বিদেশে পাচারের টাকা দিয়ে ১০০ পদ্মা সেতু নির্মাণ করা যেত: মঈন খান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত ১৫ বছরে বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে সেই টাকায় ১০০টি পদ্মা সেতু নির্মাণ করা যেত।

শনিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে 'গত ১৫ বছরের ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে ব্যাংক বীমা লুটপাট বর্তমান সংকট এবং উত্তরণ' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সভা আয়োজন করে জাতীয়তাবাদী ব্যাংক বিমা পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটি ঢাকা।

ড. আব্দুল মঈন খান বলেন, 'স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে। গত ১৫ বছর লুটপাট করে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। বাংলাদেশের দরিদ্র খেটে খাওয়া মানুষের এই টাকা বিদেশে পাচার হয়েছে। পদ্মা ব্রিজ তৈরি করতে শেখ হাসিনার সরকার বেশিরভাগ টাকার লুটপাট করে নিজেরা ভাগ করে নিয়েছেন।'

তিনি বলেন, 'শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন - রাজনীতি মানুষের জীবনে কোনো আবেদন রাখবে না, যদি না সেই রাজনীতি মানুষের জীবনধারার ভাগ্য উন্নয়নে অবদান রাখতে না পারে। এদেশের দরিদ্র মানুষের যদি ভাগ্যের উন্নয়ন না হয়, তাদের অর্থনৈতিক উন্নয়ন না হয়, তারা যদি একটি সুন্দর জীবন নিয়ে গড়ে উঠতে না পারে তাহলে এই রাজনীতি মূল্যহীন।'

মঈন খান বলেন, 'এদেশের কোটি কোটি মানুষের আজ জাতি ধর্ম নিয়ে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করবে। তারা এমনভাবে জীবনযাপন করবে যাতে তাদের পেটের ক্ষুধা নিয়ে চিন্তা করা লাগবে না।'

তিনি আরও বলেন, 'শেখ হাসিনা সরকার বিগত ১৫ বছরে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়েছেন। তবে একটি অপবাদ দিতে পারেননি যে শহিদ প্রেসিডেন্ট দুর্নীতিবাজ এবং অসৎ মানুষ ছিলেন। আমাদের সমাজ থেকে দুর্নীতি মুক্ত করতে হবে এটা যদি করতে না পারি তাহলে আমরা কখনোই বাংলাদেশকে উন্নতি করতে পারব না।'

মঈন খান বলেন, 'আমরা যত সংস্কার করি না কেন, যতক্ষণ আমরা সমাজ থেকে দুর্নীতি মুক্ত করতে পারব না, কোনো লাভ হবে না। তাই সর্বপ্রথম বাংলাদেশ থেকে দুর্নীতিমুক্ত করতে হবে। আমরা যদি দেশের গরীব মানুষের জন্য কাজ করি তাদের উন্নয়নের জন্য কাজ করি, তাহলেই আমাদের দেশের উন্নয়ন হবে, দেশের অর্থনীতির উন্নতি হবে।'

আয়োজক সংগঠনের সভাপতি এম ওয়াহিদ মজুমদারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন ও মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিপ্লবী সংগঠন না থাকলে বিপ্লব হয় না : মির্জা ফখরুল

তিনি আরো বলেন, ‘বদরুদ্দীন উমর জীবনের শেষ দিন পর্যন্ত তার আদর্শ, সংগ্রামের সঙ্গে কখনো কম্প্রোমাইজ করেননি। আজকে যারা রাজনীতি করছি, আমরা অত্যন্ত শ্রদ্ধাবোধ করি। কারণ তিনি কখনো কম্প্রোমাইজ করেননি। আর যারা নতুন প্রজন্মের, তারা উমর সাহেবের কাছ থেকে কতটুকু নিতে পেরেছে সেটা আমার ঠিক জানা নেই।’

১৯ ঘণ্টা আগে

দুর্গাপূজা ঘিরে ষড়যন্ত্র হলে বিএনপি রুখে দেবে: দুলু

তিনি বলেন, আসন্ন দুর্গাপূজায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেন কোনো নাশকতা ঘটাতে না পারে, সেজন্য নাটোরের সব মন্দিরে পাহারা দেবে বিএনপির নেতাকর্মীরা। আওয়ামী লীগের কর্মীরা যদি কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়, তা প্রতিহত করবে বিএনপি।

২০ ঘণ্টা আগে

গায়ের জোরে দেশ শাসনের দিন শেষ: মিয়া গোলাম পরওয়ার

তিনি বলেন, ‘যখনই পিআর পদ্ধতির কথা বলি তখনই আপনি সংবিধান দেখান। সংবিধান মানলে তো আপনি যে চেয়ারে বসে আছেন সেটা অবৈধ। সংবিধান মানলে তো শেখ হাসিনার সংবিধান অনুযায়ী ২৪ এরপর পাঁচ বছর পর ২৯ সালে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তাহলে ২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা কেন বলছেন?’

২১ ঘণ্টা আগে

ডাকসু নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: চিফ রিটার্নিং অফিসার

অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, এ ধরনের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশের ইতিহাসে বিরল। এ নির্বাচন কালের সাক্ষী হয়ে থাকবে। অথচ কিছু অনলাইন অ্যাকটিভিস্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপ নির্বাচন সংক্রান্ত অলীক তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়

১ দিন আগে