‘জামায়াতকে দেশ পরিচালনার সুযোগ দিলে দুর্নীতি বন্ধ হবে’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জামায়াতকে দেশ পরিচালনার সুযোগ দিলে দেশে দুর্নীতি বন্ধ হবে বলে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। জনগণ পুরোনো রাজনীতি ফেরত চায় নাকি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায় সেটা তাদের জন্য একটা পরীক্ষা বলেও মন্তব্য করেন এই রাজনীতিবিদ।

শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর দারুস সালাম এলাকার গোলারটেক ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এক কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে জয়ী করার আহ্বান জানিয়ে জনগণের উদ্দেশে তিনি বলেন, আপনারা দেশের স্টিয়ারিংটা ভালো মানুষের হাতে দেন। আমরা ৫৩ বছর ধরে কেন ব্যর্থ হয়েছি, তা খুঁজে বের করতে হবে। এর মূল কারণ আমাদের দেশের দুর্নীতিবাজ নেতাদের কারণে।

মোহাম্মদ সেলিম উদ্দিন আরও বলেন, আমাদের কাছে সবাই মূল্যায়িত হবে। আমরা ক্ষমতায় গেলেও শুধু আমাদের লোকেরা না, যোগ্য সব লোকই তাদের যোগ্যতা অনুযায়ী অবস্থান পাবে।

তিনি বলেন, ৫ আগস্টের পর একদিকে আমাদের ভালো লাগছে। আমরা খোলা মনে কথা বলতে পারছি। তবে আমাদের মাঝে উদ্বেগ আছে। স্বৈরাচারের কথিত অনুসারীরা এখনও প্রশাসনসহ বিভিন্ন জায়গায় বসে থেকে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করছে।

ছাত্ররা এই দেশকে নতুন করে স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে বলে মন্তব্য করেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো আন্দোলন করলেও সফল হতে পারেনি। সেখানে ছাত্রজনতা এ দেশকে আবারও স্বাধীনতা এনে দিয়েছে। সে কারণে তাদেরকে ছোট করে দেখার সুযোগ নেই।

ছাত্রদের নিয়ে সম্প্রতি দেশের রাজনৈতিক দলগুলোর বক্তব্যের প্রেক্ষিতে জামায়াতের এই নেতা বলেন, কিছু দল ছাত্রদের কটাক্ষ করছে, আওয়ামী লীগ মার্কা রাজনীতি শুরু করেছে। একটুতেই তারা মাথা খারাপ করে ফেলে, ট্যাগিং দেয়, বাপ-দাদারা এটা ওটা করেছে বলে বক্তব্য আওড়ায়। এই সংকীর্ণমনা রাজনীতি এখন আর চলে না। আওয়ামী লীগকে এরই মধ্যে দেশের মানুষ বর্জন করেছে। একই কাজ না করে দেশের মানুষের জন্য রাজনীতি করেন।

সেলিম উদ্দিন বলেন, আমরা যুবসমাজকে উন্নত করার চেষ্টা করছি। কারিগরি প্রতিষ্ঠান, ট্রেনিং সেন্টার, ব্যাংক, স্কুল এসব খুলে দেশের যুবসমাজকে দক্ষ করছি। আর কিছু দল রাজনীতি করে বড় ভাইয়ের। তারা যুবকদের হাতে অস্ত্র, মদ উঠিয়ে দায়। নারী লেলিয়ে দেয় তাদের ওপর।

জামায়াত কোনো পক্ষের জন্য আতংক না উল্লেখ করে তিনি বলেন, অনেকে মনে করে আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজ, সন্ত্রাসীরা মনে করে তাদের জাহান্নামে পাঠিয়ে দিব। আমরা তা করব না। তাদেরকে আমরা দেশের জন্য উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলব।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে ২৭০ অ্যাম্বাসেডর নিয়োগ দেবে এনসিপি

দলীয় নেতারা বলছেন, পরিকল্পিত এই কর্মসূচির মাধ্যমে গণভোট নিয়ে জনসচেতনতা বাড়বে এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে শক্ত জনমত গড়ে তোলা সম্ভব হবে।

১ দিন আগে

স্বৈরাচার সরকারের মন্ত্রী হতে বলেছিল, কিন্তু আপস করিনি : আমীর খসরু

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিডিএ বালুর মাঠে বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই সভা আয়োজন করা হয়েছে।

২ দিন আগে

তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হওয়ায় ঢাবি সাদা দলের শুভেচ্ছা

নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও অত্যন্ত দক্ষতা ও দূরদর্শিতার সাথে দলকে সুসংগঠিত রাখতে তারেক রহমান যে নেতৃত্বের পরিচয় দিয়েছেন, তা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে এক অবিস্মরণীয় ভূমিকা পালন করছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরেই দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ

২ দিন আগে

ব্যারিস্টার কাজলের নেতৃত্বে বিএনপির আইনি সহায়তা সাব-কমিটি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। আইনি সহায়তা সাব-কমিটির অন্য সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হবে বলে পত্রে উল্লেখ করা হয়েছে।

২ দিন আগে