জাবিতে কোনো কমিটি নেই, দাবি ছাত্রদলের

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো কমিটি নেই বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি করা হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত নৃশংস হত্যার বিষয়ে জাতীয়তাবাদী ছাত্রদলকে জড়িয়ে মিথ্যাচার ও অপপ্রচার চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এমন কি বহুল প্রচারিত কিছু দৈনিক পত্রিকায়ও এ সম্পর্কে অসত্য তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রকৃতপক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ১৫/১১/২০২১ সাল থেকে কোনো কমিটি নেই এবং বিশ্ববিদ্যালয়ে কার্যক্রমও নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুতরাং ফ্যাসিস্টদের পতনের পর কেউ যদি ছাত্রদলের নাম ব্যবহার করে কোন ধরনের অপরাধ কর্মকাণ্ড করে তার দায়ভার জাতীয়তাবাদী ছাত্রদল নিবে না। প্রকৃতপক্ষে ছাত্রদল বা অন্য কোন অঙ্গসংগঠনের বর্তমান পদধারী একজন নেতাকর্মীও উক্ত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনাস্থলে উপস্থিত ছিলো না এবং কোন যোগসাজশও ছিলো না।

‘জাতীয়তাবাদী ছাত্রদল বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ থেকে শুরু করে সকল ধরনের বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে করে আসছে। ছাত্রদল যেকোনো প্রকার বিচারবহির্ভূত হত্যাকে অসমর্থন করে এবং একইসাথে ছাত্রদল বিশ্বাস করে অপরাধ যত গুরুতর কিংবা অপরাধী যতটা ঘৃণিতই হোক না কেন অভিযুক্তকে আইনের হাতে সোপর্দ করে ন্যায়বিচারের পথ প্রশস্ত করা-ই দেশের প্রতিটি নাগরিকের অবশ্য কর্তব্য’ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ওই বিজ্ঞপ্তিতে এই হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সব খুনির গ্রেফতার দাবি করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। একই সঙ্গে ছাত্রদলের বিষয়ে অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকার এবং গণমাধ্যমকে প্রাপ্ত তথ্য যথাযথভাবে যাচাই বাছাইয়ের অনুরোধ জানান তারা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে ২৭০ অ্যাম্বাসেডর নিয়োগ দেবে এনসিপি

দলীয় নেতারা বলছেন, পরিকল্পিত এই কর্মসূচির মাধ্যমে গণভোট নিয়ে জনসচেতনতা বাড়বে এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে শক্ত জনমত গড়ে তোলা সম্ভব হবে।

১ দিন আগে

স্বৈরাচার সরকারের মন্ত্রী হতে বলেছিল, কিন্তু আপস করিনি : আমীর খসরু

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিডিএ বালুর মাঠে বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই সভা আয়োজন করা হয়েছে।

২ দিন আগে

তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হওয়ায় ঢাবি সাদা দলের শুভেচ্ছা

নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও অত্যন্ত দক্ষতা ও দূরদর্শিতার সাথে দলকে সুসংগঠিত রাখতে তারেক রহমান যে নেতৃত্বের পরিচয় দিয়েছেন, তা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে এক অবিস্মরণীয় ভূমিকা পালন করছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরেই দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ

২ দিন আগে

ব্যারিস্টার কাজলের নেতৃত্বে বিএনপির আইনি সহায়তা সাব-কমিটি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। আইনি সহায়তা সাব-কমিটির অন্য সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হবে বলে পত্রে উল্লেখ করা হয়েছে।

২ দিন আগে