
প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকার কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত বিএনপি নেতা হাসান মোল্লা (৪২) মারা গেছেন।
আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
হাসান মোল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রদলের ঢাকা জেলা দক্ষিণ শাখার সভাপতি পাভেল মোল্লা। তিনি রাজনীতি ডটকমকে বলেন, 'দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের পরেও এখনো আমাদেরই টার্গেট করা হচ্ছে। এই ঘটনাই প্রমাণ করে যে আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো সক্রিয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং যত দ্রুত সম্ভব বিচারের দাবি জানাই।'
এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেরানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আলামীন মিনহাজ বলেন, 'রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বিএনপি নেতাকে গুলি করে হত্যার ঘটনায় আমরা তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি।'
এই ঘটনাকে 'ন্যাক্কারজনক' অভিহিত করে তিনি আরও বলেন, আমরা এখনও শহিদ হাদি হত্যার বিচার পাইনি, আর এরই মাঝে একের পর এক হত্যাকাণ্ড আইনশৃঙ্খলার চরম অবনতিকেই নির্দেশ করে। আমরা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতের গ্রেপ্তার এবং হাদিসহ সকল হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।
এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে কেরানীগঞ্জের জগন্নাথপুর এলাকায় ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের কাছে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা খুব কাছ থেকে তিন থেকে চার রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুলিবিদ্ধ হয়ে হাসান মোল্লা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। আজ বিকেলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢাকার কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত বিএনপি নেতা হাসান মোল্লা (৪২) মারা গেছেন।
আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
হাসান মোল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রদলের ঢাকা জেলা দক্ষিণ শাখার সভাপতি পাভেল মোল্লা। তিনি রাজনীতি ডটকমকে বলেন, 'দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের পরেও এখনো আমাদেরই টার্গেট করা হচ্ছে। এই ঘটনাই প্রমাণ করে যে আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো সক্রিয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং যত দ্রুত সম্ভব বিচারের দাবি জানাই।'
এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেরানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আলামীন মিনহাজ বলেন, 'রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বিএনপি নেতাকে গুলি করে হত্যার ঘটনায় আমরা তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি।'
এই ঘটনাকে 'ন্যাক্কারজনক' অভিহিত করে তিনি আরও বলেন, আমরা এখনও শহিদ হাদি হত্যার বিচার পাইনি, আর এরই মাঝে একের পর এক হত্যাকাণ্ড আইনশৃঙ্খলার চরম অবনতিকেই নির্দেশ করে। আমরা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতের গ্রেপ্তার এবং হাদিসহ সকল হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।
এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে কেরানীগঞ্জের জগন্নাথপুর এলাকায় ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের কাছে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা খুব কাছ থেকে তিন থেকে চার রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুলিবিদ্ধ হয়ে হাসান মোল্লা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। আজ বিকেলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাংলাদেশে আসন্ন নির্বাচনে কারচুপি হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসতে পারবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। তার দাবি, সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না।
১০ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কোনো প্রতিশ্রুতি নেই জানিয়ে ঢাকা-৮ আসনে সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমার কোনো প্রতিশ্রুতি নেই, জনগণের যখন যা প্রয়োজন হবে, তখন তা-ই করব।
১১ ঘণ্টা আগে
চরমোনাই পীর বলেন, ইসলামী আন্দোলন এখন একা নয়, ওরা একা হয়ে গেছে। আমরা দেশকে ভালোবাসি। আর ওরা এই দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে।
১১ ঘণ্টা আগে
আমার এলাকাবাসী, আপনাদেরকে একটা কথা বিশেষভাবে বলতে চাই। আমি কোনো পেশাদার রাজনীতিবিদ নই। জুলাই গণঅভ্যুত্থানের পর স্বচ্ছভাবে রাজনীতি করার ও দেশ গড়ার একটা সুযোগ এসেছে তাই রাজনীতিতে এসেছি। আমার এই ইশতেহার কোনো গতানুগতিক 'ফাঁকা বুলি' নয়। এটি আপনাদের সাথে আমার চুক্তি। আমি যা লিখেছি, তা কীভাবে বাস্তবায়ন করব
১১ ঘণ্টা আগে