শাহবাগে ছাত্রলীগ-বিক্ষোভকারীদের সংঘর্ষ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১২: ১৯
শাহবাগ মোড়ে অগ্রণী ব্যাংক সংলগ্ন ফটকে বিক্ষোভকারীদের হামলা। ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ মোড় ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল (বিএসএমএমইউ) বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে। হাসপাতালের ভেতর থেকে ছাত্রলীগের একটি অংশ ও বাইরে থেকে বিক্ষোভকারীদের একটি অংশ ইট-পাটকেল নিক্ষেপ করছে। হাসপাতালের ২ নম্বর ফটক ভেঙে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা।

এক পর্যায়ে হাসপাতালের ভেতরে ঢুকে অ্যাম্বুলেন্সসহ অন্তত ২০টি প্রাইভেটকার-মোটরসাইকেলে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা শুরু হয়ে প্রায় ঘণ্টাব্যাপী এ পাল্টাপাল্টি ধাওয়া চলতে থাকে।

সকাল সাড়ে ১০টা বিভিন্ন এলাকা থেকে শাহবাগ মোড়ে জড়ো হয়ে বিক্ষোভকারীরা। সেখানে কিছুক্ষণ অবস্থান নিয়ে ছাত্রলীগের একদল নেতা-কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে বিক্ষোভকারীরে তাদের ধাওয়া করলে তারা হাসপাতাল চত্বরে ঢুকে পরে এবং সেখান থেকে ইট-পাটকেল ছুড়তে থাকে। সড়ক থেকে বিক্ষোভকারীরাও তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছে।

একপর্যায়ে একদল বিক্ষোভকারী হাসপাতালের ফটকে উঠে এবং ধাক্কা দিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখান থেকে ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা যায় তাদের।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল (বিএসএমএমইউ) বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক (এস্টেট) ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন সাবাদিকদের বলেন, ডি ব্লকের ভেতরে রাখা প্রথমে মোটরসাইকেল পরে সব গাড়িতে আগুন দেওয়া হয়। আমরা তাদের আটকাতে পারিনি। এরপর নিচতলার ইনফরমেশন ডেস্ক ভাঙচুর করে, দ্বোতলায় উঠে প্রশাসনিক ভবনে ঢুকতে চায়, কিন্তু প্রশাসনিক ব্লকে ঢোকার গেইটে তালা দিয়ে দেয়াতে তারা সেখানে ঢুকতে পারেনি।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নূরুল হকসহ সবাই প্রশাসনিক ভবনে রয়েছেন। তবে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। কর্মচারী-রোগীসহ স্বজনরা ভেতরে আতঙ্কিত হয়ে আছেন। হাসপাতাল ব্লকে কেউ যেন ঢুকতে না পারে, সেজন্য চেষ্টা করছেন তারা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আর কোনও স্বৈরাচারকে দেখতে চায় না দেশের মানুষ : আমান উল্লাহ

এসময় আমান উল্লাহ আমান বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন- আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করি, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে আবার গণতন্ত্রের পূর্ণ প্রত্যাবর্তন ঘটবে।

১৯ ঘণ্টা আগে

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে: দুদু

ভারতের ভূমিকার সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ভারত কখনোই গণতন্ত্রের বা স্বাধীনতার পক্ষে ছিল না। নিজেদের স্বার্থ রক্ষার জন্য তারা সবসময় বাংলাদেশকে ব্যবহার করেছে। এ দেশের মানুষকে তারা শোষণের ক্ষেত্র হিসেবে দেখে। তারা বিশ্বজুড়ে প্রচার চালাচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে, যা সম্প

২১ ঘণ্টা আগে

জুলাই সনদ সইয়ের সিদ্ধান্তকে ইতিবাচক দেখছে বিএনপি: রিজভী

বিএনপি আগামী ১৫ অক্টোবর জুলাই সনদ সইয়ের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

১ দিন আগে

ধর্ম-বর্ণ নির্বিশেষে বিএনপি সবার দল: এমরান সালেহ প্রিন্স

সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে জনগণ একে অপরের ধর্মীয় ও সামাজিক উৎসবে অংশ নেয়- এটাই বাংলাদেশি জাতির ঐতিহ্য।’ তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এই ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘এর মধ্যেই নিহিত রয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শন।’

২ দিন আগে