নতুন দলের আত্মপ্রকাশে যোগ দিতে ডিসি অফিস থেকে গাড়ি রিকুইজিশন!

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ মার্চ ২০২৫, ১১: ১৯
জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঁচটি বাসের রিকুইজিশন দেওয়া হয় জাতীয় নাগরিক কমিটিকে। ছবি কোলাজ: রাজনীতি ডটকম

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের অনুষ্ঠানে যোগ দিতে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঁচটি বাস রিকুইজিশন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সেই বাসে করেই নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ের অনুষ্ঠানে শুক্রবার যোগ দিয়েছেন।

তবে জেলা প্রশাসক বলছেন, তার অবর্তমানে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) গাড়িগুলোর রিকুইজিশনের অনুমোদন দিয়েছেন তার সঙ্গে আলোচনা না করেই। এ কারণে এনডিসিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের অনুষ্ঠানের জন্য গাড়িগুলো রিক্যুইজিশন দেওয়া হয় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি)। রিকুইজিশনের চিঠির একটি কপি শুক্রবার রাতে রাজনীতি ডটকমের হাতে এসেছে।

রিকুইজিশনের চিঠিটি ইস্যু করেছেন পিরোজপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) রিয়াজ মাহমুদ। রাজনীতি ডটকমের পক্ষ থেকে যোগাযোগ করলে তিনি ওই চিঠি ইস্যু করার বিষয়টি স্বীকার করেন।

রিয়াজ মাহমুদ বলেন, জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে যোগাযোগ করে বলা হয়, ঢাকার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তাদের সহায়তা প্রয়োজন। জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যসহ আহতরাও নাগরিক পার্টির আত্মপ্রকাশের অনুষ্ঠানে যোগ দিতে যাবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তো আর্থিক সহায়তা দেওয়ার সুযোগ নেই।

এনডিসি আরও বলেন, পরে তারাই আমাদের বলেছেন, সরকারি কাজে অনেক সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে গাড়ি রিকুইজিশন করে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জন্য গাড়ি রিকুইজিশন করে দিলে তারা উপকৃত হবেন। অনেকটা মানবিক দৃষ্টিকোণ থেকেই তাদের জন্য পাঁচটি গাড়ির রিকুইজিশন স্লিপে আমি সই করে দিয়েছি।

বৃহস্পতিবার রিকুইজিশন স্লিপগুলোতে সই করেন এনডিসি রিয়াজ মাহমুদ। ওই দিন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান অন্য কাজে বাইরে ছিলেন। তার অনুপস্থিতিতে এনডিসি তার সঙ্গে কথা না বলেই স্লিপগুলোতে সই করে দেন।

জানতে চাইলে জেলা প্রশাসক আশরাফুল আলম খান রাজনীতি ডটকমকে বলেন, আমি বাইরে ছিলাম। ফলে নাগরিক কমিটির সহায়তা চাওয়ার বিষয়টি আমার জানা ছিল না। এনডিসিও আমার সঙ্গে কথা না বলেই স্লিপগুলোতে সই করে দেন। আমার সঙ্গে কথা বলে নিলে হয়তো এভাবে রিকুইজিশন দেওয়া হতো না।

জেলা প্রশাসক বলছেন, এনডিসি পরে তাকে জানিয়েছেন যে ছাত্ররা তার সঙ্গে যোগাযোগ করে সহায়তা চায়। তাদের বক্তব্য ছিল, তারা তো ছাত্র, তাদের রাজনৈতিক দল মাত্র গঠন হচ্ছে। এ অবস্থায় মানবিক দৃষ্টিকোণ থেকে তারা ঢাকার অনুষ্ঠানে যাওয়ার জন্য সহায়তা চান। এনডিসিও জুনিয়র কর্মকর্তা। তিনি তাদের রিকুইজিশন স্লিপ দিতে বাধ্য হন।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে নাগরিক কমিটির নামে গাড়ি রিকুইজিশনের স্লিপ ইস্যু করাকে স্থানীয়রা নেতিবাচকভাবে নিচ্ছেন না বলেও দাবি করেন জেলা প্রশাসক। বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রয়েছেন, তারা কিন্তু বিষয়টিকে ইতিবাচকভাবেই নিয়েছেন। আবার গাড়িতে করে যারা গেছেন ঢাকায়, তাদের মধ্যে ছাত্রদলসহ অন্য সংগঠনের নেতাকর্মীরাও ছিল। ফলে এক দৃষ্টিকোণ থেকে গাড়িগুলো রিকুইজিশন না দিলেও হতো। আবার যেহেতু ছাত্ররা নিয়েছে, ফলে বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকেও বিবেচনা করা যেতে পারে।

ঘটনাটিকে ইতিবাচকভাবে নিলেও এভাবে রিকুইজিশন স্লিপ দেওয়ার জন্য এনডিসিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসন আশরাফুল। তিনি বলেন, ‘এনডিসিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি এর জবাব দিলে সেটি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’

