বিচারকের ছেলেকে হত্যা: আসামি ৫ দিনের রিমান্ডে

রাজশাহী ব্যুরো
আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ১৮: ২০

রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওশিফ রহমান সুমনকে (১৮) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা দায়ের হওয়া মামলার একমাত্র আসামি লিমন মিয়াকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. মামুনুর রশিদ এ রিমান্ড মঞ্জুর করেন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার তদন্ত কর্মকর্তা রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

তিনি আরও জানান, আসামি লিমন মিয়া হামলার সময় ধস্তাধস্তিতে আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে হাসপাতাল ত্যাগের অনুমতি দেন। পরে তাকে আদালতে হাজির করা হয় এবং দুপুর ২টায় আদালতে তোলা হয়। এরপর রিমান্ড শেষে তাকে রাজপাড়া থানায় নেওয়া হয়েছে, সেখানে তদন্তকারীরা হত্যাকাণ্ড ও হত্যাচেষ্টার ঘটনায় বিস্তারিত জিজ্ঞাসাবাদ করবেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী তাওশিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে। শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের মর্গে তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা গেছেন বলে প্রাথমিক ময়নাতদন্তে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ফরেনসিক বিশেষজ্ঞরা। চিকিৎসকরা বলেন, ধারালো ও চোখা অস্ত্রের আঘাতে শরীরের তিনটি স্থানে রক্তনালি ছিঁড়ে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ ঘটে। এতে বিচারকের ছেলের মৃত্যু হয়। এদিকে, একই ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসীও (৪৪) গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার ঘটনায় জড়িত লিমন মিয়াকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। ঘটনার সময় ধস্তাধস্তিতে আহত হওয়ায় তিনিও চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার তাকে একমাত্র আসামি করে নিজে বাদী হয়ে রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন বিচারক মোহাম্মদ আব্দুর রহমান। এজাহারে উল্লেখ করা হয়েছে, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

আসামির বক্তব্য প্রচারের ব্যাখ্যা দিতে আরএমপি কমিশনারকে আদালতে তলব

নোটিশে আরও বলা হয়, পুলিশ হেফাজতে থাকা আসামিকে মিডিয়ার সামনে এনে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় কেন আরএমপি কমিশনার আবু সুফিয়ানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না— সে ব্যাখ্যা দিতে তাকে সশরীরে আদালতে হাজির হতে হবে।

৫ ঘণ্টা আগে

সতর্ক থাকুন, বিভেদ ছড়িয়ে একটি দল ফায়দা নিতে চায়: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, একটি দল বিএনপিতে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। এর মাধ্যমে তারা ফায়দা নিতে চায়। নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে—দলে কোনো ধরনের দ্বন্দ্ব বা বিভাজন হতে দেওয়া যাবে না।

৫ ঘণ্টা আগে

পার্কিংয়ে থাকা মিনিবাসে আগুন

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—যান্ত্রিক গোলযোগ বা অন্যান্য কোনো ত্রুটির কারণে আগুন লাগতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

৭ ঘণ্টা আগে

গলাকাটা দম্পতি উদ্ধার: স্ত্রী নিহত, সংকটাপন্ন স্বামী

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো বিষয় নিয়ে মতবিরোধের জেরে প্রথমে স্বামী এমরান ধারালো দা দিয়ে স্ত্রী রহিমাকে গলা কেটে হত্যা করেন। এরপর তিনি একই দা ব্যবহার করে নিজেও গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন।

৮ ঘণ্টা আগে