ঢাকা-৩: স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা নাজিম উদ্দিন মাস্টারের মনোনয়ন বাতিল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
নাজিম উদ্দিন মাস্টার। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আজ ঢাকা-৩ (কেরানীগঞ্জ) আসনে বড় ধরনের ধাক্কা খেলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দিন মাস্টার। শনিবার (৩ জানুয়ারি) সকালে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তা জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের জন্য নির্বাচনি এলাকার ১ শতাংশ ভোটারের যে সমর্থনসূচক স্বাক্ষর জমা দিতে হয়, তা সরেজমিনে যাচাই করতে গিয়ে গরমিল পাওয়া গেছে। এ ছাড়া হলফনামায় সম্পদের তথ্যেও অসামঞ্জস্য থাকায় নাজিম উদ্দিন মাস্টারের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়েছে।

কেরানীগঞ্জের রাজনীতিতে প্রভাবশালী নাজিম উদ্দিন মাস্টার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত এবং বর্তমানে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে রয়েছেন। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে নেমেছিলেন।

তার মনোনয়নপত্র বাতিলের খবরে নির্বাচনি এলাকার সমীকরণে বড় পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। তবে নাজিম উদ্দিন মাস্টারের আইনজীবীরা জানিয়েছেন, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন এবং ন্যায়বিচার পাবেন বলে আশাবাদী।

নাজিম উদ্দিন মাস্টারের মনোনয়নপত্র বাতিল হলেও এই আসনে বিএনপির মনোনীত মূল প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

জামিনে মুক্ত সেই বৈষম্যবিরোধী নেতা

জামিনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফুল তালুকদার।

২০ ঘণ্টা আগে

লক্ষ্মীপুরে যাত্রীবেশে ব্যবসায়ীর মুখ বেঁধে ৩০ ভরি সোনা ছিনতাই

ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, এই ছিনতাইয়ের সঙ্গে যাত্রীবেশে থাকা এক নারী ও পুরুষের পাশাপাশি অটোরিকশা চালকও জড়িত ছিলেন। ভুক্তভোগী শুভ কমলনগর উপজেলার হাজির হাট বাজারের ওয়েলকাম জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী।

১ দিন আগে

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

খবর পেয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা এবং কী উদ্দেশে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ।

১ দিন আগে

ওসিকে হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী নেতা গ্রেপ্তার

চিঠিতে আরো বলা হয়, ‘আপনি কেন এ ধরনের বক্তব্য প্রদান করেছেন, তার সুস্পষ্ট ব্যাখ্যা এবং আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আপনার লিখিত জবাব আগামী ২৪ ঘণ্টার মধ্যে দপ্তরের মাধ্যমে সভাপতি রিফাত রশিদ বরাবর উপস্থাপন করার জন্য নির্দেশ প্রদান করা হলো। পাশাপাশি পরবর্তী নির্

২ দিন আগে