পোশাকশিল্প নিয়ে ধ্বংসের ষড়যন্ত্র চলছে : ফয়জুল করীম

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বাংলাদেশের পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে। একটি চক্র উঠেপড়ে লেগেছে পোশাকশিল্পকে ধ্বংস করতে। শ্রমিকদের ন্যায্য অধিকার দাবিদাওয়া মেনে নিয়ে সুন্দর একটি শিল্প পরিবেশ গড়ে তুলতে হবে।

সোমবার (৭ অক্টোবর) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা ফ্লাইওভার চত্বরে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইন।

পোশাক কারখানায় সুন্দর পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়ে ফয়জুল করীম বলেন, ‘পোশাক কারাখায় নারী শ্রমিক-পুরুষ শ্রমিকের মধ্যে কোনো ধরনের বৈষম্য থাকবে না। যেখানে আমার মায়েরা, বোনেরা ইজ্জত নিয়ে তাদের কর্মস্থলে কাজ করতে পারবেন।’

তিনি বলেন, ‘সবে ক্ষেত্রে বৈষম্য দূর করতে পারে শুধু ইসলাম। ইসলাম ধ্বংস করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসতে চায় না, আসতে পারে না, আসবে না।’

তিনি বলেন, ‘ভারতের সংবিধানের প্রধান চার নীতি আমাদের বাংলাদেশের সংবিধানের মূল চার নীতি হতে পারে না। এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থন করে না। ইসলাম সমর্থন করে না। আমরা স্বাধীন হলাম ১৯৭১ সালে, তাহলে ১৯৭২ সালের সংবিধান কী করে স্বাধীনতার মূলমন্ত্র হয়।’

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে ফয়জুল করীম বলেন, ‘গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মাধ্যমে এ দেশ থেকে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। দেশের ছাত্র-জনতা বৈষম্য দূর করতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। কিন্তু আজও বৈষম্য দূর হয়নি।

শিক্ষা সংস্কার, সংবিধান সংস্কারের জন্য যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের দেশ ও দেশের মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারা কী করে মানুষের জন্য শিক্ষা ও সংবিধান সংস্কার করবে। এর জন্য প্রতিটি সংস্কারের জন্য দুজন বিজ্ঞ আলেম নিতে হবে। একমাত্র ইসলাম পারে বৈষম্য দূর করতে।’

চার দফা দাবিতে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। দাবিগুলো হলো ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার; দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করা ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা; সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন; ইহকালীন ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

সমাবেশ পরিচালনা করেন সংগঠনের শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা ইউনুস আহমাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) জি এম রুহুল আমিন, গাজীপুর জেলা শাখার সহসভাপতি মাওলানা মাইনুদ্দিন আজাদী, গাজীপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক (মাজিদুল) প্রমুখ।

সমাবেশে প্রধান আলোচক ছিলেন সংগঠনের গাজীপুর জেলা শাখার সভাপতি প্রিন্সিপাল মুফতি নাসির উদ্দিন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

দেশ গড়ার ক্ষেত্রে শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে: মঈন খান

দেশ গড়ার ক্ষেত্রে শ্রমিকদেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, শ্রমিকদের অধিকার ও স্বার্থ সংরক্ষণে সম্পদ সৃষ্টি এবং সঠিক পরিকল্পনা গ্রহণ অপরিহার্য।

১২ ঘণ্টা আগে

নির্বাচনে বিজয় আমাদের হয়েই গেছে: নুর

নুরুল হক নুর বলেন, আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের নিয়েই কাজ করতে চাই। দশমিনা ও গলাচিপা উপজেলাকে আমি একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। এখানে সব রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণ থাকবে এবং পারস্পরিক সম্প্রীতি বজায় থাকবে। ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিলে অংশ নেওয়া আমাদের সংস্কৃতি ও বৈচিত্র্যের অংশ।

১২ ঘণ্টা আগে

নির্বাচিত সরকারের ওপর শ্রমিক ইশতেহারের দায়িত্ব বর্তাবে: নজরুল ইসলাম

নজরুল ইসলাম খান বলেন, দেশের শ্রমিক আন্দোলন ও শ্রমিকদের স্বার্থে যারা দীর্ঘদিন কাজ করেছেন, তাদের সহায়তায় শ্রমিক ইশতেহার ঘোষণা হয়েছে। যারা আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে, তাদের ওপর শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব আসবে। আর যারা ক্ষমতায় আসবে না, তারা ওই ইশতেহার বাস্তবায়নে চাপ প্রয়োগের কাজ করবে

১৩ ঘণ্টা আগে

৫৪ বছরের রাজনীতি নিয়ে দেশের মানুষ হতাশ: জামায়াত আমির

৫৪ বছরের রাজনীতি নিয়ে দেশের মানুষ হতাশ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মানুষ এখন পরিবর্তন চায় আর এই পরিবর্তনের জন্যই আমরা কাজ করব। কিংবা ভবিষ্যতে যারা ক্ষমতায় আসতে চায়, তাদেরও এই আশ্বাস দেওয়া উচিত।

১৪ ঘণ্টা আগে