সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ২ মরদেহ উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ফের দুই পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মরদেহ দুটি নারী ও ছেলে শিশুর হতে পারে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লার পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’-এর ভেতরে মরদেহ দুটির সন্ধান পায় পুলিশ।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশের কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রসাব করার জন্য কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করে। পরে ওই শিক্ষার্থী কমিউনিটি সেন্টারের ভেতরে পোড়া মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে সাভার মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে মরদেহ দুটি পোড়া হওয়ায় তাদের পরিচয় জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এর আগে, গত বছরের ২৯ আগস্ট দিবাগত রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। তবে ওই নিহত যুবকের এখনো পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। এরপর ১১ অক্টোবর রাতে আবারও সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত (৩০) এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ১৯ ডিসেম্বর দুপুরে সাভার পৌর এলাকার থানা রোডে মহল্লার পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা-পুলিশ। তবে তিন খুনের ঘটনায় নিহতদের পরিচয় পুলিশ নিশ্চিত করতে পারেনি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

দেশে জঙ্গিবাদ নেই, দেশের বাইরে ফ্যাসিস্ট জঙ্গি রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে জঙ্গিবাদ ও চরমপন্থা আগের তুলনায় অনেক কমেছে। বর্তমানে জঙ্গিবাদ প্রায় নেই বললেই চলে। তবে ফ্যাসিস্ট জঙ্গি রয়েছে, যারা দেশের বাইরে অবস্থান করছে। বিদেশে আশ্রয় নেওয়া এসব ফ্যাসিস্ট জঙ্গিকে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

৯ ঘণ্টা আগে

নোয়াখালীতে গণপিটুনিতে যুবক নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মিজান ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত। কবিরহাটের চাপরাশীরহাটসহ বিভিন্ন স্থানে একাধিক ডাকাতির ঘটনা ঘটিয়েছেন তিনি।

১২ ঘণ্টা আগে

ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল দাদি-নাতিসহ ৩ জনের

গোপালগঞ্জের কাশিয়ানীতে ইঁদুরের হাত থেকে ধানের চারা রক্ষা করতে পেতে রাখা বৈদ্যুতিক তারে জড়িয়ে দাদি, নাতি ও এক প্রতিবেশীসহ তিনজনের মৃত্যু হয়েছে।

১৩ ঘণ্টা আগে

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের ৫ শতাধিক নেতাকর্মী

শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) বাদ জোহর বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শৌলপাড়া মনর খান উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠন আয়োজি

১ দিন আগে