নড়াইলে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা

নড়াইল প্রতিনিধি

২০১৮ সালে ধানের শীষ প্রতীক নিয়ে নড়াইল-১ আসন থেকে দ্বাদশ জাতীয় নির্বাচন করেছিলেন বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব) এস এম সাজ্জাদ হোসেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তিনি।

এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়েছেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য বিশ্বাস জাহাঙ্গীর হোসেন।

কালিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন, একটি পৌরসভা এবং নড়াইল সদরের পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত সংসদীয় নড়াইল-১ আসন । হালনাগাদ ভোটার যুক্ত না হওয়ায় এই আসনের ভোটার সংখ্যা ২ লাখ ১৭ হাজার ৭১৭ জন।

এস এম সাজ্জাদ হোসেন কালিয়া উপজেলার পিড়লী ইউনিয়নের খড়রিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা বজলার রহমান সিকদারের ছেলে।

জানতে চাইলে এস এম সাজ্জাদ হোসেন বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার পরিবারে মোট পাঁচ জন সরকারি গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা রয়েছে ।

তিনি দাবি করেন, নির্বাচনী প্রচারণাসহ গণসংযোগে জনসাধারণের মধ্যে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন। দেশ স্বাধীনের পর থেকে যতগুলো জাতীয় নির্বাচন হয়েছে নড়াইল-১ আসনে যোগ্য সংসদ প্রার্থী হয়ে তেমন কেউ উন্নয়নের স্বাক্ষর রাখতে পারেনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের দোয়া-আর্শীবাদে নির্বাচনে জয়ী হলে আমার ৩০ বছরের সামরিক বাহিনী এবং দেশ-বিদেশে জাতিসংঘের অধীনে চাকরির অভিজ্ঞতাসহ সব কিছুর সমন্বয়ে এলাকার জনগণের উন্নয়নে বলিষ্ট ভূমিকা রাখতে সক্ষম হবো বলে করি।

তিনি আরো বলেন,আমি এলাকার শিক্ষিত বেকার যুবকদের সরকারি কর্মসংস্থানের সুযোগ, এলাকার রাস্তা-ঘাট,কালভার্ট,সেতু নির্মাণ এবং চিকিৎসাসেবাসহ সার্বিক উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রেখে চলেছি। এলাকার মানুষ আমাকে ভালোবাসে। তাদের সমর্থনে আমি নির্বাচনে নেমেছি। জনগণ আমাকে ভোট দেবে বলে আশা করি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

শিবচরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১০

হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

১ দিন আগে

শীতে কাঁপছে কুড়িগ্রাম, ১২ ডিগ্রিতে নামল তাপমাত্রা

২ দিন আগে

কক্সবাজারে ভূমিকম্প, উৎস মিয়ানমারে

আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও ইউনাইটেড স্টেটস জিওলজিকাল সার্ভে (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৯। উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের নাচুয়াংয়ে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০৬.৮ কিলোমিটার গভীরে।

২ দিন আগে

প্রাথমিক শিক্ষা কার্যালয়ের দেওয়া প্রশ্নপত্র কিন্ডারগার্টেনে বিক্রির অভিযোগ

তাঁদের কয়েকজন নিজেদের নাম ও পরিচয় প্রকাশ না করার শর্তে জানান, আগে নিজেরাই প্রশ্নপত্র প্রণয়ন করে নিজ নিজ কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের পরীক্ষা নিতেন। কিন্তু এবার উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের একজন কর্মকর্তা (নাম প্রকাশ করেননি) শিক্ষা অফিস থেকে প্রশ্নপত্র কেনার নির্দেশ দেন। যেসব কিন্ডারগার্টেন প্

২ দিন আগে