কিশোরগঞ্জ-৪

আ.লীগের ঘাঁটি দখলে নিতে তৎপর বিএনপি-জামায়াত

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১১: ১৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে ডজনখানেক প্রার্থী মাঠে নেমেছেন। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি দখলের লক্ষ্যে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ স্বতন্ত্র প্রার্থীরা সভা-সমাবেশ, সামাজিক অনুষ্ঠান এবং ব্যানার-পোস্টারে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন। এর মধ্যে কেবল বিএনপি থেকেই আধা ডজনেরও বেশি প্রার্থী নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ শাহীন রেজা চৌধুরী। তিনি স্বতন্ত্র প্রার্থী।

কিশোরগঞ্জ-৪ আসনটি মূলত অ্যাডভোকেট আব্দুল হামিদের ঘাঁটি হিসেবে পরিচিত। তিনি রাষ্ট্রপতি হওয়ার পর তার ছেলে রেজাউন আহমেদ তৌফিক এই আসনের দায়িত্ব নেন। তবে সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনের মুখে বাপ-বেটা এলাকা ছেড়ে গা ঢাকা দেওয়ায় অনেক নেতাই আসনটি দখলের আশায় বুক বেঁধেছেন। এরই মধ্যে বিএনপির আধা-ডজনেরও বেশি নেতা দলীয় মনোনয়নের প্রত্যাশায় রয়েছেন।

বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান আশাবাদী রয়েছেন। এছাড়াও কিশোরগন্জ জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাবেক সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান শিকদার বিএনপির মনোনয়ন চাইবেন। এছাড়াও অবসরপ্রাপ্ত জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম মোল্লা , বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব নেতা ও সাবেক এমপি ফরহাদ আহমেদ কাঞ্চনের ছেলে অধ্যাপক ডা. ফেরদৌস আহমেদ লাকী, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট সুরঞ্জন ঘোষ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, বুয়েট ছাত্রদলের সাবেক সহসভাপতি প্রকৌশলী মো. নেছার উদ্দিন খান, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মো. হাফিজুল্লাহ হিরা, অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও তিনবারের নির্বাচিত অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক ও জামায়াতের ঢাকা মহানগর উত্তর শাখার আইন বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট মো. রোকন রেজা শেখকে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। এছাড়াও খেলাফত মজলিসের মাওলানা অলিউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের অ্যাডভোকেট বিল্লাল আহমেদ মজুমদার ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শায়খ মাওলানা আনোয়ারুল ইসলাম। এনসিপি দক্ষিণাঞ্চলের সংগঠক আকরাম হোসেন রাজ নির্বাচনে আসারও সম্ভাবনা রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আলোচিত অ্যাডভোকেট ফজলুর রহমান এখনও বিএনপির মনোনয়ন পাওয়ার জন্য দৌড়ঝাঁপ করছেন। তবে তার পদ স্থগিত হওয়ায় বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, ফজলুর রহমান মনোনয়ন পেলে কয়েকজন প্রত্যাশী বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হওয়ায় ইসলামী দলের একক প্রার্থী এসে চমক দেখাতে পারবেন না—এটা নিশ্চিত।

তবে ইসলামী দল গুলো জোটে মনোনয়ন পেলে ওই আসন থেকে সুবিধা পেতে পারেন জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজা শেখ অথবা অ্যাডভোকেট বিল্লর মজুমদার । এ আসনে আওয়ামী লীগের প্রচুর ভোট রয়েছে। সেই ভোটের কারণে অনেক প্রার্থীর হিসাব-নিকাশ উলট-পালট হয়ে যেতে পারে।

মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, ‘গত নির্বাচনে ষড়যন্ত্র ও জুলুমের শিকার হয়েছি। এবার আশা করছি বিএনপি থেকে মনোনয়ন পেলে ধানের শীষে জয়ী হবো।’

ডা. ফেরদৌস আহমেদ লাকী বলেন, ‘দীর্ঘদিন ধরে এলাকায় গণসংযোগ করেছি। পরিবার এবং আমার অবদানের ভিত্তিতেই মনোনয়ন চাইবো। তবে বিএনপি অন্য কাউকে দিলে তার পক্ষেও কাজ করবো।

সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, ‘১৯৯৫ সালে ছাত্রদলে রাজনীতি শুরু করি। বিভিন্ন প্রলোভন উপেক্ষা করে বিএনপিতে থেকেছি। ২০১৬ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচনে ফ্যাসিবাদের হস্তক্ষেপে ভোট বয়কট করতে হয়েছিল। আশা করি, দল এইসব বিষয় বিবেচনা করে আমাকে মনোনয়ন দিবেন।

অপরদিকে জামায়াতের প্রার্থী রোকন রেজা শেখ বলেন, ‘জামায়াতে ইসলামী সবসময়ই মানুষের কল্যাণে কাজ করছে। নির্বাচন সামনে রেখে আমরা ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছি। আশা করি জনগণ এবার সঠিক নেতা নির্বাচিত করবেন। যাতে দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হয়।’

