রাজশাহীতে ভুয়া সিআইডি অফিসার গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে ভুয়া পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর কোর্ট বুলনপুর ঢালুর মোড় এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।

আজ শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার যুবকের নাম কাওসার হোসেন তমাল (২৫)। তিনি রাজশাহী নগরীর কর্ণহার থানার দারুশা গ্রামের মো. কামরুজ্জামানের ছেলে।

পুলিশ জানায়, নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ভবানীনগর এলাকার বাসিন্দা নাসরিন জাহান (২৫) গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কাওসার হোসেন নামের ওই যুবকের সঙ্গে পরিচিত হন। পরদিন শুক্রবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে রাজশাহী চিড়িয়াখানার গেটের সামনে তাদের সাক্ষাৎ হয়। এ সময় অভিযুক্ত নিজেকে “সিআইডির এসআই” পরিচয় দিয়ে বিশ্বাস অর্জনের চেষ্টা করেন। ওই সময় নাসরিন জাহানের খালাতো বোন মাকামুম মাহমুদা দ্যুতিও সেখানে উপস্থিত ছিলেন।

পরবর্তীতে তারা কোর্ট বুলনপুর ঢালুর মোড়ে একটি চায়ের দোকানে বসে কথাবার্তা বলার সময় অভিযুক্তের কথাবার্তা ও আচরণে সন্দেহ সৃষ্টি হয়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মুখে অভিযুক্ত আবারও নিজেকে সিআইডির এসআই এবং ৪৯তম বিসিএস ক্যাডার বলে দাবি করেন।

তবে বাদী ও স্থানীয়দের চাপের মুখে একপর্যায়ে অভিযুক্ত নিজের ভুয়া পরিচয়ের বিষয়টি স্বীকার করেন। এরপর ভুক্তভোগী নাসরিন জাহান সাক্ষী ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর রাজপাড়া থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত কাওসার হোসেন তমালকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পরে গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

জামিনে মুক্ত সেই বৈষম্যবিরোধী নেতা

জামিনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফুল তালুকদার।

২০ ঘণ্টা আগে

লক্ষ্মীপুরে যাত্রীবেশে ব্যবসায়ীর মুখ বেঁধে ৩০ ভরি সোনা ছিনতাই

ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, এই ছিনতাইয়ের সঙ্গে যাত্রীবেশে থাকা এক নারী ও পুরুষের পাশাপাশি অটোরিকশা চালকও জড়িত ছিলেন। ভুক্তভোগী শুভ কমলনগর উপজেলার হাজির হাট বাজারের ওয়েলকাম জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী।

১ দিন আগে

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

খবর পেয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা এবং কী উদ্দেশে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ।

১ দিন আগে

ওসিকে হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী নেতা গ্রেপ্তার

চিঠিতে আরো বলা হয়, ‘আপনি কেন এ ধরনের বক্তব্য প্রদান করেছেন, তার সুস্পষ্ট ব্যাখ্যা এবং আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আপনার লিখিত জবাব আগামী ২৪ ঘণ্টার মধ্যে দপ্তরের মাধ্যমে সভাপতি রিফাত রশিদ বরাবর উপস্থাপন করার জন্য নির্দেশ প্রদান করা হলো। পাশাপাশি পরবর্তী নির্

২ দিন আগে