নগদের সাথে প্রাণ-আরএফএলের নবযাত্রার চুক্তি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ মে ২০২৪, ১৯: ২৯

দেশের অন্যতম বৃহৎ ভোক্তা পন্য উৎপাদনকারী শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএলের সাথে ডিজিটাল পেমেন্ট ও আধুনিক লেনদেন বিষয়ে একটি চুক্তি করেছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। এই চুক্তির ফলে ভোক্তা পন্যের কেনাবেচার ক্ষেত্রে ডিজিটাল লেনদেনের নতুন এক অধ্যায়ের শুরু হবে বলে মনে করছে প্রতিষ্ঠান দুটি।

নগদ ও প্রাণ-আরএফএল দেশের শীর্ষ দুটি প্রতিষ্ঠানের এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নগদের হেড কোয়ার্টারে। নগদের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক। অন্যদিকে প্রাণ-আরএফএলের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন গ্রুপের ফিন্যান্স ডিরেক্টর উজমা চৌধুরী, সিপিএ। এই চুক্তির ফলে ডিজিটাল অর্থনীতির গতিধারাকে আরো বেগবান করবে বলে মনে করেন দুই পক্ষ।

নগদের বিজনেস সেলসের প্রধান মোহাম্মদ মাহবুব সোবহানসহ দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই পার্টনারশিপের ফলে দুটি প্রতিষ্ঠান ভোক্তা পন্যের সাপ্লাই চেইনে ডিজিটাল অর্থনৈতিক সেবা নিশ্চিত করার দিকে এগিয়ে গেলো। এর ফলে বাংলাদেশের ডিজিটাল লেনদেন ব্যাপক হারে বৃদ্ধি পাবে বলে দু পক্ষ আশা করছে। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ভবিষ্যত বাংলাদেশের ডিজিটাল অর্থনৈতিক সেবার আকার ঠিক করে দেবে।

নগদের উদ্ভাবনী মোবাইল আর্থিক সেবা এবং প্রাণ-আরএফএল গ্রুপের বিস্তৃত শিল্প অভিজ্ঞতা নিশ্চয়তা দিচ্ছে যে, তারা ডিজিটাল লেনদেন এবং ডিজিটাল অর্থনৈতিক সেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে। এ ছাড়া দু পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট সাপ্লাই চেইন জুড়ে নতুন ধরণের অর্থনৈতিক কর্মকাণ্ড দেখা যাবে।

নগদের অত্যাধুনিক প্রযুক্তি এবং প্রাণ-আরএফএল গ্রুপের বাজার অভিজ্ঞতা মিলে দুটি প্রতিষ্ঠানই গ্রাহকদের নজিরবিহীন অভিজ্ঞতা উপহার দিতে চান।

নগদ দৃঢ়ভাবে বিশ্বাস করে, প্রাণ-আরএফএল গ্রুপের সাথে তাদের চুক্তি ভবিষ্যত ডিজিটাল অর্থনৈতিক সেবাকে নতুন একটি আকার দেবে। দেশ সেরা দুই প্রতিষ্ঠানের যৌথ শক্তি কাজে লাগিয়ে উদ্ভাবন, অর্থনৈতিক অন্তর্ভূক্তি এবং কোটি কোটি গ্রাহকের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখা যাবে।

২০১৯ সালে যাত্রা শুরু করা নগদ দেশের দ্রুততম বিলিয়ন ডলার কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করেছে। ইতিমধ্যে ৯ কোটি নিবন্ধিত গ্রাহকের এই প্রতিষ্ঠানটির বর্তমান দৈনিক গড় লেনদেন ১৮ শ কোটি টাকার ওপরে। ইতিমধ্যে নগদ দেশের শীর্ষ আরও কয়েকটি শিল্প গ্রুপের সাথে চুক্তি করে ডিজিটাল লেনদেনকে নতুন উচ্চতায় তুলে নিয়ে গেছে।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিন শিপবিল্ডিং খাত দেশের শিল্পায়নে সুযোগ তৈরি করবে: শিল্প উপদেষ্টা

শিল্প উপদেষ্টা বলেন, বিশ্বজুড়ে পরিবেশবান্ধব ও স্বল্প কার্বন নিঃসরণ জাহাজের চাহিদা দ্রুত বাড়ছে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএসও) ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৪০ শতাংশ এবং ২০৫০ সালের মধ্যে ৭০ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে। যে দেশগুলো পরিবেশবান্ধব, স্বল্প-নিঃসরণ জাহাজ তৈরি ও রপ্তানি করত

৩ দিন আগে

ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান।

৫ দিন আগে

ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : অর্থ উপদেষ্টা

ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, কালোটাকার উৎস বন্ধ করতে হবে। নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে কাজ করছে। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করার জন্য সব ধরনের ব্যবস্থা নেবে অর্থ মন্ত্রণালয়।

৬ দিন আগে

১২ দিনে এক বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে

তিনি জানান, আগস্ট মাসের ১২ দিনে ১০৫ কোটি ৪০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে (২০২৪ সালের আগস্টের প্রথম ১২ দিন) দেশে এসেছিল ৭২ কোটি ১০ লাখ ডলারের রেমিট্যান্স। এ হিসাবে চলতি বছর আলোচ্য সময়ের তুলনায় প্রায় ৩৩ কোটি ৩০ লাখ ডলার বা ৪ হাজার ৬৩ কোটি টাকা বেশি এসেছে।

৬ দিন আগে