অধিকাংশ তারকা হোটেলের আয় বৃদ্ধি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ডলার সংকট, ডলারের বিপরীতে টাকার ব্যাপক অবমূল্যায়নসহ নানামুখী সংকটের কারণে দেশের অর্থনীতিতে সময়টা খারাপ যাচ্ছে। তবে অর্থনৈতিক এমন মন্দার মধ্যেও ভালো ব্যবসা করছে দেশের তারকা হোটেলগুলো। ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) পুঁজিবাজারে তালিকাভুক্ত হোটেল ও রিসোর্ট কোম্পানিগুলোর ব্যবসার পরিধি বড় হয়েছে। যদিও বিভিন্ন ধরনের ব্যয় বৃদ্ধির চাপে কয়েকটি কোম্পানির লোকসান গুনতে হয়েছে। তবে লোকসান করা সত্ত্বেও বড় কোম্পানিগুলো মুনাফা করতে পেরেছে। আবার কয়েকটা ভালো আয় করলেও মুনাফায় ধাক্কা খেয়েছে।

খাত-সংশ্লিষ্টরা বলছেন, গত এক বছরেরও বেশি সময় ধরে পর্যটন খাতে মানুষের ভালো আগ্রহ দেখা গেছে। ফলে হোটেল ও রিসোর্টগুলোতে দীর্ঘদিন ধরে যে মন্দাভাব ছিল, তা কেটে গেছে। দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যটকরাও এখন বাংলাদেশে আসছেন। ব্যবসার কাজেও বাংলাদেশে বিদেশিদের আসা ও যাওয়া গত কয়েক বছরে দ্বিগুণ বেড়েছে। আর বিদেশিরা থাকার জন্য পাঁচ তারকা মানের অভিজাত হোটলগুলো বেছে নিচ্ছে। ফলে রাজধানীসহ দেশের প্রধান বাণিজ্যিক শহরগুলোর তারকা হোটেল ও রিসোর্টগুলোর ব্যবসার পরিধি বাড়ছে।

দেশের পুঁজিবাজারে ভ্রমণ ও অবকাশ খাতের পাঁচটি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এগুলো হলো ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, বেস্ট হোল্ডিংস লিমিটেড, দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড ও বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড। এর মধ্যে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের মালিকানায় রয়েছে পাঁচ তারকামানের রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেল, বনানীর শেরাটন হোটেল ও চার তারকা মানের উত্তরার হানসা সার্ভিস অ্যাপার্টমেন্টস। এর বাইরে কোম্পানিটি ইউনিক মেঘনাঘাট পাওয়ার ও সোনারগাঁও ইকোনমিক জোন থেকে আয় করে থাকে। আর বেস্ট হোল্ডিংসের মালিকানায় রয়েছে হোটেল লো মেরিডিয়ান। আর রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ সার্ভিসেসের মালিকানায় রয়েছে রাজধানীর রমনায় অবস্থিত পাঁচ তারকা মানের ইন্টারকন্টিনেন্টাল হোটেল। এর বাইরে কোম্পানিটি বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার (বিআইসিসি) পরিচালনা ও রক্ষণাবেক্ষণ থেকে আয় করে থাকে।

রাজধানীর দুই পাঁচ তারকা ও একটি চার তারকা হোটেলের মালিকানায় থাকা ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস অ্যান্ড পিএলসি ২০২৩-২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) পরিচালন আয় করেছে ২২০ কোটি ৮৪ লাখ টাকা। আগের হিসাব বছরে কোম্পানিটির আয় হয়েছিল ২২৩ কোটি ৮০ লাখ টাকা। এ হিসাবে বছরের ব্যবধানে কোম্পানিটির আয় কমেছে ১ দশমিক ৩২ শতাংশ। আলোচ্য হিসাব বছরের মোট আয়ের মধ্যে ওয়েস্টিন ঢাকা থেকে ১৪৮ কোটি ৯৬ লাখ, শেরাটন ঢাকা থেকে ৫৭ কোটি ২৩ লাখ এবং হানসা সার্ভিস অ্যাপার্টমেন্টস থেকে ১৪ কোটি ৬৫ লাখ টাকা আয় করেছে কোম্পানিটি। আগের হিসাব বছরে যেখানে ওয়েস্টিন ঢাকা থেকে ১৫৪ কোটি ২৬ লাখ, শেরাটন ঢাকা থেকে ৫৪ কোটি ৭৪ লাখ এবং হানসা সার্ভিস অ্যাপার্টমেন্টস থেকে ১৪ কোটি ৮১ লাখ টাকা আয় করেছিল কোম্পানিটি।

