
নড়াইল প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া প্রার্থীদের মধ্যে পরিবর্তন এনেছে বিএনপি। সেই সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের কয়েকটি আসন ছেড়ে দিয়েছে দলটি। ফলে দলের বেশ কয়েকজন হেভিওয়েট নেতা বাদ পড়েছেন। তাদের মধ্যে রয়েছেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম। তিনি নড়াইল-২ আসন থেকে প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন। পরে এই আসনে তার পরিবর্তে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও জাতীয়তাবাদী সমমনা জোটের চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের নাম ঘোষণা করা হয়। এতে ক্ষুব্ধ হন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
স্থানীয় নেতারা জানান, মনিরুল ইসলামকে বাদ দেওয়ার প্রতিবাদে নানা কর্মসূচি পালন করছে তার অনুসারীরা। এর মধ্যে আজ রোববার বিকেলে নড়াইলের মালিবাগ নামক এলাকায় প্রতিবাদ সমাবেশ করে তারা মনিরুল ইসলামের মনোনয়ন পুর্নবহালের দাবি জানান। সেই সঙ্গে ড. ফরিদুজ্জামানকে অবাঞ্চিত ঘোষণা করেন তারা। প্রতিবাদ কর্মসূচিতে তারা ‘ঘর গোছালো মনিরুল,মনোনয়ন পেল ভুয়ারুল’, ‘দলের বাইরে মনোনয়ন মানি না-মানবো না’, ‘জেল খাটলো মনিরুল, মনোনয়ন পায় ভুয়ারুল’, ‘ভুয়া-ভুয়া, ফরহাদ তুমি ভুয়া’, ‘অচেনা মানুষকে,ভোট দেব না ভোট দেব ন ‘ ইত্যাদি স্লোগান দেন।
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলে জেলখাটা কর্মীদের পরিবার বাঁচাতে টাকা-পয়সা দিয়ে সহায়তা করলো মনিরুল, দলের সব অনুষ্ঠানের খরচ বহন করে মনিরুল,বাড়ি-ঘর ভাঙচুর-লুটপাট হলো মনিরুলের। এত কিছু করার পরও তাকে মনোনয়ন দেওয়া হলো না। এ কেমন বিচার!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া প্রার্থীদের মধ্যে পরিবর্তন এনেছে বিএনপি। সেই সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের কয়েকটি আসন ছেড়ে দিয়েছে দলটি। ফলে দলের বেশ কয়েকজন হেভিওয়েট নেতা বাদ পড়েছেন। তাদের মধ্যে রয়েছেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম। তিনি নড়াইল-২ আসন থেকে প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন। পরে এই আসনে তার পরিবর্তে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও জাতীয়তাবাদী সমমনা জোটের চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের নাম ঘোষণা করা হয়। এতে ক্ষুব্ধ হন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
স্থানীয় নেতারা জানান, মনিরুল ইসলামকে বাদ দেওয়ার প্রতিবাদে নানা কর্মসূচি পালন করছে তার অনুসারীরা। এর মধ্যে আজ রোববার বিকেলে নড়াইলের মালিবাগ নামক এলাকায় প্রতিবাদ সমাবেশ করে তারা মনিরুল ইসলামের মনোনয়ন পুর্নবহালের দাবি জানান। সেই সঙ্গে ড. ফরিদুজ্জামানকে অবাঞ্চিত ঘোষণা করেন তারা। প্রতিবাদ কর্মসূচিতে তারা ‘ঘর গোছালো মনিরুল,মনোনয়ন পেল ভুয়ারুল’, ‘দলের বাইরে মনোনয়ন মানি না-মানবো না’, ‘জেল খাটলো মনিরুল, মনোনয়ন পায় ভুয়ারুল’, ‘ভুয়া-ভুয়া, ফরহাদ তুমি ভুয়া’, ‘অচেনা মানুষকে,ভোট দেব না ভোট দেব ন ‘ ইত্যাদি স্লোগান দেন।
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলে জেলখাটা কর্মীদের পরিবার বাঁচাতে টাকা-পয়সা দিয়ে সহায়তা করলো মনিরুল, দলের সব অনুষ্ঠানের খরচ বহন করে মনিরুল,বাড়ি-ঘর ভাঙচুর-লুটপাট হলো মনিরুলের। এত কিছু করার পরও তাকে মনোনয়ন দেওয়া হলো না। এ কেমন বিচার!

রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারিছি জানান, এবারও পাওয়া গেছে বিদেশি মুদ্রা। রয়েছে সোনা ও রূপার অলঙ্কার। সবকিছু গুনে, সাজিয়ে শেষ করে পাওয়া গিয়েছে ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। দানবাক্সে পাওয়া গেছে অনেক চিঠিও। কেউ চাকরির জন্য দোয়া চেয়েছে। কেউ সুস্থতার জন্য। কেউ আবার সন্তানের সাফল্যের জন্য লিখ
১ দিন আগে
রাজশাহীতে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ শনিবার বিকেলে নগরীর তালাইমারি মোড়ে শিক্ষার্থীরা দুটি দলে বিভক্ত হয়ে পৃথকভাবে এই কর্মসূচি পালন করেন।
১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে মনোনয়ন ফরম নিয়েছেন বিএনপির প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর স্ত্রী হাসিনা খান চৌধুরী ও ছেলে নাসের খান চৌধুরী।
১ দিন আগে
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে যাত্রী পরিবহনের জন্য ঘাটে নোঙর করা অবস্থায় জাহাজটিতে হঠাৎ আগুন লাগে। নিহত নুর কামাল (৩৫) জাহাজের কর্মচারী ছিলেন। অগ্নিকাণ্ডের সময় তিনি জাহাজের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
১ দিন আগে