
প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ ও ভারতের মধ্যেকার সম্পর্ককে ‘বহুমুখী ও বিস্তৃত’ বলে আখ্যা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, কোনো একটি ঘটনায় এই সম্পর্ক সঙ্কুচিত হবে না।
তলবে সাড়া দিয়ে মঙ্গলবার (৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতালায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় তাকে তলব করা হয়েছিল।
দুই দেশের সম্পর্কের কথা তুলে ধরে ভারতীয় হাইকমিশনার বলেন, আমরা দুই দেশ একে অন্যের ওপর নির্ভরশীল। আমাদের অনেক উদ্যোগের মধ্য দিয়ে দুই দেশই লাভবান হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ, নিত্যপণ্য আমদানি-রফতানি ইত্যাদিসহ অনেক ইতিবাচক উদ্যোগ আমাদের রয়েছে।
প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বহুমুখী ও বিস্তৃত। ফলে কোনো একটি ইস্যুতে এই সম্পর্ক সঙ্কুচিত হবে না।
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে অভিযোগ তুলে সোমবার (২ ডিসেম্বর) আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতির নেতৃত্বে হামলা হয়। এ ছাড়া মুম্বাইয়ে বাংলাদেশ উপহাইকমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) বিক্ষোভ করে। হিন্দু সংঘর্ষ সমিতি মূলত ভিএইচপির সহযোগী সংগঠন।
বাংলাদেশেও ভারতে বাংলাদেশের পতাকা পোড়ানো ও সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় প্রতিবাদ, বিক্ষোভ চলছে। উপদেষ্টা পরিষদের দুই উপদেষ্টা ড. আসিফ নজরুল ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রতিবাদ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এর মধ্যেই ভারতীয় হাইকমিশনারকে তলব করে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহ।
তলবে সাড়া দিয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাতের পর ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা আরও বলেন, ‘যাই ঘটুক না কেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখব। বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। আজকের আলোচনায় দুই দেশের পক্ষ থেকে এ রকমই আলোচনা হয়েছে।’
এর আগে প্রণয় ভার্মা মঙ্গলবার বিকেল ৪টার দিকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর দফতরে পৌঁছান। সেখানে ভারপ্রাপ্ত সচিবের সঙ্গে আলোচনা করেন তিনি। পরে বিকেল ৪টা ৩৪ মিনিটে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের হয়ে যান।
আগরতলায় হামলার ঘটনাকে ‘দুঃখজনক’ অভিহিত করে সোমবারই বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক ও কনস্যুলার সম্পত্তি কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু করা উচিত নয়।
বাংলাদেশ থেকেও এ ঘটনায় বিবৃতি দিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। হাইকমিশন প্রাঙ্গণ রক্ষার দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখেননি বলে অভিযোগ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে ভারত সরকারকে এ ঘটনায় ব্যবস্থা নেওয়া ও ঘটনার বিস্তারিত তদন্তের আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে আগরতলায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় সেখানকার তিন উপপরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত ও এক উপপুলিশ সুপারকে প্রত্যাহার করেছে ভারতের পুলিশ সদর দফতর। এ ঘটনায় জড়িত সাতজনকে গ্রেফতারও করেছে পুলিশ।

বাংলাদেশ ও ভারতের মধ্যেকার সম্পর্ককে ‘বহুমুখী ও বিস্তৃত’ বলে আখ্যা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, কোনো একটি ঘটনায় এই সম্পর্ক সঙ্কুচিত হবে না।
তলবে সাড়া দিয়ে মঙ্গলবার (৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতালায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় তাকে তলব করা হয়েছিল।
দুই দেশের সম্পর্কের কথা তুলে ধরে ভারতীয় হাইকমিশনার বলেন, আমরা দুই দেশ একে অন্যের ওপর নির্ভরশীল। আমাদের অনেক উদ্যোগের মধ্য দিয়ে দুই দেশই লাভবান হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ, নিত্যপণ্য আমদানি-রফতানি ইত্যাদিসহ অনেক ইতিবাচক উদ্যোগ আমাদের রয়েছে।
প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বহুমুখী ও বিস্তৃত। ফলে কোনো একটি ইস্যুতে এই সম্পর্ক সঙ্কুচিত হবে না।
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে অভিযোগ তুলে সোমবার (২ ডিসেম্বর) আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতির নেতৃত্বে হামলা হয়। এ ছাড়া মুম্বাইয়ে বাংলাদেশ উপহাইকমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) বিক্ষোভ করে। হিন্দু সংঘর্ষ সমিতি মূলত ভিএইচপির সহযোগী সংগঠন।
বাংলাদেশেও ভারতে বাংলাদেশের পতাকা পোড়ানো ও সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় প্রতিবাদ, বিক্ষোভ চলছে। উপদেষ্টা পরিষদের দুই উপদেষ্টা ড. আসিফ নজরুল ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রতিবাদ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এর মধ্যেই ভারতীয় হাইকমিশনারকে তলব করে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহ।
তলবে সাড়া দিয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাতের পর ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা আরও বলেন, ‘যাই ঘটুক না কেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখব। বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। আজকের আলোচনায় দুই দেশের পক্ষ থেকে এ রকমই আলোচনা হয়েছে।’
এর আগে প্রণয় ভার্মা মঙ্গলবার বিকেল ৪টার দিকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর দফতরে পৌঁছান। সেখানে ভারপ্রাপ্ত সচিবের সঙ্গে আলোচনা করেন তিনি। পরে বিকেল ৪টা ৩৪ মিনিটে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের হয়ে যান।
আগরতলায় হামলার ঘটনাকে ‘দুঃখজনক’ অভিহিত করে সোমবারই বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক ও কনস্যুলার সম্পত্তি কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু করা উচিত নয়।
বাংলাদেশ থেকেও এ ঘটনায় বিবৃতি দিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। হাইকমিশন প্রাঙ্গণ রক্ষার দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখেননি বলে অভিযোগ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে ভারত সরকারকে এ ঘটনায় ব্যবস্থা নেওয়া ও ঘটনার বিস্তারিত তদন্তের আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে আগরতলায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় সেখানকার তিন উপপরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত ও এক উপপুলিশ সুপারকে প্রত্যাহার করেছে ভারতের পুলিশ সদর দফতর। এ ঘটনায় জড়িত সাতজনকে গ্রেফতারও করেছে পুলিশ।

বার্তায় তিনি বলেন, “নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। ‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। ‘হ্যাঁ’-তে আপনি নিজে সিল দিন। আপনার পরিচিত সবাইকে সিল দিতে উদ্বুদ্ধ করুন এবং তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসুন। দেশ পাল্টে দিন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে দেশ গড়ার এই সুযোগ নেবো।”
৭ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় যেন কোনো ধরনের ফাঁক না থাকে।
৮ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
৮ ঘণ্টা আগে
তারেক রহমান বলেন, আফিয়ার মতো দেশে এমন অসংখ্য অসহায় পরিবার আছে। বিএনপি প্রচলিত রাজনীতির বাইরে এমন আফিয়াদের পাশে দাঁড়ানোর চেষ্টা সব সময় করে আসছে। তবে, শুধুমাত্র একটি রাজনৈতিক দল হিসেবে এই বিশাল দায়িত্ব বহন করা বিএনপির জন্য অত্যন্ত কঠিন। সেজন্য আমরা বলেছি, বাংলাদেশের মানুষের সমর্থন পেলে আগামীতে সরকার গ
৮ ঘণ্টা আগে