আলোচিত সময়ে ওয়েস্টিন ঢাকার মোট আয়ের মধ্যে ৬৭ কোটি ৫৮ লাখ টাকা রুম ভাড়া থেকে, ৭১ কোটি ৫৫ লাখ টাকা খাদ্য ও পানীয় বিক্রি থেকে এবং স্পেস ভাড়া, শপ ভাড়া ও অন্যান্য খাত থেকে বাকি টাকা এসেছে। আগের হিসাব বছরে যেখানে হোটেলটির রুম ভাড়া থেকে ৭৫ কোটি ৬ লাখ, খাদ্য ও পানীয় বিক্রি থেকে ৬৮ কোটি ৯৮ লাখ ও স্পেস ভাড়া, শপ ভাড়া ও অন্যান্য খাত বাকি টাকা আয় হয়েছিল।

শেরাটন ঢাকা থেকে তিন প্রান্তিকে অর্জিত মোট আয়ের মধ্যে খাদ্য ও পানীয় বিক্রি থেকে ৪৯ কোটি ৭৩ লাখ টাকা এবং স্পেস ভাড়া ও অন্যান্য খাত থেকে ৭ কোটি ৫০ লাখ টাকা এসেছে। আগের হিসাব বছরের একই সময়ে হোটেলটির খাদ্য ও পানীয় বিক্রি থেকে ৪৬ কোটি ২৪ লাখ এবং স্পেস ভাড়া ও অন্যান্য খাত থেকে ৮ কোটি ৫০ লাখ টাকা আয় হয়েছিল ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের। আলোচ্য হিসাব বছরে হানসা সার্ভিস অ্যাপার্টমেন্টস থেকে অর্জিত মোট আয়ের মধ্যে রুম ভাড়া বাবদ ৯ কোটি ৭৪ লাখ, খাদ্য ও পানীয় বিক্রি বাবদ ৪ কোটি ৯১ লাখ টাকা এসেছে। আগের হিসাব বছরে হোটলটির রুম ভাড়া থেকে ৯ কোটি ৫১ লাখ, খাদ্য ও পানীয় বিক্রি থেকে ৫ কোটি ৩০ লাখ টাকা আয় হয়েছিল।

২০২৩-২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ১১৬ কোটি ৪ লাখ টাকা। আগের হিসাব বছরে এ মুনাফা হয়েছিল ১৬৩ কোটি ৬১ লাখ টাকা। বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ২৮ দশমিক ৮৫ শতাংশ।

এ বিষয়ে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের কোম্পানি সচিব মো. শরীফ হাসান বলেন, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে আমাদের ব্যবসা কমেছে। কারণ বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে পরিচালন ব্যয় অনেকটা বেড়েছে। এর পাশাপাশি ব্যাংক ঋণের সুদহার বাড়ায় কোম্পানির খরচ বেড়েছে। এসব কারণে আলোচ্য সময়ে কোম্পানির মুনাফা কিছুটা কমেছে।

আলোচ্য প্রান্তিকে বেস্ট হোল্ডিংসের মালিকানায় থাকা পাঁচ তারকা মানের লো মেরিডিয়ান ঢাকার মোট আয় হয়েছে ২৯৯ কোটি ৩৮ লাখ টাকা। আগের হিসাব বছরে কোম্পানিটির আয় হয়েছিল ২৩৯ কোটি ৫৭ লাখ টাকা। এ হিসাবে বছরের ব্যবধানে কোম্পানির আয় বেড়েছে ২৪ দশমিক ৯৭ শতাংশ।

আলোচ্য প্রান্তিকে পাঁচ তারকা মানের সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের মোট আয় হয়েছে ১৫৩ কোটি ১০ লাখ টাকা। আগের হিসাব বছরে কোম্পানিটির আয় হয়েছিল ১৮৭ কোটি ৪৯ লাখ টাকা। এ হিসাবে বছরের ব্যবধানে কোম্পানির আয় কমেছে ১৮ দশমিক ৭৪ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪৬ কোটি ১০ লাখ টাকা। আগের হিসাব বছরে যেখানে মুনাফা হয়েছিল ৮০ কোটি ৬ লাখ টাকা। এ হিসাবে বছরের ব্যবধানে কোম্পানির নিট মুনাফা কমেছে ৪২ দশমিক ৮০ শতাংশ।

