এবিবির নতুন চেয়ারম্যান মাসরুর আরেফিন

ডেস্ক, রাজনীতি ডটকম

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) নতুন চেয়ারম্যান হয়েছেন সিটি ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন। অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে তিনি আগামী বার্ষিক সাধারণ সভা (এজিএম) পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।

সম্প্রতি এবিবি’র পরিচালনা পর্ষদের এক সভায় তাকে নির্বাচিত করা হয় বলে গতকাল বৃহস্পতিবার এবিবি’র পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনটির সদ্য সাবেক চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন সম্প্রতি ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও পদ থেকে পদত্যাগ করায় এবিবি’র চেয়ারম্যান পদটি শূন্য হয়। এরপরই নতুন চেয়ারম্যান নির্বাচন করতে হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

একই সভায় পূবালী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী এবিবি’র নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংকের এমডি ও সিইও আবুল কাশেম মো. শিরীন তার আগের সহ-সভাপতির দায়িত্বে বহাল থাকছেন।

ব্যাংকার মাসরুর আরেফিন ১৯৯৫ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ব্যাংকিং খাতে ক্যারিয়ার শুরু করেন। তিন দশকের পেশাগত জীবনে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কাতার, এএনজেড ব্যাংকের মেলবোর্ন সদর দফতর, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক ও সিটি ব্যাংক এনএ-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। গত ছয় বছর ধরে তিনি সিটি ব্যাংকের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। এবিবি’তে তিনি প্রায় চার বছর ভাইস চেয়ারম্যান ছিলেন।

ব্যাংকার পরিচয়ের বাইরে মাসরুর আরেফিন একজন লেখক ও অনুবাদক হিসেবেও সুপরিচিত।

এদিকে এবিবি’র নতুন সহ-সভাপতি মোহাম্মদ আলী ২০০৮ সালে পূবালী ব্যাংকে চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে যোগ দেন। পরবর্তী সময়ে ধাপে ধাপে ডিএমডি, এএমডি হয়ে বর্তমানে এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংকটির সিওও, চিফ অ্যান্টি মানি লন্ডারিং অফিসার, চিফ রিস্ক অফিসার ও ক্রেডিট কমিটির চেয়ারম্যান হিসেবেও তিনি কাজ করেছেন। এবিবি’র পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে তিনি কয়েক বছর ধরে দায়িত্ব পালন করছিলেন।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ভারত থেকে ৫০ হাজার টন চাল আনা হবে : অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকার ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া বাজারে আতপ চালের চাহিদা বেড়ে যাওয়ায় আরও আতপ চাল আনা হবে।

৫ দিন আগে

দেশের ১ নম্বর টিস্যু ব্র্যান্ড বসুন্ধরা টিস্যু

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৭তম আসরে জরিপের ভিত্তিতে টিস্যু ক্যাটাগরিতে এবারও বেস্ট ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করেছে বসুন্ধরা টিস্যু।

৬ দিন আগে

৭০০ বিলিয়ন ডলারের চূড়ায় মাস্ক, ইতিহাসে প্রথম

বিশ্বের সম্পদশালীদের তালিকায় শীর্ষে থাকা টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক আবারও এক ইতিহাস গড়লেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার সুপ্রিম কোর্টের এক রায়ের পর তার মোট সম্পদের মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৭৪৯ বিলিয়ন মার্কিন ডলার।

৬ দিন আগে

সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৪৮ হাজার ৫৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। অপরিবর্তীত আছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি চার হাজার ২৪৬ টাকা।

৭ দিন আগে