ঢাকা-১৮ আসনে এনসিপি প্রার্থীর ওপর হামলা, অভিযোগের তির বিএনপির দিকে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোটের পক্ষে এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম আদীব, ছবি: সংগৃহীত

ঢাকা-১৮ সংসদীয় আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগ চলাকালে এ হামলার শিকার হন তিনি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম আদিব নেতাকর্মীদের নিয়ে প্রচারণায় অংশ নিতে গেলে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এতে প্রার্থীসহ এনসিপির কয়েকজন নেতাকর্মী আহত হন।

হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী। তিনি এ ঘটনাকে অগণতান্ত্রিক ও সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে পৃথক এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিবৃতিতে তিনি অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরাই এই হামলার সঙ্গে জড়িত।

তিনি বলেন, নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলা গণতন্ত্র ও রাজনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা প্রশাসন ও নির্বাচন কমিশনের অন্যতম প্রধান দায়িত্ব। এ বিষয়ে কোনো শৈথিল্য দেশবাসী মেনে নেবে না। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ফেনীতে মেডিকেল কলেজ-ইপিজেড বানানো হবে : তারেক রহমান

এ ছাড়া গণমানুষের ভাগ্য পরিবর্তনে একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, ধানের শীষকে বিজয়ী করতে পারলে আমরা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করে দেশকে একটি আধুনিক ও স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করব।

১৮ ঘণ্টা আগে

গণতন্ত্রের আরেক নাম বিএনপি: সালাহউদ্দিন

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করতে হবে।’

১৯ ঘণ্টা আগে

বিএনপি লোক দেখানো উন্নয়ন করে না : ড. মঈন খান

সারা দেশে বিএনপির শাসনামলে দেশের তৃণমূলে যে উন্নয়ন হয়েছে সে অবস্থাতেই রয়েছে উল্লেখ করে এলাকাবাসীর উদ্দেশ্যে মঈন খান বলেন, ‘এটি একটি শিল্পনগরী। এখানের তাঁতশিল্প খুব প্রসিদ্ধ। বিগত সরকারের আমলে সীমান্তে অবাধ চোরাচালানের মাধ্যমে পার্শ্ববর্তী দেশ থেকে কাপড় আসার কারণে দেশীয় তাঁতশিল্প হুমকির মুখে পড়েছিল।

২০ ঘণ্টা আগে

বিএনপি বৈষম্যহীন সমাজ ব্যবস্থায় বিশ্বাসী: ডা. জাহিদ

তিনি বলেন, এজন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র দলের চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করে তাকে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব দিতে হবে।

২১ ঘণ্টা আগে