লক্ষ্মীপুরে ২ আসনে প্রার্থী দেয়নি বিএনপি, সেলিম-তানিয়া রবের জন্য ছাড়?

লক্ষ্মীপুর প্রতিনিধি
শাহাদাত হোসেন সেলিম (বাঁয়ে) ও তানিয়া রব (ডানে)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। এর মধ্যে লক্ষ্মীপুরের চারটি আসনের মধ্যে দুটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, বাকি দুটি আসনে এখন পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মূলত শরিক দলগুলোর সঙ্গে ভাগাভাগির জন্যই এ দুই আসনে প্রার্থী দেয়নি বিএনপি। দুটি আসনের মধ্যে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনটি বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনটি যুগপৎ আন্দোলনের শরিক জেএসডির তানিয়া রবের জন্য খালি রাখা হয়েছে।

এর আগে সবশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ছিলেন শাহাদাত হোসেন সেলিম। অন্যদিকে লক্ষ্মীপুর-৪ আসনে প্রার্থী ছিলেন জেএসডির আ স ম আবদুর রব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আ স ম আবদুর রবের বদলে তার স্ত্রী তানিয়া রব ভোট করতে পারেন।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে বিএনপি। পরে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করলেও ৬৩টি আসন উন্মুক্ত রাখা হয়েছে। মির্জা ফখরুল জানিয়েছেন, বিএনপির সঙ্গে দীর্ঘ দিন ধরে যারা যুগপৎ আন্দোলন করে আসছে, তাদের জন্য কিছু আসন ছেড়ে দেওয়া হবে। ইসলামি দলগুলো বিএনপির কাছে চাইলে তাদেরও কিছু আসন দেওয়া হতে পারে।

বিএনপি মহাসচিব বলেন, সোমবার ঘোষিত তালিকাটি চূড়ান্ত নয়, প্রাথমিক একটি তালিকা। এই তালিকাতে সংযোজন-বিয়োজন বা পরিবর্তন আসতে পারে। তবে এখন চূড়ান্ত না হলেও আপাতত এটিই বিএনপির সবচেয়ে ‘অ্যাপ্রোপ্রিয়েট’ তালিকা।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক প্রতিমন্ত্রী ও মেয়রের বাড়িতে আগুন

ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও দুটি বাড়ির আসবাবপত্রসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

২১ ঘণ্টা আগে

এনসিপি প্রার্থী হান্নান মাসউদকে হত্যার হুমকি

আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘এ ধরনের হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং উদ্বেগজনক। বিষয়টি আমি ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেছি। আমি আশা করি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

১ দিন আগে

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহীতে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১ দিন আগে

রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে পুলিশ-র‌্যাব-সেনা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় রাজধানীর বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনার পর থেকে রাজধানীজুড়ে অনেকটাই থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

১ দিন আগে