১০ বছর ধরে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে ৩য় অবস্থানে বাংলাদেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় সর্বোচ্চ। আর যুক্তরাষ্ট্রের বাজারে এই অবস্থান তৃতীয়। গত ১০ বছর ধরে এই অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশনের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (ওটিইএক্সএ) প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্র বিশ্ব বাজার থেকে ২০২৩ সালে ৭ হাজার ৭৮৪ কোটি টাকার পোশাক আমদানি করেছে। এর মধ্যে বাংলাদেশ থেকে পোশাক পণ্য আমদানি করেছে ৭২৮ কোটি ৯৭ লাখ ডলারের, আগের বছর আমদানির পরিমাণ ছিল ৯২৭ কোটি ৮২ লাখ মার্কিন ডলার। বছরের ব্যবধানে পোশাক আমদানি কমলেও তৃতীয় অবস্থানেই রয়েছে বাংলাদেশ। শুধু বাংলাদেশই নয় ২০২৩ সালে আগের বছরের চেয়ে বিশ্বের প্রায় সব দেশ থেকেই পোশাক আমদানি কমিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে, চায়না পোশাক রপ্তানির দিক দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে প্রথম অবস্থানে রয়েছে। ২০২৩ সালে চায়না থেকে যুক্তরাষ্ট্র পোশাক আমদানি করেছে ১ হাজার ৬৩১ কোটি ৬৩ লাখ ডলারের, আগের বছর আমদানির পরিমাণ ছিল ২ হাজার ১৭৫ কোটি ডলার।

ভিয়েতনাম পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটি ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানির পরিমাণ ছিল ১ হাজার ৪১৭ কোটি ৬৬ লাখ ডলার। আগের বছর একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ১ হাজার ৮২৪ কোটি ২২ লাখ ডলার।

এদিকে, ভারত পোশাক রপ্তানির দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। ২০২৩ সালে ভারত থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানির পরিমাণ ছিল ৪৪৬ কোটি ৯৬ লাখ ডলার। আগের বছর রপ্তানির পরিমাণ ছিল ৫৬৮ কোটি ৭৯ লাখ ডলার।

এছাড়া, ২০২৩ সালের যুক্তরাষ্ট্রের বাজারে ইন্দোনেশিয়ার রপ্তানির পরিমাণ ছিল ৪১৮ কোটি ৯৬ লাখ ডলার, কম্বোডিয়ার রপ্তানির পরিমাণ ছিল ৩৩২ কোটি ডলার, মেক্সিকোর ২৮১ কোটি ১৯ লাখ ডলার, পাকিস্তান ২০১ কোটি ৬১ লাখ ডলার, সাউথ কোরিয়া পোশাক রপ্তানি করেছে ১৯ কোটি ৯৩ লাখ ডলার।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

দেশের ১ নম্বর টিস্যু ব্র্যান্ড বসুন্ধরা টিস্যু

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৭তম আসরে জরিপের ভিত্তিতে টিস্যু ক্যাটাগরিতে এবারও বেস্ট ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করেছে বসুন্ধরা টিস্যু।

৫ দিন আগে

৭০০ বিলিয়ন ডলারের চূড়ায় মাস্ক, ইতিহাসে প্রথম

বিশ্বের সম্পদশালীদের তালিকায় শীর্ষে থাকা টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক আবারও এক ইতিহাস গড়লেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার সুপ্রিম কোর্টের এক রায়ের পর তার মোট সম্পদের মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৭৪৯ বিলিয়ন মার্কিন ডলার।

৫ দিন আগে

সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৪৮ হাজার ৫৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। অপরিবর্তীত আছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি চার হাজার ২৪৬ টাকা।

৫ দিন আগে

আরও ৬ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

তিনি বলেন, চারটি বাণিজ্যিক ব্যাংক থেকে ছয় কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা। কাট অফ মূল্য ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

৬ দিন আগে