তারা বলেন, এতে তদন্তের স্বচ্ছতা ও বিচারপ্রক্রিয়া নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
১৪ ঘণ্টা আগে
আওয়ামী লীগের ডাকা শাটডাউন রাজশাহীর জনজীবনে কোনো প্রভাব ফেলতে পারেনি। নগরী ও জেলাজুড়ে যান চলাচল ছিল স্বাভাবিক। সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান যথারীতি চালু ছিল। সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমেও কোনো বিঘ্ন লক্ষ্য করা যায়নি।
১৪ ঘণ্টা আগে