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে ব্যবসা পরিচালনা করা পাঁচ তারকা মানের হোটেল পেনিনসুলা চিটাগং ২০২৩-২৪ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে ৩১ কোটি টাকা আয় করেছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির আয় হয়েছিল ২৯ কোটি ১৭ লাখ টাকা। এ হিসাবে বছরের ব্যবধানে কোম্পানির আয় বেড়েছে ৬ দশমিক ৩১ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৪ কোটি ২২ লাখ টাকা। এই লোকসান আগের বছরের একই সময়ে ছিল ২ কোটি ৩১ লাখ টাকা।

লোকসান হওয়ার কারণ হিসেবে পেনিনসুলা চিটাগং কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময়ে তাদের কোম্পানির আর্থিক ব্যয় কিছুটা বেড়েছে। এর মধ্যে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন-সংক্রান্ত কারণে হোটেলের পরিচালন ব্যয় বৃদ্ধি এবং কর্মীদের বেতন বাড়ানো অন্যতম। তবে আলোচ্য সময়ে ব্যাংক আমানতে সুদ আয়ের হার কমে যাওয়ায় প্রতিষ্ঠানটির আর্থিক আয় কমেছে। এর বাইরে বছরটিতে অপরিচালন খাতে লোকসান গুনতে হয়েছে। যার ফলে পারিচালন খাত থেকে ভালো আয় হওয়া সত্ত্বেও কোম্পানির লোকসান হয়েছে।

ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এবং বিআইসিসির মালিকানায় থাকা এ খাতের একমাত্র রাষ্ট্র মালিকানাধীন কোম্পানি বাংলাদেশ সার্ভিসেস-এর ২০২৩-২৪ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে হোটেল ব্যবসা থেকে আয় বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানির হোটেল ব্যবসা থেকে মোট আয় হয়েছে ১৪০ কোটি ৩ লাখ টাকা। আগের হিসাব বছরে এ আয় হয়েছিল ১২৭ কোটি ৭২ লাখ টাকা। এ হিসাবে বছরের একই সময়ের তুলনায় কোম্পানির আয় বেড়েছে ৯ দশমিক ৬৪ শতাংশ। এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৫৫ কোটি ৭৯ লাখ টাকা। যা আগের প্রান্তিকের একই সময়ে ছিল ২৯ কোটি ৯৯ লাখ টাকা। ফলে দেখা যায় আয় বাড়লেও কোম্পানিটি নিট মুনাফায় ধাক্কা খায়।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

এবার একসঙ্গে বদলি ৪১ অতিরিক্ত কর কমিশনার

মঙ্গলবার (১৯ আগস্ট) এনবিআরের কর প্রশাসন এ বদলির আদেশ জারি করেছে। এনবিআরের সংশ্লিষ্টরা বলছেন, একসঙ্গে এত কর কর্মকর্তাকে একবারে বদলির এমন ঘটনা নজিরবিহীন।

২ দিন আগে

আগস্টের ১৬ দিনে রেমিট্যান্স ১২৬ কোটি ডলার

তথ্য অনুযায়ী, আগস্ট মাসের ১৬ দিনের প্রতিদিন প্রবাসী আয় এসেছে ৭ কোটি ৯০ লাখ ২৩ হাজার ৭৫০ ডলার। আগের মাস জুলাইয়ে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৮ কোটি ২৫ লাখ ৯৭ হাজার। গত বছরের আগস্ট মাসের প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৭ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৩৩ ডলার।

৪ দিন আগে

ঢাকা ব্যাংকের এমডির পদত্যাগ

ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেন, ‘আমাদের সঙ্গে কোনো সমস্যা হয়নি। বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু নিয়ম পরিপালন করতে তিনি ব্যর্থ হয়েছেন। তাঁর পদত্যাগপত্র আমরা পেয়েছি।’

৪ দিন আগে

গণতন্ত্রের গলদ

গণতন্ত্রের মূলমন্ত্র জনগণই ক্ষমতার উৎস। সেটা আজকাল কেউ মানে বলে মনে হয় না। সে বাংলাদেশেই হোক বা যুক্তরাষ্ট্র—ক্ষমতাসীন নেতাদের সবাই নিজেদের সর্বেসর্বা মনে করে। গণতন্ত্রের অন্যতম পুরোধা সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন গণতন্ত্রের সংজ্ঞায় বলেছিলেন, ‘গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য

৪ দিন আগে