বাংলাদেশ সফরে আফগান উপমন্ত্রী, ঢাকা-কাবুল বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

ডেস্ক, রাজনীতি ডটকম
বাংলাদেশের বাণিজ্য সচিবের সঙ্গে ঢাকা সফররত আফগান বাণিজ্য উপমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দলের বৈঠক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে যৌথ প্রদর্শনী আয়োজন, দুই দেশে বাণিজ্যিক অ্যাটাশে নিয়োগ এবং বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করতে একটি যৌথ কমিটি গঠনে একমত হয়েছে দুই দেশ।

আফগানিস্তানের গণমাধ্যম পাঝওক আফগান নিউজের খবরে বলা হয়েছে, বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সঙ্গে বাংলাদেশ সফররত আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী আহমাদুল্লাহ জাহিদ সাক্ষাৎ করলে তারা এসব বিষয়ে একমত হন।

২০২১ সালের আগস্টে তালেবান সরকার আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসার পর এটিই দেশটির কোনো উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের প্রথম ঢাকা সফর। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইপিবি সূত্র জানিয়েছে, রপ্তানি উন্নয়ন ব্যুরোর আমন্ত্রণে পাঁচ সদস্যের প্রতিনিধি দলটি ঢাকা সফর করছে, যার নেতৃত্বে রয়েছেন আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী আহমাদুল্লাহ জাহিদ।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের বাণিজ্য সচিব আফগানিস্তানের প্রতিনিধি দলকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

বৈঠকে বাণিজ্য চুক্তি, ব্যাংকিং সুবিধা, আফগান পণ্যের জন্য অগ্রাধিকারমূলক শুল্কহার ও দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ থেকে আফগানিস্তানে ওষুধ ও বস্ত্র রপ্তানি নিয়ে দুই দেশের প্রতিনিধিরা আলোচনা করেন। সে আলোচনার পরিপ্রেক্ষিতেই বাণিজ্য সচিব ও আফগান উপমন্ত্রী ঢাকা-কাবুলে যৌথ প্রদর্শনী আয়োজন, দুই দেশের মধ্যে বাণিজ্য প্রতিনিধি নিয়োগ ও বাণিজ্যসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করতে যৌথ কমিটি গঠনে সম্মত হন।

বিবৃতিতে আরও বলা হয়, আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্ভাবনাকে উভয় পক্ষ ভবিষ্যতে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার একটি শক্ত ভিত্তি হিসেবে দেখছে। এ ছাড়া ভবিষ্যৎ সহযোগিতা অব্যাহত রাখতে কাবুল ও ঢাকায় এ ধরনের বৈঠক চালিয়ে যাওয়ার আগ্রহের কথাও জানিয়েছে দুই দেশই।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত ​

মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সম্মেলনের আয়োজন করা হয়।

৩ দিন আগে

জনতা ব্যাংকের ৮৭২তম বোর্ড সভা অনুষ্ঠিত

সভায় ব্যাংকের পরিচালক বদরে মুনির ফেরদৌস, ড. মো. আব্দুস সবূর, আব্দুল মজিদ শেখ, আব্দুল আউয়াল সরকার, ড. মো. শাহাদাৎ হোসেন, মো. আহসান কবীর, মো. কাউসার আলম, মো. ওবায়দুল হক, অধ্যাপক ড. এ এ মাহবুব উদ্দিন চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান উপস্থিত ছিলেন।

৫ দিন আগে

সংকট কাটাতে জরুরি ভিত্তিতে এলপি গ্যাস আমদানি করতে চায় বিপিসি

দেশে মাসে প্রায় দেড় লাখ টন এলপি গ্যাসের চাহিদা রয়েছে। এলপি গ্যাসের বাজার প্রায় পুরোটাই বেসরকারি কোম্পানিগুলোর। বিপিসি মাত্র ১ দশমিক ৩ শতাংশ বাজারের অংশীদার। গত নভেম্বর ও ডিসেম্বরে কয়েকটি কোম্পানি এলপি গ্যাস আমদানি করতে না পারায় প্রায় এক মাস ধরে দেশব্যাপী সরবরাহ সংকট চলছে। সেই সুযোগে দাম বেড়ে প্রায় দ

৬ দিন আগে

ফের বেড়েছে স্বর্ণের দাম

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৭ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ধরা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।

৬ দিন আগে