এনডিসি অবশ্য জানালেন, জেলা প্রশাসক মৌখিকভাবে কারণ দর্শানোর নোটিশের কথা জানালেও এখনো সেটি হাতে পাননি তিনি। রিয়াজ মাহমুদ বলেন, ‘ডিসি স্যার বলেছেন শোকজ নোটিশের কথা। সেটি পেলে তো আনুষ্ঠানিকভাবে জবাব দিতেই হবে।’

পিরোজপুর জেলা প্রশাসন কার্যালয় থেকে পিরোজপুর নাগরিক কমিটির প্রতিনিধি মুহাম্মদ মুসাব্বির মাহমুদ সানির কাছে রিকুইজিশন করা বাসগুলো বুঝিয়ে দিতে বলা হয়। মুসাব্বিরের মোবাইল নম্বর বন্ধ পাওয়ায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতা ফয়সাল মাহমুদ শান্ত রয়েছেন পিরোজপুর জেলা কমিটি সমন্বয়ের দায়িত্বে। জানতে চাইলে রাজনীতি ডটকমকে তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আসলে সারা দেশ থেকে যে যার মতো করে এসে নাগরিক পার্টির আত্মপ্রকাশের অনুষ্ঠানে যোগ দিয়েছে। আমাদের পক্ষ থেকে পিরোজপুর জেলা বা অন্য কোনো জেলার কাউকে এভাবে গাড়ি সংগ্রহের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।’

নবগঠিত জাতীয় নাগরিক পার্টিতে যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন ফয়সাল মাহমুদ শান্ত। তিনি আরও বলেন, ‘এ ঘটনায় যদি কোনো ধরনের আইনের ব্যত্যয় হয়ে থাকে, তাহলে বিষয়টি ঠিক হয়নি। এ বিষয়ে জানার চেষ্টা করব।’

শুক্রবার গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে দলের আহ্বায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ইসমাঈল হোসেন রাব্বির বোন মীম আক্তার।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর তরুণদের নেতৃত্বে একটি রাজনৈতিক দল গঠনের আলোচনা চলছিল। তরুণদের নেতৃত্বে এই রাজনৈতিক দলটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আসার সঞ্চার হয়েছে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক নতুন দলের একজন কেন্দ্রীয় নেতা রাজনীতি ডটকমকে বলেন, এটা হয়তো কেন্দ্রীয় নেতাদের কারও জানা ছিল না। জেলা প্রশাসন হয়তো ছাত্রদের দাবি বিবেচনা করে এটি করেছেন। এত বড় আয়োজনে এই সামান্য কাজটি না হলে ভালো হতো।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

দেশ গড়ার ক্ষেত্রে শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে: মঈন খান

দেশ গড়ার ক্ষেত্রে শ্রমিকদেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, শ্রমিকদের অধিকার ও স্বার্থ সংরক্ষণে সম্পদ সৃষ্টি এবং সঠিক পরিকল্পনা গ্রহণ অপরিহার্য।

১৬ ঘণ্টা আগে

নির্বাচনে বিজয় আমাদের হয়েই গেছে: নুর

নুরুল হক নুর বলেন, আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের নিয়েই কাজ করতে চাই। দশমিনা ও গলাচিপা উপজেলাকে আমি একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। এখানে সব রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণ থাকবে এবং পারস্পরিক সম্প্রীতি বজায় থাকবে। ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিলে অংশ নেওয়া আমাদের সংস্কৃতি ও বৈচিত্র্যের অংশ।

১৭ ঘণ্টা আগে

নির্বাচিত সরকারের ওপর শ্রমিক ইশতেহারের দায়িত্ব বর্তাবে: নজরুল ইসলাম

নজরুল ইসলাম খান বলেন, দেশের শ্রমিক আন্দোলন ও শ্রমিকদের স্বার্থে যারা দীর্ঘদিন কাজ করেছেন, তাদের সহায়তায় শ্রমিক ইশতেহার ঘোষণা হয়েছে। যারা আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে, তাদের ওপর শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব আসবে। আর যারা ক্ষমতায় আসবে না, তারা ওই ইশতেহার বাস্তবায়নে চাপ প্রয়োগের কাজ করবে

১৮ ঘণ্টা আগে

৫৪ বছরের রাজনীতি নিয়ে দেশের মানুষ হতাশ: জামায়াত আমির

৫৪ বছরের রাজনীতি নিয়ে দেশের মানুষ হতাশ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মানুষ এখন পরিবর্তন চায় আর এই পরিবর্তনের জন্যই আমরা কাজ করব। কিংবা ভবিষ্যতে যারা ক্ষমতায় আসতে চায়, তাদেরও এই আশ্বাস দেওয়া উচিত।

১৮ ঘণ্টা আগে