প্রকৌশলী মোহাম্মদ নেছার উদ্দিন খান বলেন, ‘আমার বাবা ছিলেন প্রখ্যাত আলেম। আমি বহু বছর ধরে বিএনপির আদর্শে রাজনীতি করে আসছি মিঠামইন, ইটনা ও অষ্টগ্রামের মানুষ আমার প্রতি যথেষ্ট আন্তরিক রয়েছেন। বিএনপির মানোনয় পেলে নির্বাচন করবো।’

অন্যদিকে সুরঞ্জন ঘোষ পূর্বের নির্বাচন গুলোতে ও বিএনপি'র মানোনয়ন প্রত্যাশী ছিলেন। এবার তিনি মাঠে-ঘাটে নির্বাচনী প্রচারণা কাজ করে চলেছেন। এডভোকেট ফজলুর রহমান শিকদার ও বিএনপির মনোনয়ন চাইবেন বলে তিনি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা দিয়েছেন।

এনসিবির নেতা আকরাম হোসেন রাজ বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। গত সরকারের আমলে মানুষের অধিকার ছিল না। আমরা অধিকার ফিরিয়ে এনেছি। ভোটারদের ভোটে এনসিপি থেকে নির্বাচিত হয়ে শুধু মানুষের কল্যাণে কাজ করবো।’

কিশোরগঞ্জ-৪ আসনের ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ রাজনীতির খেলা খুব ভালো বোঝেন। তিনি এলাকায় অনুপস্থিত থাকলেও 'হাতে চুড়ি পরে বসে থাকার লোক নন'। তাই আগামী নির্বাচনে প্রার্থীদের ভোটের হিসাব-নিকাশ উলট-পালট হয়ে যাওয়ার বেশি সম্ভাবনা রয়েছে।

আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের প্রতিপক্ষ নেতারা দলীয় মনোনয়ন পেতে ছোটাছুটি করছেন। এর বিপরীতে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. শাহীন রেজা চৌধুরী নিজের শক্তিকে পুঁজি করে মাঠে নেমেছেন। তিনি দৃষ্টি উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা এবং একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। রাজনীতিতে নতুন হলেও, তার পরিবার পূর্বকাল থেকেই মানুষের কল্যাণে কাজ করে আসছে।

যেহেতু এই আসনটি বছরের পর বছর আব্দুল হামিদের দখলে ছিল, তাই রেজা চৌধুরীর পরিবার প্রতিপক্ষ হিসেবে রাজনীতিতে আসেনি। তবে আগামী নির্বাচনে হামিদ পরিবার নির্বাচনে না আসার সম্ভাবনা দেখা দেওয়ায়,শাহীন রেজা চৌধুরী কোনো দলের না হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে মাঠে নেমেছেন।

ডা. শাহীন রেজা চৌধুরী) বলেন, ‘মানুষের হৃদয় জয় করেছি ভালোবাসা দিয়ে, আরও জয় করার চেষ্টা করছি। আমি আজীবন আপনাদের সেবায় নিয়োজিত থাকবো।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বেতন বৃদ্ধির দাবিতে তালা ঝুলিয়ে রাসিক শ্রমিকদের বিক্ষোভ

বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে বিক্ষোভ করেছেন দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকরা। আজ বুধবার বেলা ১১টার দিকে নগর ভবনের সামনে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

২১ ঘণ্টা আগে

স্ত্রী-সন্তানসহ ঘুমন্ত ৬ জনকে পেট্রল ঢেলে আগুন, মা-ছেলের মৃত্যু

ঘটনার পর থেকেই পলাতক প্রধান অভিযুক্ত ফরিদ মিয়াকে শনিবার রাতে নরসিংদীর রায়পুরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত রিনার মা হোসনা বেগম বাদী হয়ে ফরিদ মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বর্তমানে অভিযুক্ত ফরিদ কারাগারে রয়েছেন।

১ দিন আগে

খুলনায় জোড়া খুনের মামলায় ৭ জনের ফাঁসির রায়

মামলার এজাহার থেকে জানা যায়, ২০০৯ সালের ৩ জানুয়ারি নগরের দৌলতপুরের দেয়ানা সবুজ সংঘ মাঠের কাছে একদল লোক পারভেজ হাওলাদারকে কোপাতে থাকে। তাকে বাঁচাতে এলাকাবাসী এগিয়ে গেলে তাদের ওপরও গুলি চালায় হামলাকারীরা। এতে ঘটনাস্থলেই পারভেজ মারা যান। গুলিবিদ্ধ হন সুপর্ণা সাহাসহ বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতাল

১ দিন আগে

লগি-বৈঠার তাণ্ডবের বিচার বাংলার মাটিতেই হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে রাজধানীর পল্টনে ২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত ঘটনাকে ‘পল্টন হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে খুনিদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টায় নগরীর গণকপাড়া মোড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ হয়।

২ দিন আগে