ভোলায় ছাত্রলীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

ভোলা প্রতিনিধি
নিহত মো. সাইফুল্লাহ আরিফ। ছবি: সংগৃহীত

ভোলার সদর উপজেলায় ছাত্রলীগ নেতা মো. সাইফুল্লাহ আরিফের (৩০) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সকালে তার বসতঘরের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আরিফ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ভোলা সদর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ছিলেন। সে ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মসজিদে নববীসংলগ্ন এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক মো. বশিরউদ্দিনের ছেলে।

নিহতের বাবা বশিরউদ্দিন বলেন, ‘শুক্রবার রাতে আরিফ নিজ কক্ষে ঘুমিয়ে ছিল। ভোরে ফজরের নামাজ পড়তে বের হয়ে দেখি বাসার গেটের সামনে রক্তাক্ত অবস্থায় ওর মরদেহ পড়ে আছে। আমার একমাত্র ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকারের নেতৃত্বে থানা ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বন্ধ ঘোষণা শ্রীপুরের এএ নিট স্পিনিং, শ্রমিকদের বিক্ষোভ

কারখানার ব্যবস্থাপকরা বলছেন, কারখানার কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক বহিরাগতদের সঙ্গে নিয়ে অবৈধ দাবি, বেআইনি ধর্মঘট, কারখানার বাইরে ও ভেতরে দাঙ্গা-হাঙ্গামা করে বিভিন্ন আসবাবপত্র, মেশিন ও মূল্যবান সামগ্রী ভাঙচুর করেছে এবং কর্মকর্তাদের জীবন নাশের হুমকি দিয়েছে। এ কারণে কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শ্রমিকরা

২১ ঘণ্টা আগে

হবিগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত অন্তত ২০

হবিগঞ্জের মাধবপুরে মাজার জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে বাদল মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

১ দিন আগে

রাতভর ড্যাফোডিল-সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। সেইসঙ্গে অগ্নিসংযোগ করার ঘটনাও ঘটেছে।

১ দিন আগে

রাকসুর নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ

দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা আজ রবিবার (২৬ অক্টোবর) শপথ নিয়েছেন। বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এ শপথ অনুষ্ঠানে উপাচার্য ও রাকসু সভাপতি অধ্যাপক সালেহ হাসান নকীব নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান।

২ দিন আগে