ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১২: ৩৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর ভিআইপি আসন ঢাকা-১৭ (গুলশান-বনানী) থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় তার পক্ষে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। মনোনয়নপত্র সংগ্রহের সময় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা উপস্থিত ছিলেন।

তারেক রহমানের এই আসনের প্রার্থী হওয়ার বিষয়টি চূড়ান্ত হওয়ায় নিজের দাবি ছেড়ে দিয়েছেন জোটের শরিক বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি এখন ভোলা-১ থেকে নির্বাচনে অংশ নেবেন।

এর আগে, ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা ছিল বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের। তবে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অনুরোধ ও সম্মান জানানোর প্রেক্ষিতে ভোলা-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বৃহৎ রাজনৈতিক প্রেক্ষাপটে আন্দালিব রহমান পার্থের পরিবার ভোলা-১ আসনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কিত। ২০০৮ সালে তিনি বিএনপির সমর্থনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাবা, প্রয়াত নাজিউর রহমান মঞ্জুরও এই আসনের সংসদ সদস্য ছিলেন।

একই সঙ্গে বগুড়া-৬ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই নির্বাচনে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বগুড়া-৭, ফেনী-১ ও দিনাজপুর-৩ আসনে মনোনয়ন নেবেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

এবার জামায়াতের সঙ্গে জোটে সম্মতি জানিয়ে নাহিদ ইসলামকে ১৭০ নেতার চিঠি

নেতারা বলেন, এর পরিপ্রেক্ষিতে দলীয় স্বার্থ, জাতীয় স্বার্থ ও গণতান্ত্রিক রূপান্তরের বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে এনসিপি যদি কোনো রাজনৈতিক দল বা জোটের সঙ্গে নির্বাচনি সমঝোতা কিংবা জোট গঠনের সিদ্ধান্ত নেয়, সে বিষয়ে আমাদের পূর্ণ সমর্থন ও সম্মতি রয়েছে। নির্বাহী কাউন্সিলের সুপারিশের আলোকে আহ্বায়ক ও সদস্য স

১৫ ঘণ্টা আগে

জামায়াত-এনসিপি জোট ঘোষণা রোববার

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফাইনালি জামায়াতের সঙ্গে এনসিপি জোটে যাচ্ছে। আগামীকাল রোববার ঘোষণা দেওয়া হবে।

১৭ ঘণ্টা আগে

জামায়াতের সঙ্গে জোট চান না এনসিপির ৩০ নেতা, নাহিদ ইসলামকে চিঠি

‘জুলাই গণঅভ্যুত্থানের দায়বদ্ধতা ও দলীয় মূল্যবোধের আলোকে সম্ভাব্য জোট বিষয়ে নীতিগত আপত্তি সংক্রান্ত স্মারকলিপি’––শিরোনামের এই চিঠিতে বলা হয়, স্বাক্ষরকারীরা দলের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে একটি 'গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে' তাদের 'গভীর উদ্বেগ ও অবস্থান' সামনে আনতে চান।

১৭ ঘণ্টা আগে

এনসিপি ছাড়লেন তাসনিম জারা

পোস্টে তাসনিম জারা লিখেন, ‘প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী,আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে ন

১৮ ঘণ্টা আগে