এভারকেয়ারে ভর্তি খালেদা জিয়া, শারীরিক অবস্থা স্থিতিশীল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: ভিডিও থেকে

রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। স্বাস্থ্য পরীক্ষার জন্য সেখানে তাকে ভর্তি করা হয়েছে। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুসসহ নানা জটিলতায় ভুগছেন তিনি। তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে হাসপাতালের পথে রওয়ানা দেন খালেদা জিয়া। দিবাগত রাত সোয়া ১২টার দিকে তিনি সেখানে পৌঁছান।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

পরে রাত পৌনে ২টার দিকে হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে গত রাতে খালেদা জিয়ার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এরপর বোর্ডের সিদ্ধান্তেই তাকে আজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) তার আরও কিছু পরীক্ষা করা প্রয়োজন।

খালেদা জিয়ার এই ব্যক্তিগত চিকিৎসক আরও বলেন, এসব পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পেলে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে উনাকে (খালেদা জিয়া) কবে ছুটি দেওয়া হবে হাসপাতাল থেকে। এই মুহূর্তে উনার অবস্থা স্থিতিশীল। উনি হাসপাতালের কেবিনে আছেন।

এর আগে সবশেষ গত ২৮ আগস্ট রাতে একই হাসপাতালে কয়েকটি পরীক্ষা করেন খালেদা জিয়া। পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতেই তিনি বাসায় ফিরে গিয়েছিলেন।

২০১৮ সাল থেকে কারাবন্দি খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে বারবার আবেদনের পরও তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি তৎকালীন সরকার। এমনকি শর্তসাপেক্ষে তাকে নিজ বাসায় থাকতে দেওয়া হলেও দেশ ছাড়তে দেওয়া হয়নি।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন মামলা থেকে খালাস পান খালেদা জিয়া। সাজামুক্ত হওয়ার পর গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান তিনি। সেখানে লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসা নেন। পরে ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করেন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে ছিলেন তিনি।

চিকিৎসা শেষে গত ৬ মে খালেদা জিয়া দেশে ফেরেন। এরপর থেকে নিজ বাসা ফিরোজাতেই অবস্থান করছেন তিনি। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা করছে। বাসায় থাকলেও মাঝে মাঝে শারীরিক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে যেতে হয়।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়া ছাড়া উপায় নেই: রিজভী

এদিকে, একই দিনে ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণসংযোগের মাধ্যমে বলেন, আর বিভাজন করবেন না, আর কোনো দাবি তুলে বিভেদ তৈরি করবেন না। গণভোট, পিআর নিয়ে আর আন্দোলন করবেন না। নির্বাচনটা হতে দিন, দেশের মানুষ বাঁচুক। দেশের মানুষকে বাঁচাতে তাড়াতাড়ি ভোট হতে দিন।

৮ ঘণ্টা আগে

ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন

বুধবার (১৫ অক্টোবর) জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে কমিশন প্রধান এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও উপস্থিত আছেন।

৯ ঘণ্টা আগে

‘অশান্তির জন্য নোবেল থাকলে বাংলাদেশ উপযুক্ত বিবেচিত হতো’

জিএম কাদের বলেন, দেশের বর্তমান অবক্ষয় থেকে রক্ষাকবচ, নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহনমূলক নির্বাচন। বর্তমান সরকার নিরপেক্ষ নয়। সে কারনে প্রয়োজন সরকার পরিবর্তন। তত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন ও সে সরকারের অধীনে আগামী তিন মাসের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, অংশ গ্রহনমূলক

৯ ঘণ্টা আগে

গণতন্ত্রের অভিযাত্রায় বিঘ্ন সৃষ্টি হলে 'কালো ঘোড়ার অনুপ্রবেশ' হতে পারে: রিজভী

'জুলাই সনদে' উল্লিখিত গণভোট প্রসঙ্গে রিজভী বলেন, "এখন অক্টোবরের মাঝামাঝি সময়, নির্বাচন ও গণভোটের তো একটা প্রস্তুতি আছে। জনগণকে সম্পৃক্ত করতে হয়, বহুবিধ কাজ থাকে।" তিনি রোজার আগে নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা বিবেচনা করে বলেন, গণভোট আগে করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করা সম্ভব নয়, এতে সংকট তৈরি হব

১২ ঘণ্টা আগে